Gangasagar Mela Date and time
প্রতি বছরের মতো এবারেও গঙ্গাসাগর মেলা ২০২৫ (Gangasagar Mela) সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে এই মেলা ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। পৌষ সংক্রান্তির পুণ্যলগ্নকে কেন্দ্র করে এখানে লাখ লাখ তীর্থযাত্রী ভিড় করেন, যার বিশেষ আকর্ষণ সাগর সঙ্গমে পবিত্র ডুব। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি দুপুর ২টা ৫৮ মিনিটে পড়বে, এবং পুণ্যস্নানের শুভ সময় শুরু হবে ১৪ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। এ বছর প্রায় ৪০ লক্ষ পুণ্যার্থীর আগমন আশা করা হচ্ছে।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে মেলার প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। মেলার সময় ২৫০০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, এবং ২১টি জেটি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবে। বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে, এবং ১২ হাজার পুলিশ সদস্য, বিপর্যয় মোকাবিলা বাহিনী, জিপিএস নজরদারি, এবং বিশেষ স্বাস্থ্য ব্যবস্থাও রাখা হবে। সাগরদ্বীপ ও আশপাশের হাসপাতালে ৫০০টির বেশি শয্যা, চিকিৎসক, নার্স, আইসিইউ, এবং অ্যাম্বুল্যান্স সহ ব্যবস্থা রাখা হয়েছে।
গঙ্গাসাগর মেলায় নিযুক্ত কর্মী
গঙ্গাসাগর মেলার নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিল ডিফেন্স ও ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। এ বছর মেলায় সিভিল ডিফেন্স ও ভলান্টিয়ারদের মিলিয়ে ২৫০০ জন কাজ করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় যুবকদের ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে। তাঁদের দক্ষতা যাচাই করে নিযুক্ত করা হবে এবং উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মীদের অতিরিক্ত বেতন ভাতা ঘোষণা
মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেছেন যে এই ভলান্টিয়ার এবং সিভিল ডিফেন্স কর্মীদের পারিশ্রমিকের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে। ইতিমধ্যেই সরকার তাঁদের পারিশ্রমিক বাড়ানোর পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে তাঁদের দৈনিক ভাতা বাড়ানো হবে, এবং ভবিষ্যতে রাজ্য সরকার তাঁদের জন্য অন্যান্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। অর্থাৎ মেলায় কর্মরত কর্মীদের অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “ওরা আমাদের সেবা দেবে, আমরা ওদের সেবা দেব।”
সিভিল ডিফেন্স কর্মীরা মেলার সুরক্ষা, জনসমাগম নিয়ন্ত্রণ, এবং বিপর্যয় মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবেন। ভলান্টিয়াররা তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধা, খাবার সরবরাহ, এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিশেষ দায়িত্ব পালন করবেন। সরকারের এই উদ্যোগে স্থানীয় যুবকদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং মেলার কার্যক্রমে আরও গতি আসবে।
আরও পড়ুন, চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হল। কারা পাবেন টাকা? কিভাবে পাবেন? দেখে নিন
রাজ্য প্রশাসন (West Bengal) মেলার প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চায় না। মেলা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্যই সিভিল ডিফেন্স ও ভলান্টিয়ারদের পারিশ্রমিক ও সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলা হয়েছে। সরকারের এই উদ্যোগে মেলা আরও সফল ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্সন
Written by Nabadip Saha.