হাতে আর মাত্র দুদিন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে Aadhaar Card এর এই কাজ না করলে বন্ধ অথবা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার আধার কার্ড। সম্প্রতি UIDAI কতৃক আধার আপডেট নিয়ে কেন্দ্রের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। সরকারি নির্দেশ মতো এই কাজ না করলে চিরকালের মতো হারাতে হতে পারে নিজের আধার নম্বর! তবে কাদের আধার নিস্ক্রিয় হতে পারে? কাদের আপদেট করা জরুরী? কাদের আপডেট করতে হবে না,সেটি আগে ভালভাবে জেনে তারপর সিদ্ধান্ত নিন।
UIDAI Aadhaar Card Update
বর্তমানে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা ভারতের সকল নাগরিক জানেন। তাই একবার যদি আধার নিস্ক্রিয় হয়ে পড়ে তবে কোন সরকারি সুবিধাই আর পাবেন না। বিপদ এড়াতে এখনই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন বিস্তারিত।
আধার নিয়ে সরকারি নির্দেশ
আধার আপডেট করার জন্য বিনামূল্যে সুযোগ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পথে। UIDAI (ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) ঘোষণা করেছে যে, আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্মতারিখ পরিবর্তন করার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে সুবিধা পাওয়া যাবে। এই তারিখের পর কার্ড আপডেট বা যেকোনো তথ্য পরিবর্তন করাতে হলে গ্রাহকদের নির্দিষ্ট ফি প্রদান করতে হবে।
আধার কেন এত গুরুত্বপূর্ণ?
আধার হল একটি ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর যা কেন্দ্র সরকার জারি করেছে, এবং এটি গ্রাহকের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়। আধার কার্ড বর্তমানে ভারতের সমস্ত আর্থিক পরিষেবা, ব্যাঙ্কিং ও সরকারি পরিষেবার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে সঠিকভাবে পরিচয় যাচাই এবং জালিয়াতি রোধ করা সম্ভব হয়েছে।
কাদের জন্য এই নির্দেশ?
কেন্দ্রিয় আধার নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যারা ১০ বছর বা তার বেশি সময় ধরে আধার কার্ডে কোনো আপডেট করেননি, তাদের জন্য পরিচয় এবং ঠিকানার নথি আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি আধার পরিষেবা ও যাচাইকরণ প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করবে।
আর পড়ুন, আগামী মাসে মাসে রেশনে কি কি দেবে? পশ্চিমবঙ্গে ৬ লক্ষ জনগন ফ্রি রেশন পাবেন না।
আধার আপডেট কিভাবে করবেন?
বিনামূল্যে আধার আপডেট করার জন্য,
১. গ্রাহকদের প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে ভাষা নির্বাচন করার পর ‘মাই আধার’ অপশন থেকে ‘আপডেট ইওর আধার’ নির্বাচন করতে হবে।
৩. এরপর ‘আপডেট আধার ডিটেইলস’ পেজে গিয়ে গ্রাহককে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, ও জন্মতারিখ আপডেট করতে হবে।
৪. এই প্রক্রিয়ায় গ্রাহকদের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
৫. ‘সাবমিট আপডেট রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করার পর, গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এই ওটিপি ব্যবহার করে লগ ইন করে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিঃ দ্রঃ
যদি গ্রাহকরা এই সুযোগ হারিয়ে ফেলেন এবং ১৪ সেপ্টেম্বরের পর আধার আপডেট করতে চান, তবে তাদের আপডেট ফি প্রদান করতে হবে, যা অতিরিক্ত খরচের কারণ হতে পারে। তাই দ্রুত Aadhaar কার্ড আপডেট করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রাহকরা একটি ইউনিক রেফারেন্স নম্বর (URN) পাবেন, যা দিয়ে তারা তাদের আপডেটের স্ট্যাটাস অনলাইনে ট্র্যাক করতে পারবেন।
Written by Nabadip Saha.