FD Interest rates: নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত হলো? ফিক্সড ডিপোজিটের সুদের হার কোন ব্যাংকে বেশি?

অবশেষে নতুন বছরে বিভিন্ন ব্যাংকে স্থায়ী মামানতে সুদের হার তথা FD Interest rates প্রকাশিত হলো। কিছু কিছু ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে, কয়েকটি ব্যাংক পরিবর্তন করেছে। আর বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি সেভিংস ব্যাংক একাউন্টে বিনিয়োগ করার থেকে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগ করা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে প্রত্যেকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে অনেক উচ্চহারে সুদ প্রদান করা হয়। দেশের প্রথম সারির যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো বছরের শুরুতেই সুদের হার পরিবর্তন করলো। এবার এক নজরে দেশের বিভিন্ন প্রথম সারির ব্যাংকের সুদের হার দেখে নিন।

FD Interest rates of SBI PNB BOB HDFC ICICI Bank

বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদের হার ভিন্ন হয়ে থাকে। কোনো ব্যাংকের সুদের হার কম থাকে আবার কোনো ব্যাংকে সুদের হার অনেক বেশি হয়ে থাকে। প্রত্যেক ব্যাংকে সুদের হার কত দিচ্ছে, সেটা জানা থাকলে বিনিয়োগকারীর অনেকটাই সুবিধা হয়। নতুন বছরের শুরুতে দেশের প্রথম সারির ব্যাংকগুলো কত সুদ দিচ্ছ একনজরে দেখে নেওয়া যাক।

SBI ব্যাংকে সুদের হার

দেশের সর্ববৃহৎ ব্যাংক State Bank of India তথা স্টেট ব্যাংকে FD Interest rates এর অমৃত বৃষ্টি স্কিমের মেয়াদ ৪৪৪ দিনের। এই স্কিমে বিনিয়োগ করলে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ।
জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার থাকছে ৬.৮০ শতাংশ।
আপনি যদি ১ বছরের মেয়াদে Fixed Deposit বিনিয়োগ করেন, তাহলে ৬.৭৫ শতাংশ সুদের হার রয়েছে এছাড়া ৩ বছরের জন্য মেয়াদে ৬.৫০ শতাংশ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সুদের হার

এই ব্যাংকে ৪০০ দিনের মেয়াদে সুদের হার থাকছে ৭.২৫ শতাংশ।
১ বছরের মেয়াদে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে সুদের হার থাকছে ৬.৮০ শতাংশ।
আপনি যদি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার থাকছে ৬.৫০ শতাংশ।

আরও পড়ুন, নতুন বছরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের টাকা দিচ্ছে রাজ্য সরকার।

কানাড়া ব্যাঙ্ক

এই ব্যাংকে ৪৪৪ দিনের মেয়াদের জন্য সুদের হার থাকছে ৭.২৫ শতাংশ করে।
১ বছরের মেয়াদে সুদের হার দেবে ৬.৮৫ শতাংশ। ৩ বছরের মেয়াদে সুদের হার দেবে ৬.৮০ শতাংশ।
৫ বছরের মেয়াদে সুদের হার দেবে ৬.৭০ শতাংশ।

ব্যাঙ্ক অফ বারোদা

ব্যাঙ্ক অফ বরোদা ৪০০ দিনের জন্য সুদের হার দিচ্ছে ৭.৩০ শতাংশ করে।
১ বছরের মেয়াদে সুদের পরিমাণ থাকছে ৬.৮৫ শতাংশ।
৩ বছরের মেয়াদে FD Interest rates থাকছে ৭.১৫ শতাংশ।
৫ বছরের মেয়াদে সুদ ৬.৮০ শতাংশ।

আরও পড়ুন, ৪০ কোটি মানুষকে ব্যবসা করতে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। PMMY প্রকল্পে আজই আবেদন করুন।

এইচডিএফসি ব্যাঙ্ক

HDFC ব্যাংক ৫৫ মাসের মেয়াদে সুদের হার দেবে ৭.৪০ শতাংশ।
১ বছরের মেয়াদে সুদ ৬.৬০ শতাংশ।
৩ বছরের জন্য সুদের হার থাকছে ৭ শতাংশ।
৫ বছরের জন্য শুধু Fixed Deposit Interest rates ৭ শতাংশ।

ICICI Bank FD Interest rates

এই ব্যাংক ১৫ মাসের মেয়াদের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ।
১বছরের জন্য সুদের হার থাকছে ৬.৭০ শতাংশ।
৩ বছর এবং ৫ বছরের জন্য এবং ৭ শতাংশই সুদ দেওয়া হবে।

এখানে দেশের প্রথম সারির ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিটের ওপর সুদের রেট কি রয়েছে, সেটা জানিয়ে দেওয়া হলো। তবে বিভিন্ন মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠান ৯.২০% পর্যন্ত সুদ দিচ্ছে। তবে সেই সমস্ত স্কীমে বিনিয়োগ করতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই প্রতিবেদনে শুধুমাত্র দেশের প্রথম সারির ব্যাংকের সুদের হার প্রকাশ করা হলো। এই ব্যাংকগুলোর মধ্যে আপনিও যদি একটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে বিনিয়োগ করার সময় সুদের হার দেখে সেই অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুন, আপনার টাকার দরকার হলে এই সরকারি প্রকল্পে আবেদন করুন।

নতুন বছরের শুরুতেই নতুন সুদের হার বা FD Interest rates নির্ধারণ করেছে এই ব্যাংকগুলো। সুদের হার বা FD Interest rates অনেক সময় পরিবর্তন করা হয়, তাই বেশি সুদের হার থাকার সময়ই সুযোগ বুঝে Fixed Deposit এ বিনিয়োগ করে লাভযুক্ত রিটার্ন পেয়ে যান।

শেয়ার করুন: Sharing is Caring!