FD Interest Rate – ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়ে গেল। সমস্ত ব্যাংকে নতুন সুদের হার এর তালিকা দেখুন।

FD Interest Rate with save tax: ভবিষ্যতের জন্য অনেকেই বিনিয়োগ করে থাকেন বিভিন্ন স্কীমে। বিনিয়োগের জন্য একাধিক স্কীম অফার করে দেশের সরকারি ও বেসরকারি সংস্থা গুলি। তবে বিনিয়োগের ক্ষেত্রে স্থায়ী আমানতের উপর অনেক সময় কর প্রদান করতে হয়। তাই অনেক বিনিয়োগকারী চায়, কর ছাড়া বিনিয়োগ করতে। এ জন্যও একাধিক ব্যাংকের অধীনে ফিক্সড ডিপোজিট স্কীম রয়েছে। যেখানে এফডি করলে, স্থায়ী আমানতের উপর প্রায় দেড় লক্ষ টাকা করে ছাড় মিলবে। আর এ ধরণের ট্যাক্স ফি এফডির ক্ষেত্রে সুদ(FD Interest Rate) ও বেশি পাওয়া যায়। কোন ব্যাংক কর ছাড়ের এফডির উপর কত সুদ দেয়? আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার(FD Interest Rate)

বর্তমানে অনেকে ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন কারণ ফিক্সড ডিপোজিটে শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ডের মতো কোনরকম ঝুঁকির সম্ভাবনা নেই। তাই অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে ফিক্সড ডিপোজিটকে বেশি পছন্দ করেন। বর্তমানে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদের হার(FD Interest Rate) প্রদান করছে। এবার জেনে নেওয়া যাক দেশের সমস্ত বড় বড় ব্যাংকগুলো তাদের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের কত ইন্টারেস্ট রেট প্রদান করেছে।

এইচডিএফসি ব্যাংক (HDFC Bank): এই ব্যাংকে ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে সাধারণ গ্রাহকরা প্রতি বছর ৭ শতাংশ হারে সুদ পেয়ে থাকে। অন্য দিকে প্রবীণ গ্রহাকের জন্য প্রতি বছর সুদের হার ৭.৭৫ শতাংশ।

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (Union Bank of India): কর ছাড়ে এফডি করলে প্রতি বছর সাধারণ গ্রাহকেরা এই ব্যাংক থেকে ৬.৭০ শতাংশ হারে সুদ পেয়ে থাকে। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংক ৭.২০ শতাংশ সুদ প্রদান করে থাকে।

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank): ৫ বছর মেয়েদের কর ছাড়ের ফিক্সড ডিপোজিট(FD Interest Rate) করলে সাধারণ গ্রাহকদের প্রতি বছর ৭ শতাংশ সুদ দেওয়া হবে এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।

আরোও পড়ুন » Electricity Bill Payment – পশ্চিমবঙ্গের কারেন্ট বিল নিয়ে চিন্তার অবসান। কমে গেল খরচ।

আরবিএল ব্যাংক (RBL Bank): কর ছাড়ের এফডি করলে এই ব্যাংক সাধারণ নাগরিকদের ৭.১ শতাংশ হারে সুদ দেবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার মিলবে ৭.৬ শতাংশ।

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Induslnd Bank): এই ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের স্থায়ী আমানতের উপর ৪ শতাংশ হারে সুদ প্রদান করে প্রতি বছর। অন্যদিকে যাদের বয়স ষাটের কম তারা কর ছাড়ের স্থায়ী আমানতে পেয়ে রহাকে ৭.২৫ শতাংশ সুদ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank): কর ছাড়ে আমানতের উপর ষাট বছরের কম বয়সী গ্রাহকরা পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। অন্য দিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের পরিমান বেশি থাকছে। এ ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭.৩০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

Top 5 Banks RD Interest Rate

আইডিএফসি ফার্স্ট ব্যাংক (IDFC First Bank): এই ব্যাংকের ষাট বছরের কম বয়সী গ্রাহকরা কর ছাড়ের এফডির উপর ৭ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া হবে ৭.৫ শতাংশ হারে সুদ।

কানাড়া ব্যাংক (Canara Bank): এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের কর ছাড়ের এফডির উপর মিলবে ৭.২০ শতাংশ হারে সুদ। যেখানে সাধারণ নাগরিকদের জন্য দেওয়া হবে ৬.৭০ শতাংশ হারে সুদ।

আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank): এই ব্যাংকের সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে। যেখানে প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৭.৫০ শতাংশ সুদ।

আরোও পড়ুন » RBI – নিয়ম না মানায় জনপ্রিয় 5 টি সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল। টাকা তোলা যাবে না। সমস্যায় কোটি গ্রাহক।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment