কোন ব্যাংক কত বেশি সুদ দিচ্ছে (Bank Interest Rates), কোথায় উচ্চ হারে রিটার্ন পাওয়া যাচ্ছে, কোন মেয়াদের প্রকল্প সবচেয়ে বেশি আকর্ষণীয়, কোন স্কিমে বিনিয়োগ করলে লাভ সবথেকে বেশি হবে, এই প্রশ্নগুলো মানুষের মধ্যে সব সময়ই ঘোরাফেরা করতে থাকে। আর যে ব্যাংক যত বেশি পরিমাণে সুদ দেয় সকলেই সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়।
সম্প্রতি রিজার্ভ ব্যাংক বা RBI (Reserve Bank of India) আরও একবার রেপোরেট বৃদ্ধি করেছে। ০.৩৫ শতাংশ রেপোরেট বৃদ্ধি করার ফলে সমস্ত ব্যাংকের লোনের উপর সুদ বৃদ্ধি পেয়েছে। আবার পাশাপাশি গ্রাহকরাও তার স্থায়ী আমানত এর উপরেও বেশি পরিমাণে রিটার্ন পেতে চলেছেন। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে।
যদি অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে সুদ পেতে চান তাহলে ৬ মাস থেকে ১ বছরের সময়সীমায় কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে (FD Bank Interest Rates) টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে দুটি সুবিধা পাবেন, প্রথমত উচ্চ হারে রিটারন, এবং টাকার প্রয়োজন হলে টাকা তুলে নিতে পারবেন। এবার কোন ব্যাংকগুলি এই অল্প সময়ে বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে, দেখে নেওয়া যাক:
Bank Interest Rates December 2022
Punjab National Bank:
যদি পিএনবিতে কম সময়সীমার Fixed Deposit এ টাকা বিনিয়োগ করেন তাহলে একটু বেশি পরিমাণে সুদ (Bank Interest Rates) পাবেন। ৬ মাস এবং ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ থেকে ৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই সময়সীমায় সিনিয়র সিটিজেনরা ৬ শতাংশ থেকে ৬.৮০ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। আবার তার সঙ্গে ৬.৩০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সিনিয়র সিটিজেনরা এই ব্যাংকে সুদ পাচ্ছেন।
পকেট হবে গড়ের মাঠ, রিজার্ভ ব্যাংকের (RBI) নতুন সিদ্ধান্তে দুর্ভোগ বাড়ছে দেশবাসীর।
State Bank of India:
৬ মাস থেকে ১ বছরের কম সময়সীমার FD Bank Interest Rates তে SBI ৫.২৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। আবার সিনিয়র সিটিজেনরা এই মেয়াদে ৫.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এছাড়া ৬৬৬ দিন কিম্বা ৯৯৯ দিনের জন্য ব্যাংকের আরও কিছু স্কীম রয়েছে।
Canara Bank:
একইভাবে কানারা ব্যাঙ্কও ৬ মাস থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই একই মেয়াদে সিনিয়র সিটিজেনরা এই ব্যাঙ্কে ৬ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ সুদ পাবেন।
ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে মিলবে 2 লক্ষ টাকা, এইভাবে আবেদন জানান।
এবার কোন ব্যাংকে আপনার একাউন্ট আছে, এবং কোথায় টাকা রাখবেন সেটা সম্পুর্ন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কোথাও টাকা রাখার আগে Bank Interest Rates নিয়ে একটু যাচাই করে নেওয়া ভালো। এই বিষয়ে আপনার কোনও মন্তব্য থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এবং অর্থনৈতিক কোনও প্রশ্ন বা খবর পেতে আমাদের EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.