শিক্ষা দপ্তর (School Education Department) থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট উইক (School Students Week) পালন করার নির্দেশ দিয়েছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এবং বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি মাসের ২- ৮ তারিখ পর্যন্ত
পালন করা হবে স্টুডেন্ট উইক। শিক্ষা দপ্তর থেকে স্টুডেন্ট উইক পালন করার বেশ কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। গাইডলাইনে কি কি বলা হয়েছে সেগুলি ভালোভাবে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Every School has to observe Students Week in Januyary 2024
নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের ২-৮ তারিখ পর্যন্ত সরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট উইক (Students Week Observation) পালন করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে সেই প্রকল্পগুলিকে কার্যকর করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার সৃষ্ট সেইসব প্রকল্পের প্রচার করা হবে।
পড়ুয়াদের প্রকল্পগুলো হলো
- বুক ডে
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
- ঐক্যশ্রী স্কলারশিপ
- প্রি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ
পালনীয় সমস্ত কর্মসূচী
স্টুডেন্ট উইক এর কর্মসূচিতে Book Day এর দিনে পুস্তক বণ্টন (Book Distribution) করে এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা (Greetings Card) দিয়ে এই প্রচার চালানোর কাজ শুরু করতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের (School Education Department) নির্দেশিকায়। এর পাশাপাশি নির্দেশিকায় আরো বলা হয়েছে যে জানুয়ারি মাসের ২-৮ তারিখ অর্থাৎ স্টুডেন্ট উইক (Students Week) এর দিনগুলিতে দু’ঘণ্টা করে বেলা ১১-১ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করতে হবে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। যাতে এই কর্মসূচি সঠিকভাবে পালিত হয় সেই বিষয়েই জেলা শাসককে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই কর্মসূচি পালনের জন্য একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এই Students Week কর্মসূচি পালনের জন্য সব রকম ভাবে উদ্যোগী হতে বলা হয়েছে জেলার শিক্ষা আধিকারিকদের। এই সময়ে বিশেষ কারন ব্যাতীত কোনও স্কুলের শিক্ষক অনুপস্থিত থাকতে পারবেন না।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারী কর্মীরা এবার কাজে ফাঁকি দিলেই 10 হাজার টাকা জরিমানা। নতুন নিয়ম চালু।
তবে শিক্ষা দপ্তরের এই নির্দেশিকার সমালোচনা করেছে বিরোধী শিক্ষক সংগঠনগুলি। শিক্ষা দপ্তরের Students Week নিয়ে এই নির্দেশিকা প্রসঙ্গে অখিল ভারতীয় রাষ্ট্রিয় শৈক্ষিক মহাসংঘের নেতা অনুপম বেরা বলেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে তার নিরিখে বলতে পারি রাজ্য সরকারের যে কোনও প্রকল্পের প্রচার করা মানে রাজ্য সরকারের দুর্নীতির প্রচার করা। আর গত বার ভোটের সময়ও ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ধরনের প্রচার করেছিল শিক্ষা দফতর। আবার লোকসভা ভোট আসছে বলে, সেই একই ধরনের প্রচার মুখ্যমন্ত্রী ছাত্রদের মধ্যে শুরু করিয়েছেন। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ধরনের প্রচার করা কাম্য নয় বলেই আমরা মনে করি।”
এদিকে বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি থেকে স্বপন মণ্ডল জানিয়েছেন, “সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) না দিয়ে সেই অর্থে রাজ্য সরকারের প্রকল্পগুলি (Government Shemes) চলছে। তাই আমার মনে হয় রাজ্য সরকারের এই বিষয়টিও তুলে ধরা উচিত যে শিক্ষকদের প্রাপ্য অর্থের বিনিময় এই প্রকল্পগুলো (Government Scheme) চালানো হচ্ছে।”
আরও পড়ুন, কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF Download Link.
তবে বিরোধী শিক্ষক সংগঠনগুলির সমালোচনা করতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার বলেছেন, “রাজ্য সরকার চাইছে তাদের শুরু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সব ছাত্র-ছাত্রীর কাছে পৌঁছে দিতে। কোনও ছাত্র-ছাত্রী যদি প্রকল্প প্রসঙ্গে জানতে না পারেন তা হলে তিনি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।।
সেই বঞ্চনা যাতে কোনও ছাত্র-ছাত্রীকে স্পর্শ না করতে পারে, সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সব ছাত্র-ছাত্রীর কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে তাদের প্রকৃত ভাবে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া। তাই বিরোধী সংগঠনের বন্ধুদের বলব সব কিছুর মধ্যে বিরোধিতা না দেখে ইতিবাচক দিক দেখার চেষ্টা করুন।”
Written by Nupur Chattopadhyay.