সরকারি কর্মী ও যেকোনো চাকরিজীবীদের PF EPFO প্রদত্ত প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) একাউন্টে টাকা জমা হয়। যেখানে আপদকালীন পরিস্থিতিতে লোন ও পাওয়া যায়, অন্যদিকে চাকরি ছেড়ে দিলে বা অবসর নিলে সেই টাকা তুলে নেওয়া যায় (PF Withdrawal), যেটি চাকরির পর খুবই কাজে লাগে (Employee Benefits).
EPFO Provident Fund Rules Death Benefits
ভবিষ্যতের চিন্তা সকল মানুষেরই থাকে। এইজন্যেই মানুষ টাকা-পয়সা জমায়। কিন্তু আপনার জমানো টাকা তখনই উপকারে আসবে যখন আপনার অবর্তমানে আপনার পরিবার তা হাতে পাবে। প্রায় সব চাকরিজীবীদেরই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (Provident Fund Account) থাকে। ব্যক্তিরা তাদের কর্মজীবনে এখানে টাকা বিনিয়োগ করেন এবং অবসরের পর এককালীন মোটা টাকা হাতে পান।
কিন্তু কখনো যদি অবসরের আগেই চাকরি করা অবস্থায় সেই ব্যক্তি মারা যান, সে ক্ষেত্রে সেই টাকার কি হবে? তখন কি সেই টাকা আর পাওয়া যায়? Karamchari Bhavishya Bidhi Sangathan বা Employees Provident fund Organisation এর প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের অনেকেই এই বিষয়টি ভাবেন। আজ এই প্রতিবেদনে আমরা জেনে নেব Employees Provident fund Organisation এর নিয়ম। ব্যক্তির অবর্তমানে তার টাকা দেওয়া কি আদৌ বৈধ? বা তা পেলেও কে পাবেন?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হলো সরকারি অথবা বেসরকারি যেকোনো ক্ষেত্রের কর্মীদের জন্য অবসরকালীন সঞ্চয় প্রকল্প। এর উদ্দেশ্য কর্মচারীদের অবসর, বেকারত্ব এবং অন্যান্য দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য আর্থিক নিরাপত্তা প্রদান করা। যে সকল কর্মীর বেতন প্রতি মাসে ন্যূনতম ৬৫০০ টাকার বেশি তারাই প্রভিডেন্ট ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারেন।
প্রতিমাসে কর্মীদের বেতনের থেকে ১২ শতাংশ টাকা কেটে রাখা হয় প্রভিডেন্ট ফান্ডে। এর সঙ্গে নিয়োগকারী সংস্থাও ওই একই পরিমাণ বিনিয়োগ করে থাকে। সুদে আসলে সব টাকা মিলিয়ে ব্যক্তিকে রিটার্ন দেওয়া হয় তার অবসরের সময়। যা একসঙ্গে অনেকটা টাকা হয় পরিমাণে। ভারতের প্রভিডেন্ট ফান্ডের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (कर्मचारी भविष्य निधि संगठन).
প্রভিডেন্ট ফান্ডের সুবিধা:
অবসর নিরাপত্তাঃ ইপিএফ কর্মচারীদের অবসরের পর আর্থিক নিরাপত্তা প্রদান করে।
কর সুবিধাঃ EPF এর অবদান এবং সুদ করমুক্ত।
ঋণ সুবিধাঃ কর্মচারী নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইপিএফ জমা থেকে ঋণ নিতে পারেন।
আরও পড়ুন, শুধু DA নয়, জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীরা TA পাবেন। পকেটে ঢুকবে আরো বেশি টাকা।
বিমা সুবিধাঃ EPF এর সাথে একটি জীবন বিমা সুবিধাও যুক্ত থাকে।
অসুস্থতা সুবিধাঃ দীর্ঘমেয়াদী অসুস্থতার ক্ষেত্রে কর্মচারী ইপিএফ জমা থেকে কিছু টাকা তুলতে পারেন।
বেকারত্ব সুবিধাঃ নির্দিষ্ট শর্ত পূরণ করলে কর্মচারী বেকারত্বের সময় ইপিএফ জমা থেকে কিছু টাকা তুলতে পারেন।
আরও পড়ুন, স্টেট ব্যাংকের এই স্কীমে প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন। সুদের হার ও হিসাব দেখে নিন
চাকরিজীবীর অবর্তমানে টাকা কে পাবেন?
সুতরাং EPFO এর টাকা সম্পূর্ণ সুরক্ষিত, এবং কর্মীর অবর্তমানে সেই টাকা ও সহজেই তুলে নেওয়া যায়।
কর্মীর অবর্তমানে প্রভিডেন্ট ফান্ডের টাকা নমিনি ৯০ দিনের মধ্যে পেয়ে যাবেন। এক্ষেত্রে নমিনিকে মৃত কর্মীর Death Certificate এর প্রতিলিপি জমা দিতে হবে।
তবে যদি নমিনি বা নমিনেশন না করা থাকে, সেক্ষেত্রে তার পরিবার সেই টাকা পাবেন। এবং তার প্রথম দাবীদার তার স্বামী বা স্ত্রী। স্বামী বা স্ত্রী না থাকলে সন্তান প্রথম দাবীদার। সন্তান না থাকলে মা বাবা, ভাই বোন এই টাকা পাবেন। তবে সেক্ষেত্রে অন্য সদস্যদের NOC বা No objection Certificate জমা দিতে হবে।