বেসরকারি সংস্থায় কর্মরত বা বিভিন্ন কোম্পানীতে চাকরিরত স্থায়ী কর্মীদের বা Private Employees দের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর। এবার বেসরকারি সংস্থার কর্মীদের খুলতে হবে পিএফ একাউন্ট (PF Account). কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সাধারণ মানুষের কাছে পিএফ (Provident Fund) নামে পরিচিত। PF স্কিমটি হল একটি অবসর বেনিফিট স্কিম যা সমস্ত বেতনভোগী কর্মচারীদের জন্য উপলব্ধ। কর্মী প্রভিডেন্ট ফান্ডের অধীনে কর্মচারীরা (Private Employees) যেমন টাকা জমা রাখে ঠিক তেমন নিয়ম কর্তাও ওই একাউন্টে কিছু অর্থ বিনিয়োগ করার অবদান রাখে।
Private Employees Will Open PF Account For Retirement Benefits.
আজকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেওয়া হবে এই প্রতিবেদনের মাধ্যমে। সমস্ত বিষয়ে জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। EPFO এর স্কিমটি শুরু হয়েছিল ১৯৭৬ সালে। তারপর সমস্ত সংস্থাকে এই স্কিমের আওতায় আনা হয়। যে সরকারি কর্মচারীরা বা বেসরকারি কর্মীরা (Private Employees) এই স্কিমের একাউন্ট খোলেন তারা শুধু জমানো টাকার উপর সুদ পান এমন নয় এই স্কিমটিতে কেন্দ্রীয় সরকারের সুরক্ষাও রয়েছে।
Employees Provident Fund
এই একাউন্টে যেমন কর্মীরা (Private Employees) কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে আবার তার সাথে নিয়োগকর্তা কিছু অর্থ জমা করে। এর পাশাপাশি কর্মীদের বিমার সুরক্ষাও দেওয়া হয় ওই স্কিমের মাধ্যমে। এছাড়াও এই স্কিমে মাধ্যমে তিনটি সুবিধা পাওয়া যায়। তিনটি স্কিম একই সঙ্গে EPFO দ্বারা পরিচালিত হয়। EPF স্কিম ১৯৫২ সালে তৈরি, ১৯৯৫ সালের পেনশন স্কিম (EPS), তৃতীয় স্কিমটি হল Employees Deposit Linked Insurance (EDLI).
EPF Benefits
কর্মীরা EPFO এর স্কিমটি করেন তবে EDLI স্কিমের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। EDLI স্কিমে, নিয়োগকর্তা অর্থ বিনিয়োগ করে কর্মচারীর (Private Employees) পরিবার সুবিধা দেওয়ার জন্য। EDLI স্কিমের মাধ্যমে ৭ লক্ষ বিমার সুবিধা দেওয়া হয়। বিমার সুবিধা বলতে বোঝায় যদি ওই একাউন্ট হোল্ডারের সাথে অপ্রীতিকর কোনো ব্যক্তি ঘটনা ঘটে সে ক্ষেত্রে তার পরিবারকে সাত লক্ষ টাকার বিমার কভার দেওয়া হবে।
পোস্ট অফিসের এই স্কিমে টাকা বিনিয়োগ করুন। সবচেয়ে বেশি রিটার্ন পাবেন।
PF Account Check
যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণে অর্থের বীমা প্রকল্প করে থাকেন তবে সে ক্ষেত্রে তিনি এই প্রকল্পটিকে ছেড়ে দিতেও পারেন। এটি যদি না হয় তবে উভয় প্রকল্পের সুবিধাই Private Employees দের দেওয়া হবে। EPFO প্রকল্পের অধীনে কর্মচারীর ডিএ পরিমাণের ০.৫ শতাংশ নিয়োগকর্তা ইনভেস্ট করে। এই ইনভেস্টের সর্বোচ্চ পরিমাণ হল ৭৫ টাকা। একজন কর্মচারী তখন এই সুবিধা গুলি পাবেন যখন তিনি একটানা কাজটি চালিয়ে যাবেন।
ফ্রি রেশন নিয়ে মোদীর বড় ঘোষণা। জানুয়ারী থেকে রেশনে আরও নতুন নতুন জিনিস পাবেন।
PF Interest Rate
PF একাউন্টে টাকা রাখার সময় ব্যক্তিটি যে শুধুমাত্র বীমার সুবিধা পান এমন নয়। PF একাউন্ট এর সুদ FD এর থেকেও অনেক বেশি। যেমন ধরুন স্টেট ব্যাংকের এফডিতে সুদ দেওয়া হয় ৭%। অপরদিকে পিএফ একাউন্টে (PF Account) সুদের পরিমাণ হল ৮.১৫%। কখনো কখনো ৯% আরে সুদ দেওয়া হয় PF অ্যাকাউন্টে। আবার এই একাউন্টের সম্পূর্ণ গ্যারান্টি দেয় কেন্দ্র সরকার তাই এই একাউন্ট খোলার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। সকল কর্মীরাই নির্ভয়ে এই একাউন্ট খুলতে পারে।
Written By Nupur Chattopadhyay.