ভারতের সকল কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য প্রভিডেন্ট ফান্ড একাউন্ট (PF Account) খোলার নিয়ম রয়েছে। মূলত সরকারি ও বেসরকারি উভয় কর্মচারীরাই এই প্রভিডেন্ট ফান্ডের (EPFO Provident Fund) সুবিধা পেতে পারেন। আর প্রত্যেকের কর্মস্থান থেকেই এই একাউন্ট খুলে দেওয়া হয় এবং সংস্থা ও কর্মচারীকে সমানভাবে টাকা দিতে হয় এই স্কিমে। আর চাকরি জীবনের শেষে এই টাকা সকলে একেবারে পেয়ে যায় (Employees Provident Fund Organisation).
Premature PF Account Money Withdrawal Process.
কিন্তু অবসরের আগে PF Account এর টাকা তোলা যায়? এই নিয়ে প্রশ্ন অনেক চাকরিজীবীদেরই রয়েছে। অবসরের আগে যদি কোন জরুরী দরকার পড়ে এবং আপনার হাতে এক টাকাও না থাকে সে ক্ষেত্রে কি পিএফ (PF) এর টাকা পাওয়ার নিয়ম রয়েছে? আগের থেকে এই সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে আপনারা সহজেই নিজেদের দরকার অনুসারে এই টাকা তুলে নিতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ডের টাকা কিভাবে তুলবেন?
ভবিষ্যতের সুরক্ষার কথা চিন্তা করে অর্থ সঞ্চয় করা দরকার। তবে সকলের পক্ষে নিজের আয় থেকে টাকা বাঁচিয়ে সঞ্চয় করা সম্ভব না হলেও যারা স্থায়ী চাকরিজীবী তাদের পক্ষে তা অত্যন্ত সহজ। কারণ তাদের জন্য রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO PF Account এর সুবিধা। দেশের যে কোনো স্থায়ী সরকারি চাকরিধারী ব্যক্তি ইপিএফও (EPF Account) এর আওতায় সুবিধা পাওয়ার যোগ্য।
পিএফের টাকা তোলার নিয়ম
আবার কিছু কিছু বেসরকারি সংস্থাও তাদের কর্মচারীদের পিএফ দিয়ে থাকে। মূলত পিএফ এর ক্ষেত্রে প্রতি মাসে কর্মচারীদের বেতনের একটি নির্দিষ্ট অংশ জমা হয় তাদের PF Account. এই টাকা অবসরের পর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কোন জরুরী কারণে যদি আপনি চান তবে এর আগেও তুলতে পারেন সেই টাকা। তবে মনে রাখবেন বেশিটা নয়। কত টাকা পর্যন্ত পাওয়া যায় এক্ষেত্রে? কিভাবে সেই টাকা তুলবেন? এক নজরে দেখে নিন।
PF Account থেকে কত টাকা তোলা যায়?
কর্মচারীদের সুবিধার জন্য EPFO সময়ের আগেই টাকা তোলার সুবিধা দিয়ে থাকে। কিন্তু PF Account ফাঁকা করে সব টাকা আপনি তুলে নিতে পারেন না। এক্ষেত্রে সর্বোচ্চ এক লক্ষ টাকা সীমা পর্যন্তই প্রত্যাহারের অনুমতি দেওয়া হয় আপনাকে। এটাও মনে রাখতে হবে যে বারবার কিন্তু আপনি প্রিম্যাচিউরড টাকা তুলতে পারবেন না। ইপিএফও এর নিয়ম অনুযায়ী, একবারই সেই অধিকার রয়েছে একজন এমপ্লয়ীর।
কিভাবে EPFO PF Account থেকে টাকা তোলা যায়?
১. সর্বপ্রথম প্রিম্যাচিউরড প্রত্যাহারের জন্য একজন কর্মীকে যেতে হবে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে।
২. নিজের UAN Number এবং পাসওয়ার্ড প্রদান করে Log In বাটানে ক্লিক করতে হবে।
৩. এরপর Online Services সেকশনে প্রবেশ করে Claim অপশনে ক্লিক করতে হবে।
৪. ব্যাংক একাউন্টের ভেরিফিকেশন করতে হবে।
সমস্ত পেনশন গ্রাহকদের ফের জীবন প্রমানপত্র জমা দিতে হবে! কিভাবে জীবন প্রমানপত্র জমা দেবেন?
৫. এই জন্য একটি চেক বা পাস বইয়ের প্রথম পাতার ছবি আপলোড করতে হবে।
৬. হয়ে গেলে পরবর্তী পেজে এসে কোন জরুরি দরকারে আপনি প্রিম্যাচিউরড টাকা তুলতে চান তা উল্লেখ করতে হবে।
৭. পরের পেজে এসে নিজের আধার লিঙ্ক করা মোবাইল নম্বর এন্টার করে Send OTP বাটানে ক্লিক করতে হবে।
৮. মোবাইলে আসা ওটিপি লিখে Submit করে দিলেই আবেদন চলে যাবে EPFO কাছে।
৯. এরপরই টাকা ট্রান্সফার করে দেয়া হবে আপনার একাউন্টে। এই জন্য আপনাকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
Written by Nabadip Saha.