Provident Fund Interest Rate – সরকারী কর্মীদের মাথায় হাত, ৪০ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বনিম্ন সুদের হার।

Provident Fund Interest Rate – এমন ই প্রতিদান আশা করেছিল জনতা!? ৪ রাজ্যে জেতার পর পরই সর্বনিম্ন হলো ৪৪ বছরে সুদের হার…

Provident Fund Interest Rate – পাঁচ রাজ্যে ভোটের পর ৪ টি তেই বড় জয় পেয়েছে বিজেপি। ভোটের আগে রাশিয়া ও ইউক্রেন এর কারনে বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়লেও তা বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। বিরোধীদের মতে ভোটের কারণেই দাম না বাড়ালেও ভোটের পরই জ্বালানির মূল্যবৃদ্ধি বিপুল হারে বাড়াবে কেন্দ্র সরকার।।

Advertisement

তা নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা। এমন আবহে ফের বড় ধাক্কা খেল মধ্যবিত্তর সঞ্চয় (Provident Fund Interest Rate)। কেন্দ্র সরকার সাধারণ মানুষকে এমন প্রতিদান দেবে আশা করেননি অনেকেই।

Advertisement

এবার একধাক্কায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund Interest Rate) সুদের হার অনেকটা কমাল কেন্দ্র। এতদিন এই খাতে সুদ মিলত ৮.৫ শতাংশ হারে। ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য এই সুদের হার কমিয়ে করা হল ৮.১ শতাংশ। যা গত ১৯৭৮ সালের পর এই প্রথমবার।

সংবাদ সূত্রের খবর, শনিবার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক ছিল। সেই বৈঠকেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা কালে গত দু’বছর ইপিএফও-র সুদের হার ছিল ৮.৫০ শতাংশ। পরিসংখ্যান বলছে, এর আগে ১৯৭৭-১৯৭৮ সালে সবচেয়ে কম ছিল ইপিএফও-র সুদের হার। সেই সময় সুদের হার দাঁড়িয়েছিল ৮ শতাংশ। Provident Fund Interest Rate

আরও পড়ুন, পহেলা এপ্রিল থেকে বদলে যাচ্ছে টাকা রাখার নিয়ম, না জানলে পস্তাবেন।

উল্লেখ্য, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে প্রায় ৬ কোটি চাকুরিজীবী অর্থ গচ্ছিত রাখেন। সুদের হার কমায় তাঁদের সঞ্চয়ের পরিমাণ অনেকটাই কমবে। উল্লেখ্য, ২০১৯ সালের আগে ইপিএফে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। Provident Fund Interest Rate

Advertisement

আর্থিক সংকটের মধ্যে সেই সিদ্ধান্তে অনেকেরই চোখ কপালে ওঠে। এবছর সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টির বৈঠকের আগেই ইঙ্গিত মিলেছিল সুদ কমিয়ে আগের হারে করা হতে পারে। আবার কেউ কেউ বলছিলেন, না এবছর সুদ অপরিবর্তিত রাখা হতে পারে।

শেষপর্যন্ত, সুদ কমানোর সিদ্ধান্তেই সিলমোহর দিল ট্রাস্টি। ইপিএফও ২০১৬-১৭ অর্থবর্ষে সুদ দিত ৮.৫০ শতাংশ হারে। আর ২০১৭-১৮ অর্থবর্ষে সুদ দিত ৮.৫৫ হারে। সাম্প্রতিক অতীতে সবচেয়ে বেশি সুদ মিলেছিল ২০১৫-১৬ অর্থবর্ষে। সেবার সুদের হার ছিল ৮.৮ শতাংশ। (EPF Interest rate)

মহামারী আবহে মধ্যবিত্তের ভাঁড়ার এমনিতেই তলানিতে, সেখানে এই সিদ্ধান্ত যে আগামীদিনে মধ্যবিত্ত কে অনেক অসুবিধাতেই ফেলবে তা বলাই বাহুল্য। এই বসয়ে আপনার কি মতামত, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

 স্বল্প বিনিয়োগে সবচেয়ে বেশি রিটার্ন। একবার শুরু করলে কাটবে চিন্তা মুক্ত অবসর জীবন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment