Electricity Bill : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প যেখান থেকে আপনি বিনামূল্যে বিদ্যুৎ পাবেন।
দেশে বিদ্যুৎ বিল এর দাম (Electricity Bill) দিন দিন ক্রমশ বেড়েই চলেছে, বিদ্যুৎ উৎপাদনের প্রথম থেকেই ভারতে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা প্রচুর পরিমানে ব্যাবহৃত হয়। কয়েকদিন আগে দেশে কয়লার প্রচুর ঘাটতি রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
এই মহামারি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের (Solar Rooftop Project) কথা যেখান থেকে আপনি বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। শুধু তাই নয় টানা ২০ বছর ধরে এই সুবিধে পেতে পারবেন সবাই। সরকারি এই প্রকল্পে আপনি আপনার ছাদে সরকারী সাহায্যে সোলার-প্যানেল বসাতে পারেন।(Electricity Bill)
ভারত সরকারের এই প্রকল্পের নাম- সোলার রুফটপ সাবসিডি (Electricity Subsidy) স্কিম । এই প্রকল্পে ভারত সরকার দেশে সোলার রুফটপ প্রচার করবেন।(Electricity Bill) সোলার রুফটপ হলো সোলার প্যানেল, অর্থাৎ সূর্যের আলোর শক্তি দিয়ে বিদ্যুৎ উতপাদিত হয়। প্রকল্পের মাধ্যমে, কেন্দ্রীয় সরকার ভারতের অফুরন্ত শক্তি (Solar Rooftop Project) ব্যবহারকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে। এর জন্য কেন্দ্রীয় সরকার গ্রাহকদের সোলার রুফটপ বসাতে আর্থিক ভাবে সাহায্য করবে।
আরও পড়ুন, কিভাবে ফ্রিতে আধার কার্ডের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে লাখ টাকা আয় করতে পারবেন
এই নতুন সোলার রুফটপ সাবসিডি স্কিমের সাহায্যে আপনি আপনার বাড়ির ছাদে একটি সোলার রুফটপ স্থাপন করে বিদ্যুতের খরচ 30% থেকে 50% কমাতে পারেন।(Electricity Bill)
এই সোলার রুফটপ 25 বছরের জন্য বিদ্যুৎ সরবরাহ (Electricity Subsidy) করবে এবং এই স্কিমে খরচ 5-6 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ ২৫ বছরে বাকী থাকলো ২০ বছর, এই ২০ বছর আপনি সৌর থেকে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন(Electricity Bill)।
ভারত সরকারের নবায়নযোগ্য শক্তি মন্ত্রক এই প্রকল্পটি শুরু করেছে।(Electricity Bill) 3 কিলো ওয়াট পর্যন্ত সোলার রুফটপ (Solar Rooftop Project) প্যানেল ইনস্টল করার জন্য, আপনি সরকার কর্তৃক 40% পর্যন্ত ভর্তুকি পাবেন। একই সময়ে, 3 কিলো ওয়াটের পরে, কেন্দ্রীয় সরকার আপনাকে 10 কিলো ওয়াট পর্যন্ত 20% ভর্তুকি বা সাবসিডি দেবে।
এই সোলার প্যানেল বসাতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। (Electricity Bill)আপনার বাড়ি বা কারখানার ছাদে সহজেই ইনস্টল করতে পারেন। এছাড়াও 1 কিলো ওয়াট সৌরশক্তির জন্য 10 বর্গমিটার জায়গার দারকার হয়। সোলার রুফটপ প্রকল্পে অংশগ্রহনের জন্য, আপনি বিদ্যুৎ বিতরণ কোম্পানির নিকটস্থ অফিসে যোগাযোগ করতে পারেন। আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইতে ভিজিট করুন। mnre.gov.in