আন্তর্জাতিক কন্যা দিবসেই কার্যত কন্যাদের ছোট করলেন শিক্ষামন্ত্রী (Education Minister Speech About Female Teacher)। যেসব স্কুলে বেশি মহিলা শিক্ষক, কর্মী আছে, সেখানে বেশি ঝগড়া হতে বাধ্য। এমনই মন্তব্য করলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোস্তারা (Rajasthan education minister Govind Singh Dotasra)। এ যেন এক পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি। যেখানে নারীর অবদানকে বরাবরই খাটো করে দেখা হয়! শত প্রতিকূলতা সত্ত্বেও দেশ তথা গোটা পৃথিবীতেই নারীরা আজ সাফল্যের শিখরে পৌঁছাচ্ছেন। বিমানের পাইলট থেকে শুরু করে নারীরা আজ মহাকাশে পাড়ি দিচ্ছেন। এবার সেই নারীদের নিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন শিক্ষামন্ত্রী।(Schools with women staff report more squabbles, says Rajasthan education minister)
গত সোমবার জয়পুরে আন্তর্জাতিক কন্যা দিবসে (International Day of the Girl Child) একটি সমাবেশে যোগ দিয়ে গোবিন্দ সিং দোস্তারা বলেন, শিক্ষা দফতরের প্রধান হয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। যেসব স্কুলে বেশি মহিলা শিক্ষক, কর্মী আছে, সেখানে বেশি ঝগড়া হতে বাধ্য। এর ফলে অধ্যক্ষ বা পুরুষ শিক্ষকদের মাথা যন্ত্রণা থেকে বাঁচতে স্যারিডন (Saridon) খেতে হয়।Education Minister Speech About Female Teacher, Schools with women staff report more squabbles
এদিন তিনি আরও বলেন, মহিলাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে কর্মক্ষেত্রে তাঁদের সুবিধামতো পোস্টিং দেয় রাজস্থান সরকার। কিন্তু কোনওদিন ছুটিছাটা নিয়ে তো কোনওদিন অন্য কোনও ছোটোখাটো বিষয় নিয়ে মহিলারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। তবে যদি মহিলা কর্মীরা যদি তাঁদের ঝগড়াকে নিজেদের মধ্যে সমাধান করতে পারেন তবে তাঁরা সর্বদা নিজেদের পুরুষদের চেয়ে এগিয়ে রাখতে পারবেন। Education Minister Speech About Female Teacher
যদিও রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মিস্টার দোটাসরা বলেছিলেন যে রাজস্থান সরকার সবসময় মহিলাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছে এবং চাকরিতে পছন্দের পোস্টিং দিয়েছে। বে একজন শিক্ষামন্ত্রী হয়ে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? তা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁরা গোবিন্দ সিং দোস্তারার পদত্যাগের দাবি করেছেন। Education Minister Speech About Female Teacher