Vishwakarma Yojana – প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প। 15000 টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

দেশবাসীর জন্য মোদী সরকারের নতুন প্রকল্প (PM Vishwakarma Yojana). দেশের বেকারত্ব ঘোচাতে এবং দেশকে আরো উন্নত করতে তিনি চালু করেছেন এক বিশেষ প্রকল্প। যার মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা অর্থাৎ মাসে 15000 টাকা করে ভাতা এবং ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয় কেন্দ্র। গত বছর স্বাধীনতা দিবসের (Independence Day) দিনই দিল্লির লালকেল্লা (Red Ford) থেকে দেশবাসীর উদ্দেশ্যে দারুন সুখবর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

PM Vishwakarma Yojana Online Apply.

আর 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয়ে যায় এই প্রকল্প। যার নাম বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana). প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেছেন এর মাধ্যমে উপকৃত হবেন দেশের কোটি কোটি মানুষ। এবার তাড়াতাড়ি করে জেনে নেওয়া যাক এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা পাবেন, কিভাবে আবেদন করবেন ইত্যাদি।

PM Vishwakarma Yojana Benefits

  • প্রথমে নাম নথিভুক্ত কারীদের একটি স্কিল ট্রেনিং দেওয়া হবে।
  • ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টিপেন্ড প্রদান করা হবে শিক্ষার্থীদের।
  • এছাড়াও অগ্রিম যন্ত্রপাতি কেনার জন্য ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যে দেওয়া হবে সরকার।
  • ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে এই প্রকল্পের (Vishwakarma Yojana) দ্বারা।
  • ঋণ পাওয়া যাবে সহজ কিস্তিতে দুটি আলাদা বছরে। প্রথম পর্বে দেওয়া হবে প্রথম ১ লক্ষ টাকা যা শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ১৮ মাস।
  • আর দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে বাকি ১ লক্ষ টাকা, যেটি শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ৩০ মাস পর্যন্ত।
  • এছাড়া Vishwakarma Yojana লোনের টাকা রি পেমেন্ট করার সময় প্রতি লেনদেন মারফত ১ টাকা করে ক্যাশব্যাক প্রদান করবে সরকার কর্তৃপক্ষ।

Who Will Get Vishwakarma Yojana Benefits?

এই প্রকল্পের আওতায় মূলত দেশের যে সমস্ত দিনমজুর এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষ তারাই সুবিধা লাভ করতে পারবেন। যেমন স্বর্ণকার, কর্মকার, নাপিত, ধোপা ইত্যাদি শ্রেণীর মানুষদের জন্যই এই প্রকল্পের সূচনা। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এই সকল অনগ্রসর শিল্পীদের কল্যাণের উদ্দেশ্যে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে সমস্ত মানুষেরা কোন কলোনি, কুঁড়ে ঘর, বস্তি বা ভাড়াবাড়ি ইত্যাদিতে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। সব মিলিয়ে নতুন এই বিশ্বকর্মা যোজনা প্রকল্পের জন্য প্রায় ১৩ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর কারণ একটাই যাতে সেই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষেরা কোন ভাবে পিছিয়ে না থাকে।

Vishwakarma Yojana Apply Process

  1. www.pmvishwakarma.gov.in এই ওয়েবসাইটে যান।
  2. মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
  3. নির্দিষ্ট লিংক থেকে আবেদনপত্র পূরণ করে জমা করুন।
  4. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
  5. ফাইনাল সাবমিট করুন।
Loan (স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন)

Vishwakarma Yojana Apply Documents

  1. পাসপোর্ট ছবি এবং সিগনেচার।
  2. ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
  3. ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স।
  4. জাতিগত শংসাপত্র (Caste Certificate).
  5. আধার কার্ড যাতে মোবাইল নম্বর লিঙ্ক আছে (Aadhaar Card Link With Bank Account).

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

Vishwakarma Yojana প্রকল্প মূলত ভারতবর্ষের সকল গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে। আর এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের দেশের কোটি কোটি মানুষ এই সুবিধা নিয়েছেন এবং এখনো নিচ্ছেন। আর এই কারণের জন্য এখনো পরজন্তি যেই সকল মানুষেরা এই প্রকল্পের সুবিধা নেননি তারা অবশ্যই এই আবেদন সম্পন্ন করুন।
Written by Nabadip Saha.

বেকার, গৃহিণী, স্বনির্ভর গোষ্ঠী, ছোট ব্যবসায়ীদের জন্য বন্ধন ব্যাংক লোন নিয়ে সুখবর। কিস্তির টাকা নিয়ে ভাববেন না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment