করোনার তৃতীয় ঢেউ এখনো সেভাবে উঁকি দেয়নি রাজ্যে । তবুও তার আগেই সামনের দূর্গাপূজোয় কড়া নিয়মবিধি আটক করলেন নবান্নের মূখ্যসচিব এইচ কে দ্বিবেদী । তিনি গত বুধবার জেলাশাসকদের সাথে বৈঠকে বসে করোনা ভাইরাসকে রুখতে কয়েকটি নিয়ম বেঁধে দিয়েছেন রাজ্যের সমস্ত পূজো মন্ডপগুলোর জন্য । প্রথমত তিনি বলেছেন পূজো চলাকালীন প্রত্যেকদিন প্রতিটি মন্ডপ স্যানিটাইজ করা আর প্রত্যেক দর্শকদের মাস্ক পড়া বাধ্যতামূলক । দ্বিতীয়ত মন্ডপ হবে তিনদিক খোলা যাতে একজায়গায় ভীড় জমায়েত না হয় । তৃতীয়ত ঢোকা ও বেরোনোর জন্য সঠিক ভাবে সোশ্যাল ডিসট্যান্সি রাখা নিয়ে সমস্ত পূজো কমিটিকে কিছুদিনের মধ্যেই জানানো হবে তিনি জানান ।