কৃষক বন্ধুরা PM Kisan এর টাকা পাবেন না। পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা পেতে এই কাজ গুলো করে নিন।

ভারতের সকল কৃষকবন্ধুদের (Krishak Bandhu) পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ১৭ তম কিস্তির টাকা (PM Kisan 17th installment) নিয়ে এক জরুরি খবর। ১৭ তম কিস্তির টাকা পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রত্যেক কৃষক অপেক্ষা করে আছেন যে কবে এই তারিখ ঘোষণা করা হবে। কিন্তু এবারের টাকা অনেক কৃষক (Farmers) পাবেন না বলেই মনে করা হচ্ছে, কেন্দ্রের এক ঘোষণা মারফত এমনটাই আভাস মিলেছে। এবার কবে এই টাকা পাবেন, এবং কাদের এই টাকা আটকে যাবে, এবং টাকা পেতে হলে কি করতে হবে জেনে নিন।

Advertisement

PM Kisan 17th installment Payment

প্রসঙ্গত গত ১লা ফেব্রুয়ারি ২০১৯ এই (Pradhanmantri Kisan Samman Nidhi Yojana) প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আমাদের সকলের অন্নদাতাদের সুবিধার্থে তবে ঘোষণায় এও উল্লেখ করা হয়েছে যে সকলে কিন্তু এবারের টাকা পাবেন না। কিষান যোজনা বা PM Kisan Yojana এর ১৭ তম কিস্তির টাকা খুব শীঘ্রই অর্থাৎ ভোট পর্ব মিটলে আগামী জুন বা জুলাই মাসে দিতে শুরু করতে পারে কেন্দ্রীয় সরকার (Government of India) সুবিধায় থাকা মোট ১১ কোটি কৃষকের ব্যাংক একাউন্টে এই টাকা ট্রান্সফার করা হচ্ছে।

Advertisement

পিএম কিষানের টাকা কারা পাবে না?

কিষাণ যোজনার ১৭ তম কিস্তি কেবল উপযুক্ত কৃষকদের একাউন্টেই দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে যারা বর্তমানে এই PM Kisan সুবিধা পান না তারা এখানে নতুন আবেদন করে রাখতে পারেন। যদি আবেদনকারী যোগ্য হয়ে থাকেন তবে ১৭ তম কিস্তি থেকেই টাকা পাওয়া শুরু হবে তার। চলুন দেখে নেয়া যাক কিষান যোজনার টাকা পেতে হলে কি ধরনের যোগ্যতা থাকা দরকার? কাদের একাউন্টে ঢুকবে টাকা আর কাদের নয়?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২০২৪

দেশের অন্নদাতা কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে তাদের জীবনধারণ তথা কৃষিকাজকে উন্নত করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল এবং এর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন এবং আগামীদিনেও হতে চলেছে। প্রধানত কিষান যোজনার আওতায় যে সুবিধাটি দেওয়া হয় তা হল বছরে মোট ৬ হাজার টাকা ভাতা। তিনবার ২ হাজার টাকা করে এক একটি কিস্তি (PM Kisan Installment) মারফত মেটানো হয়। যাদের ব্যাংক একাউন্টে আধার লিঙ্ক করা আছে তাদের সরাসরি টাকা ঢোকে একাউন্টে।

পিএম কিষান যোজনায় ভাতা বৃদ্ধি হবে?

কিষান যোজনায় এই বছর থেকে আরও একটি কিস্তি বাড়তে পারে বলে খবর মিলেছে। যাতে আরো ২০০০ টাকা বাড়তি মিলবে কৃষকদের। যদি সত্যিই তা হয় তবে এরপর থেকে ৬ হাজারের বদলে ৮ হাজার টাকা মিলবে কৃষকদের। যার ফলে বিরাট উপকৃত হবেন তারা। কিন্তু এই সম্পর্কে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোন ধরণের ঘোষণা করা হয়নি। কিন্তু অনেকেই ভোটের পর কি হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন।

Advertisement

পিএম কিষান ১৭ তম কিস্তির টাকা

পিএম কিষানে এখনো পর্যন্ত 16 টি কিস্তি (PM Kisan 16th Installment) মেটানো হয়েছে। বছরে তিনটি করে দেওয়া হয়। ১৬ তম কিস্তির টাকা অর্থাৎ গত বছরের তৃতীয় কিস্তিটি দেওয়া হয়েছে এবছর ফেব্রুয়ারি মাসে। তার আগে ১৫ তম কিস্তি অর্থাৎ বছরের দ্বিতীয় টাকাটি ঢুকেছিল ২০২৩ এর নভেম্বরে। আর 14 তম (Kisan Yojana 14th Installment) তথা বছরের প্রথম টাকাটি দেওয়া হয়েছিল সে বছর জুলাইতে। এবার চলতি বছরের প্রথম কিস্তি দেওয়ার পালা যেটি হলো ১৭ তম কিস্তি। মে মাসের শেষ অথবা ভোট মেটার পর জুন জুলাই এর মধ্যে এই টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।।

PM Kisan Eligibility Criteria

বিভিন্ন রাজ্যে ভুয়ো বা অস্তিত্বহীন কৃষকদের একাউন্ট করে কিষান যোজনার টাকা তোলার অভিযোগ উঠেছে। যার জেরে এবার থেকে যাতে প্রকৃত কৃষকেরাই এই টাকা পেতে পারেন, সেই কারনে এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে আরও কড়া নিয়ম করা হয়েছে। নিচের এই কারন থাকলে তারা পিএম কিষান যোজনার টাকা পাবেন না।

১. যে সব কৃষকের নামে নিজস্ব জমি নেই তারা এই যোজনায় আবেদনের যোগ্য নন।
২. যে পরিবারের সদস্য ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পান তিনি আর আবেদন করতে পারবেন না।
৩. কৃষকেরা আয়কর দেন অর্থাৎ যাদের বার্ষিক আয় আড়াই লাখ টাকার বেশি তারা এই প্রকল্পের টাকা পাবেন না।
৪. এছাড়া, যে কৃষকরা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তাঁরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন।

৫. আবেদনকারী বয়স ১৮ বছরের কম হওয়া চলবে না।
৬. আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র অথবা রাজ্য সরকারের বেতনভুক কোন স্থায়ী সরকারি কর্মচারী হয়ে থাকেন তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন, কৃষকদের প্রকল্পের টাকা দ্বিগুন করা হবে, জানতে হলে ক্লিক করুন।

৭. আবেদনকারী যদি কেন্দ্র অথবা রাজ্যের কোনো প্রাক্তন বা বর্তমান মন্ত্রী বা বিধায়ক হন তবে আবেদন করার অযোগ্য।
৮. ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড একাউন্ট্যান্ট ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
৯. PM Kisan Yojana এর সুবিধা পেতে হলে ব্যাংক একাউন্টে আধার লিঙ্ক (Bank Account Aadhaar Link) করা আবশ্যক। তা না হলে টাকা পাবেন না।

PM Kisan e-KYC Process

পিএম কিষানের ১৭ তম কিস্তি পেতে হলে প্রত্যেক কৃষক তথা গ্রাহকের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ই কেওয়াইসি না থাকলে টাকা পাওয়া যাবে না। PM Kisan পোর্টালে Aadhaar OTP ভিত্তিক eKYC যাচাই করার সুযোগ রয়েছে। এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC (Customer Service Center) কেন্দ্র গুলোতে যোগাযোগ করা যেতে পারে।

জাতিগত শংসাপত্র, Caste Certificate, OBC Certificate

PM Kisan Apply Process

১. প্রথমে কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. হোমপেজের উপরের কর্নারে থাকা Farmer’s Corner এ ক্লিক করুন।
৩. তারপর e-KYC তে ক্লিক করুন
৪. নতুন পেজ খুলবে।
৫. এখানে নিজের আধার নাম্বার লিখে এবং রাজ্য নির্বাচন করে ক্যাপচা কোড এন্টার করুন। হয়ে গেলে Proceed বাটনে ক্লিক করুন।

ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও জরিমানা হবেনা। উল্টে বেশি সুদ পাবেন, বিষয়টা জেনে নিন।

৬. পরের পেজ খুলবে যেখানে প্রকল্পের আবেদনপত্র পূরণ করতে হবে।
৭. হয়ে গেলে পরের পেজে এসে ব্যাংক একাউন্টের নথি এবং কৃষি সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।
৮. সব কাজ শেষ। এরপর Submit বাটনে ক্লিক করে ফর্ম জমা করে দিন। তারপর ভেরিফিকেশন করা হবে।
৯. যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে আপনার একাউন্টে।

আর এইভাবে নিজের eKyc সম্পন্ন করতে পারবেন। এবং সমস্ত নিয়ম মেনে আবেদন করলে ঠিকমতো টাকা পাওয়া যাবে। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং আরও তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন। নিয়মিত প্রকল্পের খবর পেতে EK24 News Follow করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

1 thought on “কৃষক বন্ধুরা PM Kisan এর টাকা পাবেন না। পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা পেতে এই কাজ গুলো করে নিন।”

  1. I am a contractual teacher in WB Government.Remuneration give by WB Govt. Am I eligible to PM Kisan Samman Nidhi Yojana ?

    Reply

Leave a Comment