Cryptocurrency যদি বাতিল হয়, তাহলে কি লেনদেন করা যাবে, বিনিয়োগ করা কয়েন কি ভাঙ্গাতে পারবেন ?

শীতকালীন অধিবেশনে Cryptocurrency সহ একাধিক ইস্যু নিয়ে বিল আসতে চলেছে, যার মাধ্যমে পুরোপুরি বাতিল কিম্বা নিয়ন্ত্রনে আনা হবে Cryptocurrency কে। যার ফলে ইতিমধ্যেই এর দাম কমতে শুরু করেছে। আর তাতে প্রচুর লসের সম্মুখীন হচ্ছেন, যারা ইতিমধ্যে প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছেন। তাহলে এই মুহূর্তে আপনার কি করনীয় এবং যদি সত্যিই ভারতে Cryptocurrency Ban হয় তাহলে কি আপনি লেনদেন করতে পারবেন?

ক্রিপ্টোকারেন্সি ব্যান করা নিয়ে এই বিষয়ে এক্সপার্ট Zerodha এর কো ফাউন্ডার Nikhil Kamath প্রশ্ন তুলেছেন। একটি ট্যুইটে তিনি লিখেছেন, যদি সরকার সার্কুলেশানে উপস্থিত ক্রিপ্টোকারেন্সিতে নিষেধাজ্ঞা জারি করে তাহলে কী হবে? এই প্রশ্ন তাঁদের মনেও রয়েছে যাঁরা এখানে বিনিয়োগ করেছেন। প্রসঙ্গত বিগত কিছু সময় ধরে Cryptocurrency তে বিনিয়োগের একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং ভারতে প্রায় ১.৫ থেকে ২ কোটি ক্রিপ্টো (Cryptocurrency) বিনিয়োগকারী রয়েছেন। আর তাঁদের মোট হোল্ডিং অর্থের পরিমান ৪০০ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, ভারত সরকার প্রতিনিয়ত এর ওপরে নজর রেখে চলেছে। গত সপ্তাহে সিডনি সংবাদেও এই বিষয়ে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রিপ্টো নিয়ে যেন অবৈধ আর্থিক লেনদেন না হয়, তার জন্য পদক্ষেপ নিচ্ছেন। তবে ইতিমধ্যেই এতো লকের বিনিয়োগ এর কি হবে। সেই নিয়ে রয়েছে বড় প্রশ্নচিহ্ন। আর ইতিমধ্যেই বাতিলের খবর উঠতেই দাম পড়তে শুরু করেছে। এখন বিনিয়োগ বেচে দিলেও তো প্রচুর লস।

আরও পড়ুন, ক্রিপ্টো থেকে বেশি লাভ দেখুন এই সমস্ত মিউচুয়াল ফান্ড এ, আর ব্যান হওয়ার ভয় নেই

তিনি আরও বলেন, ভারতে যদি Cryptocurrency ব্যান হয়, তাহলে ভারত থেকে বিনিয়োগ বা লেন দেন করা যাবে না। এমনকি আইন চালু হওয়ার পর বিনিয়োগ করা Cryptocurrency ও আপনি টাকায় ভাঙ্গাতে পারবেন না। তবে তিনি আশাবাদী ভারতে হয়তো Cryptocurrency পুরোপুরি ব্যান হবে না, বরং এটা নিয়ে নিয়ম ও আইনকানুন চালু হতে পারে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment