তবেকি অলিখিত ভাবে শুরু হয়ে গেল তৃতীয় ঢেউ? ভ্যাক্সিন দেওয়ার যতই রেকর্ড হোক, ৫০ কোটি কিম্বা ৭০ কোটি, করনাকে কি আটকানো যাবে না? ভাবাচ্ছে নয়া পরিসঙ্খ্যান। আলফা বিটা গামা ডেলটা নতুন নামের ঝলকে কি করোনা ফাঁক গলে ঠিক নিজের রাজত্ব চালিয়েই যাবে? প্রশ্ন উঠছে। কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র উপরে। বাড়ছে সক্রিয়ের সংখ্যা। কলকাতায় বাড়তে বাড়তে সক্রিয়ের সংখ্যা ৮০০ থেকে হাজারের উপরে উঠে গিয়েছে। পরিস্থিতি যা উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে যেতে পারে সক্রিয়। বিগত কয়েকদিন ধরে প্রবণতা তাই বলছে। কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের উদ্বেগ বাড়িয়ে চলেছে। বাংলায় করোনা সক্রিয় ৯ হাজারের উপরে। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনার পরীক্ষা একটু কমায় খানিক হ্রাস পেয়ে ৭০০-র নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। যদিও এই কমাটা অন্য কারন, শনিবারে যে অনেক কেন্দ্রেই টেস্টিং হয়না।