প্রতি নিয়ত বাড়ছে সংক্রমণের হার। এখনো সচেতন না হলে তৃতীয় ঢেউ কার্যত আটকানো যাবে না। তাই কেন্দ্রের তরফে বিশেষ পদক্ষেপ। সামনেই তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা! গবেষকরা বলছেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আছড়ে পড়বে করোনার এই ঢেউ। ফলে এই সময়টা ভয়ঙ্কর। সামনেই উৎসবের মরসুম। এই পরিস্থিতিতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক। উৎসবের মরসুমে বড় জমায়েত এড়িয়ে যাওয়ার সতর্ক বার্তা দিল। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে নজরদারি কঠোর করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠান স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা। চিঠিতে তিনি সাফ লেখেন, উৎসবের মরসুমে বড় জমায়েত এড়াতে হবে। ক্রমাগত নজরদারি চালাতে হবে। প্রয়োজনে স্থানীয় স্তরে সংক্রমণে রুখতে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। আগামী কয়েকমাসের মধ্যেই এ রাজ্যে দুর্গাপুজো, কালীপুজো শুরু হয়ে যাবে। দেশজুড়ে পালিত হবে দেওয়ালি, বড়দিন। তারপর নতুন বছরের উৎসব। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, চূড়ান্ত ভাবে কোভিড বিধি মেনে চলার কথা বলছেন গবেষক থেকে চিকিৎসক সবাই। এখুনি সতর্ক হোন সকলে। মাস্ক পরুন, অযথা বাইরে বেরবেন না। করোনা এখনো যায়নি, ভুলে গেলে চলবে না।