জুলাই মাস থেকেই দ্বিগুন Free Ration দেওয়ার ঘোষণা। বিনামূল্যে রেশন দেওয়ার বড় প্রতিশ্রুতি।

দেশের প্রায় ৮০ কোটি মানুষ বর্তমানে বিনামূল্যে রেশন সামগ্রী বা Free Ration items পাচ্ছেন। আর বিগত অতিমারীকাল থেকেই এই সামগ্রী দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। আমাদের দেশের এমন অনেক মানুষ আছে যাদের সংসারে অন্নসংস্থানের ব্যবস্থা এই রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে পাওয়া চালের মাধ্যমেই হয়ে থাকে। আর এই সকল মানুষদের জন্যই এই রেশন ব্যবস্থা এখনো চালু রয়েছে স্বাধীনতার পর থেকে। আর বর্তমান সরকার সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালু করেছে। আর এবার নতুন সরকার এলে ডবল ডবল রেশন দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেল। আর কারা এই অতিরিক্ত রেশন পাবেন, এবং কারা ঘোষণা করলেন, বিস্তারিত জেনে নিন।

Get More Free Ration Items After Election 2024.

দেশের কোটি কোটি গরীব দুঃখী মানুষের অন্ন সংস্থান যোগায় এই Free Ration Scheme. সেই সকল মানুষদের জন্য বড় সুখবর। নির্বাচনী সংকল্পে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, রেশনে জিনিসের পরিমাণ (Ration Items List) আরো বাড়ানো হবে। আগের চেয়ে ডবল ডবল জিনিস দেওয়া হবে প্রত্যেক গ্রাহককে। ভোট মিটলে পরের মাস থেকেই নতুন সুবিধা লাভ করবেন দেশের মানুষ। ফলে অত্যন্ত খুশি সকলে। আরো বিরাট ভাবে উপকৃত হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

কারা এই ফ্রি রেশনের সুবিধা পাবেন?

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhanmantri Garib Kalyan Anna Yojana) মাধ্যমে দেশের সমস্ত বিপিএল ক্যাটাগরির রেশন গ্রাহকরা (BPL Ration Card Holders) আগে ভর্তুকি যুক্ত দামে রেশন পেতেন। কিন্তু অতিমারীর পর থেকে সেই সব দিন আনা দিন খাওয়া মানুষের কথা চিন্তা করে তাদের জন্য এই রেশন বন্টন ব্যাবস্থা সম্পূর্ণ ফ্রি (Free Ration) করে দেওয়া হয়েছে। যার জেরে উপকৃত হয়েছেন প্রায় ৮০ কোটি মানুষ।

বর্তমানে মোট ৮০ কোটি মানুষ এর সুবিধায় অন্তর্ভুক্ত রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। এখন আর রেশন নিতে একটি টাকাও খরচ করতে হয় না এই সব মানুষকে। কথা ছিল ২০২৩ সালে এই যোজনার মেয়াদ শেষ হবার। কিন্তু গরিব দুঃখী মানুষের স্বার্থে আরো ৫ বছর একে বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) লাভ করবেন নির্দিষ্ট উপভোক্তারা।

কতটা অতিরিক্ত সামগ্রী দেওয়া হবে?

কিন্তু এবার সেই সুবিধাকে আরো কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এতদিন পর্যন্ত পাঁচ কেজি করে মাথা পিছু রেশন দেওয়া হতো প্রত্যেক কার্ড হোল্ডারকে। কিন্তু ইন্ডি জোট ক্ষমতায় এলে সেই পরিমাণ বাড়িয়ে ডবল অর্থাৎ ১০ কেজি করে দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ ফ্রি রেশন তো মিলবেই তার সঙ্গে বিনামূল্যে প্রাপ্ত রেশনের পরিমান ও দ্বিগুন হবে। যার জেরে কার্যত খাদ্যের আর কোনো অভাবই থাকবে না কারোর।

কৃষকবন্ধু (Krishak Bandhu) পিএম কিষান (PM Kisan Samman Nidhi Yojana)

বিনামূল্যে রেশন কবে ও কিভাবে চালু হবে?

শুধু বিপিএল (BPL Ration Card) নয়, দেশের প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের জন্য এই সুবিধা চালু করা হবে, এমনটা ঘোষণা করেছে হাত কংগ্রেস বা ইন্ডি জোট সরকার। লোকসভা নির্বাচন চলছে পুরোদমে। সম্প্রতি ৬ দফার ভোট শেষ হয়েছে। এই পর্যন্ত তাদের দল ভোটের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। আগামী ২ জুন শেষ হচ্ছে ভোট। তারপর ৪ তারিখ রেজাল্ট।

প্রত্যেক মহিলাকে মাসে ৮৫০০ টাকা দেওয়ার ঘোষণা। এক গুচ্ছ নতুন প্রকল্প চালুর ভাবনা।

ডবল রেশন দেওয়ার ঘোষণা কারা করলেন?

এই মুহূর্তে কংগ্রেসের ধারণা দেশের মানুষ হয়তো বিজেপিকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ৪ তারিখ বিজেপির বিদায় ঘন্টা বেজে যাবে এবং কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে ইন্ডিয়া জোট সরকার (India Alliance Government). আর একবার ক্ষমতায় এলেই রেশন ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তা করবেন তারা। জুলাই মাসের রেশন তালিকায় সামগ্রী (Free Ration Items) পুননির্ধারণ করা হবে, আর সব জিনিসের পরিমাণ বাড়ানো হবে সাধারণ মানুষের জন্য, জানিয়েছেন তারা।

যদিও বিজেপি সরকার কার্যত আশাবাদী যে, তারা ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসবেন। আর সেক্ষেত্রে ফ্রি রেশন কি বাড়বে? প্রশ্ন থেকে যায়।
এই বিষয়ে আপনার কোনও মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর নিয়মিত এই ধরনের খবর পেতে EK24 News ফলো করুন। এবং প্রকল্পের আরও খবর পেতে নিচের লিংকে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment