Coinbazaar Old Coins Sale – পুরাতন নোট ও কয়েনের মেগা সেল শুরু হল, ঝামেলা ছাড়াই অনলাইনে বিক্রয় করুন।

Coinbazaar Old Coins Sale – পুরনো টাকা ও কয়েনের বাম্পার সেল শুরু হলো।

পুরনো কয়েন (Coinbazaar Old Coins Sale) ঘরে আছে? এই সুযোগ (Opportunity) হাতছাড়া করবেন না। কয়েন বাজারে মেগা সেল শুরু হয়েছে। শুধু কয়েন বাজারই নয়, এয়ার এন্ডিং এ কুইকার এ ও সেল হচ্ছে। তাই পুরো আর্টিকেলটি পড়ে দেখুন কি কি করতে হবে। কোন কয়েনের দাম কেমন পাবেন।

পুরনো কয়েনের বদলে মোটা অঙ্কের টাকা (Coinbazaar Old Coins Sale) পাওয়া যায় (Opportunity) এই কথা কমবেশি সকলেরই জানা। তবে কিভাবে? আর কেনই বা কেউ পুরনো টাকা নেবে? এমন প্রশ্নও সকলের মনে আসে। তাহলে আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত ভাবে।

আধুনিক যুগে সবাই ব্যাংকের মাধ্যমে টাকা আদান-প্রদান করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে কয়েন বিশেষ কাজে আসেনা। আবার অনেকে কয়েনের পরিবর্তে জিনিস নিয়ে যান। কিন্তু এই কয়েনের মূল্যও (Coinbazaar Old Coins Sale) অনেক বেশি যদি সঠিক ভাবে কাজে লাগান।

আরও পড়ুন, এই ব্যাবসা করলে সারা জীবন নিশ্চিন্ত

এবার মাত্র ২ টাকার কয়েনের বদলে পেয়ে যান ৫ লাখ টাকা। তবে কি কি থাকবে এই ২ টাকায় সেটা জেনে নিন। এই ২ টাকা সাধারন টাকা নয়, ভারতের এই ২ টাকার কয়েনটি হতে হবে ১৯৯৪ সালের তৈরি এবং কয়েনের পেছনে থাকতে হবে ভারতের তেরঙা। কুইকআর (Quickr) ওয়েবসাইটে এই কয়েনটির মূল্য (Coinbazaar Old Coins Sale) নির্ধারিত হয়েছে ৫ লাখ টাকা।

আমাদের ভারত স্বাধীন হওয়ার পূর্বে মহারানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত কয়েন বিক্রি হয় ২ লাখ টাকায়। সাল ১৯৯৮, পঞ্চম জর্জের আমলে একটি কয়েন ৯ লাখ টাকায় বিক্রি হয়েছিল। কয়েনবাজার (Coinbazaar Old Coins Sale) ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের নোট ও কয়েন বিনিময় হচ্ছে।

কিভাবে বিক্রয় করবেন ? (Coinbazaar Old Coins Sale)

বিভিন্ন ধরনের Online Website অথবা App এর মাধ্যমে আপনি খুবই সহজেই বিক্রয় করতে পারেন আপনার পুরনো কয়েন ও নোট।  OLX, Quikr, eBay, IndiaMart, Coinbazaar.in। এই সকল অনলাইন প্ল্যাটফর্মে পুরনো নোট এবং কয়েন আপনারা খুবই সহজ উপায় বিক্রি করতে পারবেন । তবে এখন Coinbazaar.in ওয়েবসাইটে পুরনো কয়েন ও নোটের সেল (Coinbazaar Old Coins Sale) চলছে। আর লক্ষ লক্ষ টাকা ঘরে বসে উপার্জন করার সুবর্ণ সুযোগ এবং এর থেকে সহজ উপায় আর আপনি পাবেন না।

তবে মনে রাখবেন ভারতের সর্বোচ্চ ব্যাংক RBI (Reserve Bank of India) প্রতারিত হওয়া থেকে সতর্ক করা করেছে। কারণ এ ক্ষেত্রে দেখা যায় অনেকে জাল কয়েন বা জাল নোট দিয়ে থাকেন। সকলকে সতর্ক করা হচ্ছে কেউ ভুয়ো চক্রে পা দেবেন না। টাকা লেনদেন এর পূর্বে নিজের সুরক্ষার জায়গাটা নিশ্চিত করে অনলাইনে লেনদেন করবেন।

আরও পড়ুন, কোন কয়েনের কি কি দাম আছে

আপনার কাছে পুরাতন নোট বা কয়েন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। অনেক ক্রেতাও এখান থেকে কয়েন কিনে থাকেন। কয়েনের ডিটেইলস অবশ্যই লিখবেন। তবে কোনও রকম লেনদেন এর দায় EK24 News এর নেই।

বিক্রয় করতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment