Chit Fund – গরীব মানুষের কোটি টাকা ঝেড়ে মেয়াদ শেষে ছাড়া পেলেন সারদা রোজ ভ্যালির কর্তা, কিন্তু টাকার হদিস পাওয়া গেল না, Breaking News.

Chit Fund Case : চিট ফান্ড কাণ্ডের শাস্তির মেয়াদ শেষ, জামিন দুই অভিযুক্তের

এক সময় চিট ফান্ড (Chit Fund) কেলেঙ্কারী নিয়ে উত্তাল হয়ে ওঠে বঙ্গ থেকে কেন্দ্র রাজনীতি। এবার বহুদিন জেলে থাকার পর সারদা এবং রোজ ভ্যালি এই দুই চিট ফান্ড সংস্থার কর্নধার সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু জামিন পেলেন। গত বুধবার বিচারভবনে বিশেষ আদালতে তাদের আইনজীবীর পক্ষ থেকে করা জামিনের আর্জি মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, তারা জামিন পেলেন ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায়। সুদীপ্ত সেনের আইনজীবী বিপ্লব গোস্বামীর পক্ষ থেকে ৪২৮ ধারায় আবেদন জানানো হয়, যেসব আইনী ধারায় তার মক্কেল অভিযুক্ত তার সর্বোচ্চ শাস্তির মেয়াদে সময়সীমা পার হয়ে গেছে এবং তিনি সর্বোচ্চ সাজার বেশি সময় ধরে জেলে আছেন। সুতরাং তাকে এই মামলা থেকে মুক্ত করা হোক।

অন্যদিকে রোজ ভ্যালির কর্নধার গৌতম কুণ্ডুর ক্ষেত্রে একই যুক্তিতে মুক্তির আবেদন করা হয়। ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে মুক্তি দেওয়া হলেও বিচারক দুজনকেই শাস্তির মেয়াদ শেষের জন্য পুরোপুরি মুক্তি দেননি। বরং বিচারক ৪৩৬ ধারায় জামিন মঞ্জুর করেন। আপাতত দুজনেই কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন। Chit Fund

যেহেতু ইডি ছাড়াও রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের অধীনে এ রাজ্য এবং ভিন রাজ্যে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাই ইডির মামলায় জামিন হলেও রাতারাতি তাদের জেলমুক্ত হওয়া কঠিন। এদিকে সুদীপ্ত সেনের তুলনায় গৌতম কুণ্ডুর বিরুদ্ধে করা Chit Fund মামলার সংখ্যা বেশি।

তবে বেশ কয়েকটি মামলায় জামিন হলেও তিনি জমা করেননি বেল বন্ড। যদিও তাদের যুক্তি যেহেতু সর্বোচ্চ শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা উক্ত মামলা থেকে পুরোপুরি মুক্তি চান। Chit Fund

 ষ্টেট ব্যাংক গ্রাহকদের মাথায় বাড়ি, এই কাজ করলেই বড়সড় আর্থিক ক্ষতি

এদিকে ইডি সূত্রে জানা যাচ্ছে অভিযুক্তদের বন্দি রেখে তদন্তের প্রয়োজন নেই। তদন্ত নিজের মতো চলবে। তবে এই জামিন খারিজে ইডি উচ্চ আদালতে যাবে কিনা, তা ঠিক স্পষ্ট নয়। আপাতত দুটি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত এবং তা উদ্ধারে জোর দিচ্ছে ইডি এবং সুফলও মিলেছে এমনটাই জানা যাচ্ছে। Chit Fund

এই সম্পর্কিত অন্যান্য খবর জানতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

কম পুজিতে এই ব্যাবসা করে বছরে ৫ থেকে ৬ লাখ টাকা আয় করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment