Board Exams – পরীক্ষার মাঝে এত গ্যাপ, চতুর্থ ঢেউয়ে বাতিল হবে না তো পরীক্ষা?

Board Exams – পরীক্ষার রুটিন বদলে যাওয়ায় নয়া আশঙ্কা পরীক্ষার্থীদের।

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পিছিয়ে গেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক এবং সেন্ট্রাল বোর্ডের বিভিন্ন পরীক্ষা (Board Exams)। অনেক ক্ষেত্রে মাঝখানে অনেক গ্যাপ রয়েছে। আর দীর্ঘদিন ধরে পরীক্ষা চলায়, আবার যদি চতুর্থ ঢেউ আসে, তবে বাধ্য হয়ে বাতিল হবে না তো পরীক্ষা? বিশেষজ্ঞদের রিপোর্ট প্রকাশের পর প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত সপ্তাহে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরিক্ষাসূচী (Board Exams) বদলে যাওয়ায়, নতুন করে রুটিন প্রকাশ করেছে সারা দেশের বিভিন্ন বোর্ড। আর কেন্দ্র রাজ্য সংঘাতে না জড়িয়ে অন্যান্য বোর্ডের মতনই পরীক্ষার রুটিন বদলিয়েছে পশ্চিমবঙ্গ ও। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি পিছিয়ে গিয়েছে সিআইএসসিই বোর্ডের আইএসসি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষাও।

সিআইএসসিই বোর্ডের আইএসসি বা দ্বাদশ শ্রেণির আগের রুটিন অনুযায়ী (Board Exams), আইএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল থেকে। কিন্তু সেখানে তা শুরু হচ্ছে এক দিন পরে, ২৬ তারিখে। আবার ৬ জুনের বদলে পরীক্ষা শেষ হচ্ছে ১৩ জুন।

পরীক্ষার্থীদের একাংশের মতে, এমনিতেই আগের সূচি অনুয়ায়ী এক মাসের কিছু বেশি সময় ধরে পরীক্ষা চলছিল। এখন সেই সময়সীমা দেড় মাসেরও বেশি হয়ে যাওয়ায় কেউ কেউ মনে করছে, অনেকটাই দীর্ঘায়িত হল পরীক্ষার সূচি।

পরীক্ষার্থীদের জন্য নতুন স্কলারশীপ, এখুনি আবেদন করুন

আর এতদিন ধরে পরীক্ষা চলায় যদি সংক্রমণ আবার বাড়তে শুরু করে, তবে পরীক্ষা (Board Exams) কিভাবে হবে? গত বছরও মার্চের আগে সংক্রমণ কমে গিয়েছিল। আর ইতিমধ্যেই চিনে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই নতুন প্রজাতি কি করবে কে জানে?

পরীক্ষার্থীদের একাংশের মতে, দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা মার্চে নিয়ে নিলেই ভাল হত। এখন পরীক্ষা পিছিয়ে এপ্রিলের শেষে হওয়ায় কেউই জানেন না, সেই সময়ে কেমন থাকবে করোনা পরিস্থিতি। কারও কারও প্রশ্ন, করোনা আবার বাড়লে অফলাইন পরীক্ষা (Board Exams) ফের বাতিল হয়ে যাবে না তো?

অন্যদিকে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেও অনেক ছুটি। যদিও বাধ্য হয়েই পরীক্ষার মাঝে এত গ্যাপ রাখতে হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে জয়েন্ট এন্ট্রান্স অন্যদিকে নির্বাচন। তাই পরীক্ষা বদলের দিনও বার বার সেই কথা উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার এই নতুন সূচী নিয়ে পরীক্ষার্থীদের কি মতামত, নিচে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অতি মূল্যবান।

Jio Airtel VI – পাল্লা দিয়ে ফ্রি ডেটা দিচ্ছে সবাই, দেখুন কে বেশি সস্তায় দিচ্ছে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment