কেন্দ্রের কর্মচারীদের বেতন বেশি, তাদের DA (Dearness Allowance) অন্যান্য সুবিধা (Employee Benefits) ও বেশি। যার কারণে অনেক রাজ্য সরকারি কর্মীরাই অসন্তুষ্ট। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তার কর্মীদের যে শাস্তি দিল তাতে রাজ্য সরকারি কর্মীরা ভাববেন তাদের পরিস্থিতি অনেক ভালো। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বাড়ি ৫০ শতাংশ করেছে। অর্থাৎ মূল মাইনের সঙ্গে অনেকটা বাড়তি টাকা লাভ করেন বর্তমানে কেন্দ্রের কর্মীরা।
Central Government Employee Benefits after DA Announcement
সঙ্গে তাদের অন্যান্য সুযোগ-সুবিধা যেমন এইচ আর এ, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিও বেড়েছে। কিন্তু সুবিধা যত বাড়ছে তত কাজের কড়াকড়িও বাড়ছে কেন্দ্রের কর্মীদের ওপর। এরপর থেকে কোন কর্মী যদি কাজে বিন্দুমাত্র অবহেলা করেন, তার পরিণতি কি ভয়ংকর হবে সে বিষয়ে সম্প্রতি নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। যাতে রাতের ঘুম ওড়ার কথা কেন্দ্রীয় সরকারি কর্মীদের এখন।
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা
সরকারি কাজ করলেও অনেকের মধ্যেই কাজের প্রতি আগ্রহ দেখা যায় না। যেমন অনেক সরকারি কর্মচারীদের দেখা যাবে তারা ঠিক টাইমে অফিস পৌঁছন না, আবার অফিস শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়েন। তাদের মনোভাব টাই হচ্ছে ‘আসি যাই মাইনে পাই’ এরকম। কিন্তু এবার থেকে এইধরনের অবহেলা দেখলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে বলে জানালো কেন্দ্র। উল্লেখ্য কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের সুবিধায় কোন কমতি রাখেনি। ধাকধাকিয়ে ডিএ বাড়ছে তাদের।
সঙ্গে অন্যান্য সুবিধা (Employee Benefits) যেমন এইচ আর এ, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ও বেড়েছে। এর উপর খুব শীঘ্রই আবার অষ্টম বেতন কমিশন চালু হওয়ার কথা রয়েছে। তাই কর্মীরাও যে তাদের কাজ মন দিয়ে করবেন এটা তো কেন্দ্র আশা করতেই পারে। কিন্তু তারই অন্যথা হচ্ছে এখনো। আর এই জন্যেই কর্মীদেরকে এবার কড়াকড়ি নিয়মের মধ্যে আনল কেন্দ্র। সে বিষয়ে জারি হল নির্দেশিকা।
কি নিয়ম এলো কেন্দ্রের কর্মীদের জন্য?
এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এটেন্ডেন্স নেওয়া হবে নতুন নিয়মে, একথাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এজন্য অভিনব এক প্রক্রিয়া চালু করতে চলেছে কেন্দ্র। যার ফলে কর্মীরা কখন অফিসে ঢুকছেন, কতটা সময় কাজ করছেন, কখন অফিস থেকে বেরোচ্ছেন সেই সব কিছু সরাসরি নজরদারিতে রাখা সম্ভব হবে।
কেন্দ্র জানিয়েছে আধার ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেনডেন্সে অনেকেই বায়োমেট্রিক দিচ্ছেন না তাদের। তাই এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স এর পাশাপাশি উপস্থিতি গ্রহণ করা হবে কর্মীদের মোবাইল ফোন থেকেও। মোবাইল ফোনে ফেস অথেন্টিফিকেশন সিস্টেমে কর্মীদের ছবি উঠবে। ছবিতে থাকবে জিও ট্যাগিং। যার ফলে সহজেই লোকেশন ট্র্যাক করে বোঝা যাবে কর্মীরা কখন অফিসে ঢুকছেন, কখন অফিস থেকে বেরোচ্ছেন ইত্যাদি।
নিয়ম না মানলে হবে ভয়ংকর শাস্তি
যদি কোন কর্মী এর পরেও সঠিক টাইমে এটেন্ডেন্স না দেন অথবা কোন ভাবে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কি কি শাস্তির ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও কেন্দ্র জানিয়েছে। প্রথমেই, যদি অফিসে ঢুকতে দেরি হয় তবে কর্মচারীদের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে অর্ধেক দিনের। মাসে দুবার দেরি হলে কাটা হবে CL (Employee Benefits).
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের প্রত্যেক স্কুল শিক্ষকদের জরুরী নির্দেশ। কি কি করতে হবে?
একইভাবে কেউ যদি নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বেরিয়ে যান তার জন্যেও থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা। এমনকি কর্মীদের বেতন, পদোন্নতি (Promotion) ও অন্যান্য সুযোগ-সুবিধার (Employee Benefits) উপরেও এর প্রভাব পড়তে পারে। তবে যদি কোন বৈধ কারণে অফিস ঢুকতে দেরি হয় বা অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে হয় তবে এক্ষেত্রে কোন সাজা পোহাতে হবে না কর্মীদের।
Written by Nabadip Saha.