লকডাউনে কাজ হারিয়েছেন অনেক মানুষ, ব্যাবসাতেও (Business Idea) পড়েছে প্রভাব, আর পরিযায়ী শ্রমিকেরাও ফিরে এসেছেন বাড়িতে। আর এই সময়ে চাকরীর বাজার ও খারাপ। আর এই অবস্থায় আপনি যদি অল্প কিছু বিনিয়োগে করে ভালো আয় করতে চান তাহলে সরকার ও আপনার পাশে দাঁড়াবে।। এই আর্টিকেল এমনই একটি দুর্দান্ত ব্যবসার পরিকল্পনার কথা বলছি।
এই সরকারী প্রকল্পের জন্য আপনি যদি যোগ্য হন তবে মাত্র দশ হাজার টাকা দিলে আপনি প্রায় নব্বই হাজার টাকা পর্যন্ত অর্থাৎ ৯০% পর্যন্ত সরকারী ভর্তুকি পেতে পারেন। শুধু তাই নয়, মাসে মাসে দুজন লোক কে মাইনে দিয়েও আপনি লাখ টাকা আয় করতে পারেন, যদি ঠিক ভাবে নিয়ম মেনে ব্যাবসা পরিচালনা করেন (Business Idea)।
আপনার যদি দুই কাঠার মত জমি থাকে আর যদি গ্রামাঞ্চলের দিকে বাড়ী হয়, তবে ছাগল পালনের ব্যাবসা করতে পারেন। নামটি শুনে হয়তো অনেকের নাক সিটকাতে পারে, তবে বেকার থাকার চেয়ে কিছু করা কিম্বা আত্মনির্ভর হওয়াটাকে যারা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তারা নিশ্চয়ই পুরোটা পড়বেন। ছাগল পালনের ব্যবসা (Business Idea) এমন একটি ব্যবসা যেখানে আপনি খুব কম বিনিয়োগে প্রচুর লাভ করতে পারবেন। এটি অত্যন্ত লাভজনক ব্যবসা এবং বর্তমানে এই ব্যবসা থেকে অনেকেই প্রচুর আয় করছে। এর সবচেয়ে বড় সুবিধা হল, বাড়িতে বসেই এই কাজটি করতে পারেন। আর নিজে হাত না লাগালে, দুজন লোক রেখে কাজটি করলেও আপনি লাভবান হবেন।
ছাগলের খামার হল গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড অর্থাৎ একটি বড় গোষ্ঠী বর্তমান সময়ে এর উপর নির্ভরশীল। ছাগল পালন থেকে প্রাপ্ত দুধ, সার ইত্যাদির অনেক উপকারিতা রয়েছে। আর এর প্রতিপালনে যে খরচ তার চেয়ে এর মাংসের দাম অনেক গুন বেশী।
কিভাবে শুরু করবেন?
এই ব্যবসা শুরু করতে আপনার খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। আর রাজ্য ও কেন্দ্র সরকার পশুপালনে ভর্তুকি দিয়ে থাকে। যেমন হরিয়ানা সরকারের পক্ষ থেকে, গ্রামীণ এলাকায় পশুপালনকে উন্নীত করতে গবাদি পশুর মালিকদের 90 শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। ভারত সরকার NABARD প্রকল্পে পশুপালনে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। এ জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। NABARD প্রকল্পে আপনাকে ছাগল পালনের জন্য ঋণ দিতে দায়বদ্ধ।
পরিকাঠামোঃ
এই ব্যবসা শুরু করার জন্য, আপনার অবস্থান, পশুখাদ্য, বিশুদ্ধ জল, প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা, পশুচিকিৎসা সহায়তা, বাজার সম্ভাবনা এবং রপ্তানির সম্ভাবনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ছাগলের দুধ অনেক বড় রোগের সাথে লড়াই করতে কার্যকর। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ছাগলের মাংসেও মোটা অংকের উপার্জন।
বাড়ীতে বসে অনলাইনে ইনকাম করতে চাইলে দেখুন
আয় ও লাভঃ
ছাগল পালন প্রকল্প একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আপনি যদি ৮ টি মেয়ে ছাগল ও ২টি পুরুষ ছাগল দিয়ে শুরু করেন তবে, সব খরচ করেও গড়ে ১ লাখ টাকা আয় করা সম্ভব। এবং নতুন বাচ্চা যত হবে তত আপনার এসেট বাড়বে। আপনারা যদি অন্য কোনও ব্যাবসার আইডিয়া সম্মন্ধে জানতে চান তবে নিচে কমেন্ট করুন।
আরও পড়ুন, ফ্রিতে আমূলের ডিলারশিপ / ফ্রাঞ্ছাইজি নিয়ে মাসে আয় করুন লাখ টাকা
মাত্র ৫০০ টাকায় ব্যবসা শুরু করে মাসে ২০ হাজার টাকা ইনকাম, ক্লিক করুন