Budget 2024 – এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো। কোন কোন জিনিসের দাম বাড়লো?

Union Budget 2024 তথা বাজেট মানে তাকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, বেতন বাড়বে, স্বচ্ছল হবে জীবনযাত্রা এই আশাতেই বাজেটের ঘোষণা শোনার জন্য মুখিয়ে থাকে মধ্যবিত্তরা। গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকারের ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণ বাজেট পেশ করেছেন লোকসভায়। যা মধ্যবিত্তদের জন্য বেশ কিছু সুসংবাদ নিয়ে এসেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমানোর পাশাপাশি কিছু পণ্যের দাম বাড়ানোরও ঘোষণা করা হয়েছে। এই বাজেটে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধ, মূল্যবান ধাতু এবং প্রযুক্তি পণ্যের উপর।

UNION BUDGET 2024 COSTLIER AND CHEAPER ITEMS

দাম কমছে যেসব পণ্যের

জীবনদায়ী ওষুধঃ
ক্যানসারের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নেওয়া হয়েছে। এর ফলে এই তিনটি ওষুধের দাম কমবে এবং ক্যানসার রোগীদের চিকিৎসা খরচ কিছুটা হলেও হ্রাস পাবে।

মোবাইল ফোন ও পার্টসঃ
মোবাইল ফোন এবং এর যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক ১৫ শতাংশ কমানো হয়েছে। এর ফলে মোবাইল ফোন ও এর যন্ত্রাংশের দাম হ্রাস পাবে। এই শুল্ক হ্রাসের ফলে স্মার্টফোন ও অন্যান্য মোবাইল ডিভাইসের বাজারে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে এবং সাধারণ মানুষ আরও সাশ্রয়ী দামে এগুলি কিনতে পারবেন।

সোনা ও রূপোঃ
এই মূল্যবান ধাতুগুলির উপর আমদানি শুল্ক ৬ শতাংশ কমানো হয়েছে। এর ফলে সোনা ও রূপোর দাম কমবে। বিয়ে এবং অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের জন্য সোনা এবং রূপো কেনা এখন আরও সাশ্রয়ী হবে।

প্ল্যাটিনাম, নিকেল, তামাঃ
প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হয়েছে। নিকেল ও তামার উপর সাধারণ কর তুলে নেওয়া হয়েছে। এর ফলে এসব ধাতুর দাম কমবে এবং বিভিন্ন শিল্প ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে।

সামুদ্রিক মাছের খাবারঃ
এই পণ্যের উপর থেকে কর ৫ শতাংশ কমানো হয়েছে। এর ফলে মাছের খাদ্যদ্রব্যের দাম কমবে এবং মাছ চাষীদের লাভবান হওয়ার সুযোগ বাড়বে।

দাম বেড়েছে যেসব পণ্যের

প্লাস্টিকজাত দ্রব্যঃ
প্লাস্টিক দ্রব্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে প্লাস্টিক থেকে তৈরি বিভিন্ন পণ্যের দাম বাড়বে। প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে চালু হলো দুয়ারে শিল্প প্রকল্প। কি কি সুবিধা পাবেন? কিভাবে আবেদন করবেন?

টেলিযোগাযোগ সরঞ্জামঃ
টেলিযোগাযোগের সরঞ্জামের উপর কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এর ফলে এসব সরঞ্জামের দাম বাড়বে এবং এর প্রভাব টেলিকম পরিষেবার খরচ তথা মোবাইল রিচার্জের দাম বাড়বে। ইতিমধ্যেই রিচার্জের বাড়তে শুরু করেছে। এরপর দাম আরও বাড়ে সত্যিই চাপে পড়বে সাধারণ মানুষ। অনেকেই বলছেন, আনলিমিটেড ফ্রি এর সকলের দরকার হয়না। তাই শুধু ভ্যালিডিটি চালু রাখতে ৫০ টাকার নীচে মিনিমাম একটা রিচার্জ প্ল্যান থাকা অবশ্যই দরকার।

এছাড়া দাম বেড়েছেঃ
Budget 2024 এ বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের, ইমিটেশন জুয়েলারি ও ৫০০ গ্রামের বেশি ওজনের সোনার বার এর।

আরও পড়ুন, বাজেটে গৃহবধূদের জন্য বড় ঘোষণা। এই কাজ করলেই বাম্পার লাভ

মধ্যবিত্তের জন্য এই বাজেট কিছুটা হলেও সুরাহা নিয়ে আসছে, বিশেষত সোনা, মোবাইল এবং জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে। তবে প্লাস্টিকজাত দ্রব্য এবং টেলিযোগাযোগ সরঞ্জামের দাম বাড়ার কারণে কিছু ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে। এই বাজেটের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের ব্যয় কমানো।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, এবার জমির জন্য আধার কার্ড করতে হবে। কিভাবে করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment