BSNL Recharge Plans – দিনে মাত্র 5 টাকায় 2 GB 4G Data, আনলিমিটেড কলিং, সস্তার প্লানেই বাজিমাত, Free

Jio, Airtel কে টেক্কা BSNL Recharge Plans -এর ! খরচ মাত্র 5 টাকা আর পেয়ে যান 84 দিনের Validity

বর্তমান সময়ে প্রত্যেকেই টেলিকম (Telecom) বাজারের দিকে নজর রাখেন (BSNL Recharge Plans). তার কারন, কোন টেলিকম সংস্থা কম পয়সায় গ্রাহকদের জন্য কত ভালো নতুন নতুন প্ল‍্যান নিয়ে আসছেন,সেটা জানার জন্য। ভারতের টেলিকম বাজারে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে লড়াই শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদেরকে কম মূল্যে কতখানি ভালো প্ল‍্যান অফার করতে পারে তাই নিয়ে।

টেলিকম বাজারে জিও (Jio) এয়ারটেল (Airtel) নিজের জায়গা বজায় রাখার জন্য একাধিক প্ল‍্যান (Plan) অফার চালু করছে এবং তাদের ইউজারদের জন্য দুর্দান্ত সব অফার দিচ্ছে। কিন্তু আখেরে হিসাব করলে দেখা যায়, বিগত এক বছরে মোবাইলের খরচ ২০ থেকে ৩০% পর্যন্ত বেড়েছে। তার মধ্যে অপেক্ষাকৃত সস্তায় কোন প্ল্যান আছে, সেটিই সকলের কাছে জানার বিষয়। BSNL Recharge Plans

এবার দেখা যাচ্ছে, তাদেরকে টক্কর দেওয়ার জন্য সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL) বেশ কিছু নতুন দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে (BSNL Recharge Plans). নতুন প্ল্যানগুলি সবকটিই 600 টাকার মধ্যে, শুধু আনলিমিটেড কলিং (Unlimited Calling) সুবিধা পাওয়া যায় না। ডেটাও ( Data) দেওয়া হচ্ছে।

তার পাশাপাশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন (Subscription) পাওয়া যায়। এবার বিশদে জেনে নেওয়া যাক, বিএসএনএল সংস্থার নতুন প্ল্যান সম্পর্কে 429 টাকার প্ল‍্যানে BSNL কি কি দিচ্ছে? BSNL Recharge Plans

গ্রাহক টানতে এবার মাত্র ৯৮ টাকায় সতিকারের আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান

STV 429 Plan টি OTT প্ল‍্যাটফর্ম Eros Now এর সাথে আসে। বিএসএনএল এর অফার করা এই প্ল‍্যানটি 81 দিনের ভ্যালিডিটির সাথে আসে। তার সঙ্গে 429 টাকায় আনলিমিটেড ভয়েস কলিং( Voice Calling) অফার করছে। ইউজাররা এই Plan-এ প্রতিদিন 2 GB ডেটা পাবেন। প্রতিদিন 100 SMS-এর অ্যাক্সেস পাবেন।

ইউজাররা Zing এবং BSNL টিউনে Access পাবেন। ওয়েবসাইটে ভয়েস ভাউচার থেকে প্ল্যানটি কেনা যাবে। BSNL এর অফার করা এই Plan-এর প্রতিদিনের খরচ যদি হিসাব করা হয় তাহলে আপনার একদিনের জন্য প্রায় 5 টাকা খরচ হবে। BSNL Recharge Plans

447 টাকার প্ল‍্যানে BSNL কি অফার করছে?
60 দিনের ভ্যালিডিটির (Validity) সাথে BSNL এর 447 টাকার প্ল্যানটি আসে। আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হচ্ছে। 100 GB Data দেওয়া হচ্ছে। যখন এই ডেটা শেষ হয়ে যাবে তখন গ্রাহকরা 80 Kbps স্পিড পাবেন। এছাড়াও প্রতিদিন 100 টি SMS সুবিধা দেওয়া হচ্ছে। BSNL Recharge Plans

দুই টাকার এই বিশেষ পুরনো নোট থাকলেই আপনি পাবেন ২ লাখ টাকা

বিএসএনএলের 599 টাকার প্ল‍্যানে কি অফার রয়েছে?
599 টাকার প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটির (Validity) সাথে আসে। আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হচ্ছে। 5GB ডেটা দেওয়া হচ্ছে। তবে যখনই Data শেষ হয়ে যাবে, গ্রাহকরা 80 Kbps স্পিড পাবেন এছাড়াও প্রতিদিন 100 SMS সুবিধা পাবেন। Zing Streaming Platform এ অ্যাক্সেস থাকবে। যেখানে ইউজাররা হাজার হাজার গান, সিনেমা (Cinema) সহ বিভিন্ন ধরনের কনটেন্ট (Content) দেখার সুবিধা পাবেন। রাত 12 টা থেকে ভোর 5 টা পর্যন্ত BSNL-র গ্রাহকরা বিনামূল্যে ডেটা নিতে পারবেন। অর্থাৎ সবকটি প্ল্যানই প্রতিদিন মাত্র ৫ থেকে ৬ টাকার খরচেই এত কিছু সুবিধা পাবেন।
Written By Rajib Ghosh

Driving Licence : আগামী মাস থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নয়া নিয়ম, না মানলেই বিপদ

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment