বিশ্বভারতীর উপাচার্যকে চরম হুঁশিয়ারি কেষ্টার

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘিরে বিতর্কের শেষ নেই। এবার সরাসরি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে হুঁশিয়ারি বীরভূমের তৃণমূলের বেতাজ বাদশার। তাঁর হুঙ্কার, উপাচার্যের বাড়ি তিনদিন পর্যন্ত ঘিরে রেখে দেওয়া হবে। কোথাও বের হতে দেওয়া হবে না। কেষ্ট মন্ডলের এহেন হুঙ্কারে আতঙ্কিত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনটাই সূত্রের খবর। বিশ্বভারতীতে ক্রমশ ক্ষোভ তৈরি হচ্ছে উপাচার্যকে নিয়ে। অধ্যাপক থেকে পড়ুয়াদের মধ্যে বিদ্যুৎবাবুকে নিয়ে ক্ষোভের শেষ নেই। একাধিকবার এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আশ্রমের আবাসিকরা পর্যন্ত। কার্যত ঘরে বাইরে চাপের মুখে তিনি। আর এই অবস্থায় বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে তৈরি হয়েছে নয়া সংগঠন। বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন নামে এই সংগঠন তৈরি হয়েছে। আজ বুধবার এই অ্যাসোসিয়েশনের সদস্যরা অনুব্রত মন্ডলের বাড়িতে যান। আর সেখানে অনুব্রত মন্ডলের সামনে উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। শুধু তাই নয়, একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয়। শুধু তাই নয়, আগামী দিনে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তাঁরা। এই বিষয়ে অনুব্রত মন্ডল অর্থাৎ তৃণমূলের সমর্থন চান অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা গিয়েছে, আন্দোলনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন অনুব্রত। আর অধ্যাপকদের সঙ্গে কথা বলতে গিয়ে কার্যত উপাচার্য ইস্যুতে মেজাজ হারান অনুব্রত। তিনি বলেন, ভিসি কে বাড়িতে ঘেরাও করবে। তৃণমূল কংগ্রেস পুরো সাপোর্ট  বিশ্বভারতীর উপাচার্য যে ভাবে আরম্ভ করেছেন তা মেনে নেওয়া যায় না। বিশ্বভারতী বন্ধ রেখে একেবারে জঞ্জালে ভর্তি হয়ে গিয়েছে বলেও দাবি কেষ্টা

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment