বিনিয়োগ আমরা সকলেই মোটামুটি করি। আর বিনিয়োগ (Stocks To Buy) করার উদ্দেশ্য একটাই, সুদে আসলে টাকার পরিমাণ বাড়ানো। ব্যাংক হোক বা পোস্ট অফিস এব্যাপারে একাধিক সুবিধা জনক স্কিম প্রদান করে। তবে বিনিয়োগের আরেকটি জব্বর উপায় রয়েছে। তা হল শেয়ার মার্কেট। একথা ঠিক যে শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজার কত ঝুঁকি সাপেক্ষ, কিন্তু শেয়ার মার্কেট আপনাকে যে লাভ দেবে আপনার মূলধনের, তা আর কেউ দিতে পারবে না, এটা জেনে রাখুন।
Best 6 Stocks To Buy In February 2024.
শেয়ার বাজারের (Share Market) এমনই কিছু স্টকের (Stocks To Buy) কথা বর্তমানে সামনে এসেছে যে গুলি খুব শীঘ্রই চূড়ান্ত লাভ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত দু’একদিন আগেই কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট ২০২৪-২৫ পেশ হয়েছে। যাতে বেশ কিছু স্টকে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর কথা বলেছে সরকার। যেমন রেল (Railway Stock), হাউসিং ফিনান্স (Housing Finance Stock), সৌর শক্তি (Solar Stock), কৃষি ও দুগ্ধজাত পণ্য, এবং যানবাহন ইত্যাদি।
তাই এই সব স্টক গুলির (Stocks To Buy) দামে আগামী দিনে অনেক বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে কোনটিতে বিনিয়োগ করলে আপনার সবচেয়ে বেশি লাভ, সে ব্যাপারে দেখে নিন। আর আপনারা সকল তথ্য জেনে বুঝে নিয়ে তবেই এই সকল স্টক (Stocks To Buy) শেয়ার মার্কেট থেকে কিনবেন এবং তাহলেই ভালো রিটার্ন পেতে পারবেন।
Best 6 Stocks To Buy today
Railway Stocks To Buy
এবছরের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আরও ৪০ হাজার ট্রেন কে বন্দে ভারতের আদলে পরিবর্তন করা হবে অর্থাৎ সরকার এই খাতে বিনিয়োগ বাড়াবে এবং তার ফলে রেলের স্টক গুলিও লাভজনক হয়ে উঠবে। এই পরিস্থিতিতে IRCTC, IRFC, JUPITER WAGON, RVNL, Titagarh Rail Systems এই সমস্ত স্টকে (Stock Market) অর্থ বিনিয়োগ করলে আগামী দিনে তার থেকে বেশি লাভ আসার সম্ভাবনা আছে।
Tourism Stocks To Buy
বর্তমানে মানুষের ভ্রমণ পিপাসা বেড়েছে। সেই সঙ্গে বিভিন্ন দেশ গুলি চেষ্টা করছে ট্যুরিজমকে কেন্দ্র করে অর্থনৈতিক ভিত মজবুত করার। আমাদের দেশে কদিন আগেই অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন হয়েছে। এমতাবস্থায় বিভিন্ন এয়ারলাইন থেকে শুরু করে রেল এমনকি কিছু নামিদামি হোটেলও এখানে ব্যবসা শুরু করার কথা ভাবছে। এক্ষেত্রে, Indi Go, IRCTC, Lemon Tree Hotels ও আরো কিছু সংস্থার স্টকে ব্যাপক দাম চড়া হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
Housing Finance Stocks To Buy
খুব শীঘ্রই বিভিন্ন হাউসিং কোম্পানি যেমন Repco Home Finance, Aavas Financiers, Aptus Value Housing Finance, LIC Housing, PNB Housing, NBCC শেয়ার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে এই ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে HUDCO. আর আপনারা এই মধ্যে থেকে বুঝে নিয়ে তবেই বিনিয়োগ (Share Market Investment).
Solar Power Stocks To Buy
বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, খুব শীঘ্রই দেশের ১ কোটি মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ প্রদান করা হবে। বিশেষত উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকা গুলিতে এ প্রসার ঘটানো হবে বলেও তিনি জানান। যার ফলে সেই পরিবার গুলি এক মাসের ৩০০ ইউনিট পর্যন্ত খরচ বাঁচাতে পারবে বিদ্যুতের। হলে সেই পরিবার গুলির অর্থ সাশ্রয় হবে (Stocks To Buy).
Best share to buy
যাইহোক, দেশে সোলারাইজেশন বৃদ্ধি করা হলে ব্যাপক দাম বৃদ্ধি হবে সৌরশক্তি কোম্পানির স্টক গুলির। এ ব্যাপারে বিশেষজ্ঞরা যে কটির নাম সুপারিশ করেছেন তা হল, IREDA, Websol, Suzlon Energy, Sterling and Wilson, KPI Green Energy, Visaka Industries, Tata Power এবং Waaree Renewable ইত্যাদি (Stocks To Buy).
Agricultural Stocks To Buy
কৃষি ও বিভিন্ন সংযুক্ত ক্ষেত্র যেমন মৎস্য, দুগ্ধ ইত্যাদিতে বিনিয়োগ বানানো সিদ্ধান্ত নিয়েছে সরকার এবারের বাজেট মারফত। এই ধরনের সংস্থাগুলির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য চেষ্টা করা হবে। এগুলি ব্যবসা যত বাড়বে শেয়ারবাজারে এদের স্টক এর মূল্য ততই বৃদ্ধি পাবে। Avanti Feeds, Coastal Corporation, Apex Frozen Foods, Amul ইত্যাদি কোম্পানি গুলি তাদের স্টকে খুব শীঘ্রই দাম বৃদ্ধি করবে বলে মত বিশেষজ্ঞদের।
৫ মিনিটে ৫ লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। মাত্র ১১ কোটি গ্রাহক পাবেন।
Automobile Stocks To Buy
বর্তমানে Ashok Leyland, Tata Motors, Olectra Greentech এবং JBM Auto জাতীয় অটোমোবাইল সংস্থা গুলিতে স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে তা আরো বাড়বে। এছাড়াও বাজেটে অর্থমন্ত্রী দেশে ই ভেহিকেল (E Vehicle) বাড়ানোর ব্যাপারে জোর দিয়েছেন। তাই এই সমস্ত কোম্পানির ব্যবসা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাড়বে স্টকের দাম।
Written by Nabadip Saha.
মোট 11 কোটি যুবক যুবতীরা 1 লাখ টাকা পাবে। ভোটের আগে এবারের বাজেটে নতুন প্রকল্প।