বর্তমানে 5G স্মার্টফোনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, তাই কম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের (Best 5G Phones Under 15000) লিস্ট নিয়ে আলোচনা করা হলো। আপনি যদি এই ফেস্টিভ্যালের মরশুমে নতুন 5G ফোন কিনতে চান, তবে এই লিস্টটি আপনার পছন্দের মধ্যে সবচেয়ে সেরা ফোন গুলির মধ্যেই হবে। আমাদের এই তালিকার মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার মধ্যে Poco M3 Pro 5G, Realme 8 5G, Redmi Note 10T 5G স্মার্টফোন এর মতো সেরা মডেলগুলি। বলা যায়, কম দামে পুষ্টিকর।
Best 5G Phones Under 15000
1. OPPO A53S
Oppo A53s ফোন কেনা যাবে 14,990 টাকা থেকে 17,990 টাকার মধ্যে। এই ফোনের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক
- ডিসপ্লে- এই হ্যান্ডসেট আসছে 6.52 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লের সাথে।
- অপারেটিং সিস্টেম- এই মোবাইল চলবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে।
- প্রসেসর- এই স্মার্টফোন আসছে অক্টা- কোর মিডিয়াটেক Dimensity 700 চিপসেটের সাথে।
- স্টোরেজ- Oppo A53s আসছে 6GB+128GB এবং 8GB +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে।
- ক্যামেরা- এই হ্যান্ডসেটে প্রাইমারি ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 13MP ক্যামেরা। সেইসঙ্গে রয়েছে দুটি 2MP সেন্সর। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ক্যামেরা।
- ব্যাটারি- এই ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 5,000 mAh ব্যাটারি।
2. POCO M3 PRO 5G
Poco ব্র্যান্ডের এই 5G স্মার্টফোনের দাম পড়বে 14,499 টাকা 16,499 টাকার আশেপাশে। আসুন দেখে নেওয়া যাক এই হ্যান্ডসেটের স্পেসিফিকেশন-
- প্রসেসর- এই ফোন কাজ করবে মিডিয়াটেক Dimensity 700 চিপসেটে।
- ডিসপ্লে- এই হ্যান্ডসেট আসছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে।
- অপারেটিং সিস্টেম- এই মোবাইল চলবে MIUI 12.0.2 নির্ভর অ্যান্ড্রয়েড 11 সিস্টেমে।
- স্টোরেজ- Poco M3 Pro 5G হ্যান্ডসেট আসছে দুটি স্টোরেজ অপশনে- 4GB+64GB এবং 6GB+128GB
- ক্যামেরা- এই ডিভাইসে রয়েছে 48MP মেইন ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2 ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ডিভাইসে রয়েছে 8MP ক্যামেরা।
3. SAMSUNG GALAXY F42 5G
এই Galaxy F42 ফোনের দাম পড়বে মোটামুটি 16,999 টাকা। তবে ক্রেডিট কার্ডে এবং কুপন কোড থাকলে ১৫০০০ টাকার মধ্যেই কেনা যাবে।
- ডিসপ্লে- এই হ্যান্ডসেট আসবে 6.60 ইঞ্চি সাইজের টাচ – স্ক্রিন ডিসপ্লের সাথে।
- অপারেটিং সিস্টেম- এই ডিভাইস কাজ করবে Android 11 নির্ভর One UI 3.1 সিস্টেমে।
- প্রসেসর- এই ফোন আসছে মিডিয়াটেক Dimensity 700 প্রসেসরের সাথে।
- ক্যামেরা- এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা 64MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা ফিচার হিসেবে পাওয়া যাবে একটি 5MP এবং একটি 2MP ক্যামেরা।
- স্টোরেজ- এই 5G হ্যান্ডসেট আসছে 128GB ইন-বিল্ট স্টোরেজের সাথে। যেখানে থাকছে 6GB RAM।
4. REDMI NOTE 10T 5G
Redmi ব্র্যান্ডের এই 5G ফোন কেনা যাবে 14,999 টাকা থেকে 16,999 টাকার আশেপাশে। একনজরে দেখে নিন স্পেসিফিকেশন-
- ডিসপ্লে- এই স্মার্টফোন আসছে হাই কোয়ালিটির গোরিলা গ্লাস প্রটেকশন
- অপারেটিং সিস্টেম- এই ডিভাইস কাজ করবে Android 11 নির্ভর MIUI 12 অপারেটিং সিস্টেমে।
- প্রসেসর- এই ফোনে রয়েছে মিডিয়াটেক Dimensity 700 চিপসেট।
- ক্যামেরা- এই হ্যান্ডসেটে রয়েছে 48MP হাই – রেজোলিউশন প্রাইমারি ক্যামেরা। আসছে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সরের সাথে। সেলফির জন্য রয়েছে 8MP ক্যামেরা।
- স্টোরেজ- এই ফোন আসছে 4GB+64GB এবং 6GB+128GB স্টোরেজ অপশনের সাথে।
5. REALME 8 5G
এই স্মার্টফোন কেনা যাবে 14,699 টাকা থেকে 15,699 টাকার মধ্যেই।একনজরে দেখুন কী কী ফিচার রয়েছে
- ডিসপ্লে- এই হ্যান্ডসেট আসছে 6.5 ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লের সাথে।
- প্রসেসর- এই ফোন কাজ করবে মিডিয়াটেক Dimensity 700 5G প্রসেসরে।
- ক্যামেরা- এই ডিভাইস আসছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। যেখানে রয়েছে 48MP নাইটস্কেপ প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে দুটি 2MP সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ক্যামেরা।
- স্টোরেজ- Realme 8 5G মোবাইল কেনা যাবে 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজ অপশনের সাথে।
এই লিস্টের মধ্যে কোন ফোনটি আপবার সবচেয়ে বেশি ভালো লেগেছে, নিচে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
Poco M4 Pro 5G – Redmi Note 11 কে টেক্কা দিয়ে কম বাজেটে বাজারে এলো Poco M4 Pro