যে কোন দরকারে টাকার অভাব পড়লে মানুষ ব্যাংক থেকে লোন (Bank Loan) নিতে যায় আর লোন নিতে CIBIL Score এর দরকার পড়ে! কিন্তু লোন চাইলেও সব সময়ে কি ব্যাংক লোন (Personal Loan) দেয়? অথবা দিলেও তার ওপর সুদ নেয় চড়া হারে। তবে এবার থেকে আর এই রকম হবে না। চলে এসেছে এমন এক ট্রিক যেটিকে ব্যবহার করলে ব্যাংক আপনাকে নিজে এসে লোন দেবে তাও আবার এবং আপনি যত সুদে চাইবেন তত সুদেই।
Good CIBIL Score For Take Bank Loan.
কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন মিথ্যা? না, এই পদ্ধতি সম্পূর্ণ বৈধ। অনেকেই হয়তো এই ট্রিকের ব্যাপারে জেনে থাকবেন। যারা জানেন না তাদের জন্য বলি, এখানে সিবিল স্কোরের (CIBIL Score) বিষয়ে বলা হচ্ছে। সিবিল স্কোর ভালো থাকলে লোনের সঙ্গে সঙ্গে অন্যান্য আরো অনেক দিকে সুবিধা দেয় ব্যাংক। এরকমই সেরা ৫ টি সুবিধার কথা জেনে নেব আজ।
Benefits Of Good CIBIL Score
আজকাল বেশিরভাগ আর্থিক লেনদেনই মানুষ করে থাকে ডিজিটালি। CIBIL Score এই সব ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত। আপনার আর্থিক লেনদেন কতটা স্বচ্ছ এবং সৎভাবে হয়, তার ওপর নির্ভর করে আপনার সিবিল স্কোর বাড়বে না কমবে। সিবিল স্কোর বাড়লে কি কি লাভ, আর কমলে কি কি ক্ষতি, দেখুন। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিন।
দ্রুত ঋণ পাওয়ার সুবিধা
ভালো সিবিল স্কোর থাকলে ব্যাংক থেকে খুব সহজেই লোন অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়। আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার দরকার হয় এবং তখন ব্যাংকে গিয়ে লোন না পেলে হয়রানি হতে হয়। যাদের সিবিল স্কোর কম তাদেরকে এই সমস্যায় ফেলে ব্যাংক। কিন্তু আপনার যদি CIBIL Score ৭৫০ বা তার বেশি থাকে তাহলে ব্যাংকে গেলেই খুব সহজে লোন পেয়ে যাবেন আপনি। এমনকি ব্যাংক নিজে আপনাকে লোন অফার করবে তখন।
কম সুদে ঋণ
সিবিল স্কোর বেশি থাকলে সুদের হারেও সুবিধা পাওয়া যায়। CIBIL Score কম থাকা ব্যক্তিদের ব্যাংক থেকে লোন নিলে বেশি সুদ ধার্য করে ব্যাংক। কিন্তু ৭৫০ বা তার বেশি সিবিল স্কোর তাহলে আপনি সুদ কমানোর জন্য আবেদন জানাতে পারেন ব্যাংকের কাছে। আবার অনেক সময় ব্যাংক নিজে থেকেও সুদ কম নেয় আপনার থেকে।
বেশি ক্রেডিট সীমা
আপনি যত ইচ্ছে তত টাকা লোন (Bank Loan) নিতে পারেন ব্যাংক থেকে যদি আপনার সিবিল স্কোর ভালো থাকে। এই ব্যাপারে কোন বাধা দেয়না ব্যাংক। কিন্তু যাদের স্কোর কম তাদেরকে বেশি লোন দিতে অস্বীকার করে ব্যাংক। CIBIL Score ভালো থাকলে বিমার ক্ষেত্রেও প্রচুর সুবিধা মিলে। বর্তমানে কোনো গ্রাহকের সিবিল স্কোর এর উপর নির্ভর করে তার বিমার প্রিমিয়াম কত টাকা হবে। যেমন যাদের সিবিল স্কোর বেশি তাদের কম প্রিমিয়াম জমা দিয়েও বিমা করার সুযোগ থাকে হাতে।
কম সুদে Bank Loan পেতে CIBIL Score ভালো করুন। টাকার দরকার হলেই পেয়ে যাবেন।
প্রিমিয়াম কার্ডের সুবিধা
উন্নত সিবিল স্কোর থাকা ব্যক্তিদের ব্যাংক মারফত একটি প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড দেওয়া হয়। এই কার্ড কাছে থাকলে পাওয়া যায় একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা ও অগ্রাধিকার। ৭৫০ এর কম যাদের CIBIL Score তাদের এই কার্ড দেওয়া হয় না।
Written by Nabadip Saha.
ছেড়া, ফাটা, দাগ লাগা নোট আছে আপনার কাছে? কি করবেন জানালো RBI.