জীবন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি প্রভৃতি সুরক্ষার জন্য বর্তমানে অনেকেই বিভিন্ন ধরনের বীমা পরিকল্পনা বা ইন্সুরেন্স পলিসি তথা Insurance Policy করে থাকে। আর যে কোনো ধরণের সমস্যার মোকাবিলা করার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত থাকতে হবে। এই উদ্দেশ্যেই তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিমার সুবিধা। ভবিষ্যতের সুরক্ষার কথা চিন্তা করে আমরা অনেকেই ইন্সুরেন্সে টাকা বিনিয়োগ করে থাকি। অনেকেই আবার একটির বদলে দুটি, তিনটে বা তারও বেশি যায়গায় ইন্সুরেন্স পলিসি করে রাখেন।
Different types of Insurance Policy
- জীবন বীমা (Life Insurance)
- স্বাস্থ্য বীমা (Health Insurance)
- গাড়ী বীমা (Vehicle Insurance)
- গৃহ বীমা (Home Insurance)
বীমা পলিসি গ্রাহকদের নতুন সুবিধা
যেকোনো ধরনের বীমা পলিসিধারীদের জন্য নতুন সুবিধা চালু করল এবার কেন্দ্রীয় সরকার। বদলে গেল বীমা ব্যবস্থার নিয়ম। এবার থেকে ডিজিটাল পদ্ধতিতে হবে বীমার (E Insurance Account) কাজ। পহেলা এপ্রিল থেকে এই নিয়ম জারি করেছে কেন্দ্র সরকার তথা IRDA. নতুন ব্যবস্থায় কি কি সুবিধা থাকছে? আর কি কি অসুবিধা? সেই নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।
E Insurance Account Benefits
এতদিন পর্যন্ত কেবল ব্যাংকের যে কোন কাজই অনলাইনে করা যেত, যেমন নতুন একাউন্ট খোলা, মিনি স্টেটমেন্ট নেওয়া, টাকা তোলা বা টাকা ফেলা ইত্যাদি। কিন্তু এখন সেই সব সুবিধা বীমার ক্ষেত্রেও চালু করার কথা চিন্তা করল কেন্দ্র। আপনি যদি কোথাও বীমা বা Insurance Policy করেন তো জানবেন সেখানে আপনাকে হাতেনাতে বিভিন্ন কাগজ ও নথিপত্র দিয়ে থাকে সেই সংস্থা। এই নথি গুলিই বিমার প্রমাণ।
যদি একটি কাগজও কোথাও এদিক ওদিক হয়ে যায় তাহলে একটা টাকাও রিটার্ন দিতে অস্বীকার করে বীমা সংস্থা। এই সমস্যা বেশি হবে যদি আপনার একের বেশি জায়গায় বীমা থাকে। কারন সে ক্ষেত্রে কাগজপত্রও বেশি থাকবে। তাই আপনি যদি বীমাতে অনেক টাকা বিনিয়োগ করে থাকেন, তো চরম হয়রানির মধ্যে পড়তে হবে তখন। এই সমস্যা সমাধান করতেই দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI বীমা একাউন্ট চালু করেছে। ‘প্রটেকশন অফ পলিসি হোল্ডার ইন্টারেস্ট রেগুলেশন 2024’ আইন নামে একটি আইন পাস করে ১ এপ্রিল ২০২৪ থেকে E Insurance Account বলবৎ করা হয়েছে।
e Insurance Policy এর সুবিধা
১. এক সঙ্গে যত গুলি জায়গাতেই বীমা পরিকল্পনা করুন না কেন সব রেকর্ড থাকবে এক একাউন্টের মধ্যেই। এটি অনেক দিক থেকে সুবিধা করবে।
২. এই সুবিধার ফলে আপনার বীমার সমস্ত প্রমাণ অনলাইনে জমা থাকবে।
৩. এই অবস্থায় কোন দরকারি কাগজ যদি হারিয়ে বা নষ্টও যায় সমস্যায় পড়তে হবে না পলিসি কারীকে।
৪. End To End Encryption এর মাধ্যমে আপনার বীমার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে সংস্থার সার্ভারে। যা কেবল আপনি আর নির্দিষ্ট বীমা সংস্থা অ্যাক্সেস করতে পারবেন।
৫. নতুন ব্যবস্থায় পলিসি গ্রাহকদেরদের পলিসির বিবরণ যেমন পলিসিতে কত টাকা জমা হয়েছে, কত টাকা রিটার্ন পাবেন, কবে ম্যাচিউরড হবে।
৬. এই সব তথ্য জানার জন্য বারবার অফিসে ছোটার প্রয়োজন পড়বে না।
৭. যে কোনো সময়ে যে কোন জায়গায় নিজের হাতের স্মার্ট ফোন থেকেই E Insurance Account তা দেখতে পাবেন।
৮. এছাড়াও বিভিন্ন ছোট খাটো কাজ যেমন বীমাতে নমীনী যোগ করা।
৯. ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা বা কোন তথ্য ভুল থাকলে তা সংশোধন করা ইত্যাদির জন্য এজেন্টের কাছে ধরনা দিতে হবে না।
১০. নিজেই ঘরে বসে সেই কাজ করতে পারবেন।
যেকোনো ইনস্যুরেন্স পলিসি করে মাঝপথে ছেড়ে দিলেও পুরো টাকা ফেরত পাবেন। নতুন নিয়ম চালু হচ্ছে।
তবে সকল ধরনের বীমা পরিকল্পনা গ্রাহকদের সুবিধার কথাই চিন্তা করেছে IRDAI. এমনটা নয় যে বাধ্যতামূলকভাবে Insurance Policy করলেই E Insurance Account খুলতে হবে সকলকে। যারা স্মার্টফোন ব্যবহার জানেন না বা স্মার্টফোন নেই তারা আগের মত কাগজের নথি নিয়ে কাজ চালাতে পারবেন এখনো। আপনি যদি চান অপশনাল হিসেবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন তাতে সুবিধা হবে আপনারই।
যদিও যেকোনো ধরনের Insurance Policy বা বীমা পরিকল্পনার নিয়ম বিভিন্ন ধরনের হয়। তাই যেকোনো বীমা করার আগে সমস্ত নিয়ম কানুন, সুবিধা অসুবিধা জেনে তারপর বীমা চুক্তিপত্রে (Policy Aggrement) এ স্বাক্ষর করা উচিত। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
Income Tax এর নতুন নিয়ম চালু হলো। না মানলে একাউন্ট ফাঁকা হবে।