Apon Bangla Card: কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, জেনে নিন।
অবশেষে সরকারীভাবে আপন বাংলা কার্ড বা Apon Bangla Card এর উদ্বোধন হলো। আপন বাংলা কার্ড বা আমার বাংলা কার্ড (Amar Bangla Card) নামেও অনেকে চিনতে পারেন। রাজ্য সরকার ইতিমধ্যেই Apon Bangla পোর্টালের উদ্বোধন করেছে। আর এবার থেকে এখানে রেজিস্টার করে এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারেন। তবে কাদের জন্য এই প্রকল্প, কি কি সুবিধা রয়েছে, এই সমস্ত তথ্য জেনে তারপর আবেদন করার যোগ্য হলে আবেদন করতে পারেন।
রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর মূল লক্ষ্য হলো কর্মসংস্থান (Employment) এবং রাজ্যে বিনিয়োগ নিয়ে আসা (Investment) সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। শিল্প সম্মেলন থেকে শুরু করে অন্যান্য রাজ্য তথা বাইরের শিল্পপতিরাও যাতে এখানে বিনিয়োগ করেন, সেই কারণে সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন শিল্প তৈরি হলে বা ব্যবসায় বিনিয়োগ বাড়লে, স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। আর নতুন কর্মসংস্থান তৈরি হলেই রাজ্যের বেকার যুবক-যুবতীরা কাজ পাবেন। তার ফলে আর্থিকভাবে সারা রাজ্যের একটা উন্নয়ন সম্ভব হবে। আর সেটাই এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য।
সেই কারণে এবার প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ পরিচয়পত্র দেওয়ার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু করা হয়েছে।
আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আপন বাংলা, আর এর ফলে যে পরিচয় পত্র দেওয়া হবে তার নাম Apon Bangla Card বা আপন বাংলা কার্ড, অনেকে আবার একে আমার বাংলা কার্ড (Amar Bangla Card) নামেও অবিহিত করছেন। প্রবাসী বাঙালি এবং অনাবাসী ভারতীয়দের রাজ্যের বিনিয়োগ মানচিত্রে আগ্রহ তৈরি করার লক্ষ্যে তাদের জন্য আপন বাংলা কার্ড (Apon Bangla Card) ইস্যু করা হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্য সরকার আপন বাংলা নামে একটি পোটাল (Apon Bangla Portal) চালু করেছে। যে পোর্টালে গিয়ে এই আপন বাংলা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে এই আপন বাংলা কার্ড প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপন বাংলা কার্ডের (Apon Bangla Card) মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রবাসী বাঙালিদের মধ্যে যারা বিভিন্ন বাণিজ্য সম্মেলনে হাজির হতে ইচ্ছুক, তারা খুব সহজেই এই কার্ডের মাধ্যমে উপস্থিত থাকতে পারবেন।
বিদেশে বসবাসকারী অনেক বাঙালি পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে চান। রাজ্য সরকার সেই সমস্ত প্রবাসী বাঙালিদের এই বিশেষ পরিচয় পত্র আপন বাংলা কার্ড দেওয়ার মাধ্যমে বিনিয়োগের পথকে আরো প্রসারিত করতে চাইছে।
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আপন বাংলা পোর্টাল চালুর পাশাপাশি প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হবে। যাতে তাদের কোনোরকম অসুবিধা না হয়। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit), কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন শিল্প সম্মেলনের অনুষ্ঠানে এই কার্ডের মাধ্যমে প্রবেশ করা যাবে। রাজ্য সরকারের তরফে তাদের এই অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রকল্পে নাম আছে কিন্তু সময় হয়ে গেলেও টাকা আসেনি একাউন্টে? এখনি চেক করুন।
আপন বাংলা কার্ডে (Apon Bangla Card) অনাবাসী ভারতীয়দের যাবতীয় তথ্য উল্লেখ করা থাকবে। তাদের যেভাবে পাসপোর্ট নম্বর থাকে, তার পাশাপাশি পৃথক রেজিস্ট্রেশন নম্বরও তাদের দেওয়া হবে। এছাড়াও তিনি কোন দেশের বাসিন্দা, সেটাও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। যে সমস্ত প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা Apon Bangla Card বা আপন বাংলা কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে চাইবেন, তারা আপন বাংলা পোর্টালে নিজেদের সমস্ত তথ্য দিয়ে নাম নথিভুক্ত করলে পরিচয় পত্র তৈরি হয়ে যাবে।
রাজ্যে যাতে আগামীদিনে শিল্পে, বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ আসে, আর তার ফলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়, সেইদিকে নজর দিয়েই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। Apon Bangla Card চালু হলে যে সমস্ত পরিবারের মানুষেরা বিদেশে কাজের জন্য থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর রাজ্যে বিনিয়োগ এলে বাংলার মানুষ কাজ পাবে।
Written by Rajib Ghosh.