LPG Cylinder – রান্নার গ্যাস সিলিন্ডারে জল মেশাচ্ছে। সাবধান, কিভাবে বুঝবেন সঠিক গ্যাস আছে কিনা?

এমনিতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি বা LPG Price increase নিয়ে অস্থির সাধারণ মানুষ। আর এবার LPG Cylinder বা রান্নার গ্যাস সিলিন্ডারের ভেতরেও মিলল দুর্নীতির ছাপ। সরকারের তরফ থেকে যে গ্যাস ডেলিভারি দেওয়া হচ্ছে, তাতে গ্যাস নয়, বরং থাকছে জল। অনেকেরই সঙ্গে এমন দুর্নীতি হতে দেখা গেছে সম্প্রতি। আপনিও কি এমাসে সিলিন্ডার নিয়েছেন? তাহলে এখনি খবরটি পড়ে নিয়ে সতর্ক হয়ে যান, আর দেরি না করে চেক করে নিন নিজের সিলিন্ডার।

Water comes out from LPG cylinder

রান্নার গ্যাস সিলিন্ডারের ভেতরে পুরো গ্যাস ভর্তি না করে জল মিশিয়ে দেওয়ার মতো ঘটনার হদিশ মিলেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায়। এই অদ্ভুত ঘটনার কারণে এলাকায় স্থানীয়দের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্যাস গ্রাহক তরুণ চক্রবর্তী কৃষ্ণগঞ্জ এলাকার স্থানীয় গ্যাস অফিস থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বা LPG Cylinder বুক করেছিলেন এমাসে। যথারীতি সেই সিলিন্ডার তার বাড়িতে ডেলিভারি করা হয়। এরপর সিলিন্ডার লাগানোর সময়েই নজরে আসে ঘটনাটি।

পাইপের সঙ্গে সিলিন্ডার ফিট করার পর যখন তিনি গ্যাস জ্বালতে যান, দেখতে পান গ্যাস জ্বলছে না। এরপর সিলিন্ডারটি নাড়ানোর পর ভিতরে জল ছলছল করার শব্দ পান তিনি। অবশেষে সিলিন্ডারের মুখে পেরেক দিয়ে দেখেন, সত্যিই জল বের হচ্ছে।

এই ঘটনা এলাকাবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তরুণ চক্রবর্তী তৎক্ষণাৎ স্থানীয় গ্যাস অফিসে যোগাযোগ করেন এবং গ্যাস ডেলিভারিম্যান এসে সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে যান। পরিবর্তে নতুন একটি LPG Cylinder প্রদান করা হয়।
গ্যাস অফিসের কর্মীদের মতে, সিল করা সিলিন্ডারে জল কিভাবে প্রবেশ করল, তা তাদের জানা নেই। এই বিষয়টি অফিসে রিপোর্ট করা হবে বলে জানানো হয়। যদিও রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে জল পাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে জলপাইগুড়ি ও বর্ধমানে পাওয়া গেছে। তাই এই ব্যাপারে সতর্ক প্রশাসন।

গ্যাসের দামের ঊর্ধ্বগতিতে (LPG Price Hike) মধ্যবিত্তের জীবনে ইতিমধ্যে প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে গ্যাসের পরিবর্তে সিলিন্ডার থেকে জল বের হওয়ার ঘটনায় গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গত কয়েক বছরে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
এই ঘটনার ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ এবং হতাশা আরও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন এবং গ্যাস কোম্পানির পক্ষ থেকে বিষয়টি দ্রুত তদন্ত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিনামূল্যে Jio থেকে BSNL এ পোর্ট করার সুযোগ। মোবাইল রিচার্জের খরচ অর্ধেক কমে যাবে।

গ্রাহকদের কি করণীয়?

এমনিতেই সরকারি নির্দেশ রয়েছে, প্রতিবার LPG Cylinder ডেলিভারি বয় এর কাছ থেকে রান্নার গ্যাস বুঝে নেওয়ার সময়ে সিলিন্ডার ওজন করে নিতে হবে। আর সিলিন্ডারের ভেতরে যদি সম পরিমান গ্যাস না দিয়ে সম পরিমান জল দেওয়া হলে সাধারণ গ্রাহক বুঝবেন কিকরে?
সেক্ষেত্রে রান্নার গ্যাস সিলিন্ডার উপর থেকে ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে দিলে যতটা গ্যাস আছে, ততটা কাপড় ভেজাই থাকবে। আর সঠিক ওজনে গ্যাস থাকলে পুরো কাপড় ভেজাই থাকবে।

আরও পড়ুন, রাস্তার ধারে দোকান থাকলেই ১০০০০ টাকা দিচ্ছে সরকার। কিভাবে এই টাকা পাবেন, জেনে নিন।

তবে ভেতরে জল থাকলে কাপড় শুকিয়ে যাবে। আর এইভাবেই রান্নার গ্যাস সিলিন্ডারে জল থাকলে ধরে নেওয়া যাবে। এছাড়া এই ধরনের আরও তথ্য জানতে গ্যাস অফিসে যোগাযোগ করুন। তবে বর্তমানে LPG Gas Connection এর eKYC প্রক্রিয়া চলছে। eKyc করতে চাইলে এখানে ক্লিক করুন। যারা এখনও করেন নি তারা না করলে রান্নার গ্যাস বুক করতে সমস্যা হতে পারে। এই ধরনের আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment