Bank Interest Rates – ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে SBI সহ একাধিক ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত, বাড়তে চলেছে সুদের হার।
একদিকে যেমন দ্রব্যমুল্য বৃদ্ধি অন্যদিকে ব্যাঙ্কের সুদের হার (Bank Interest Rates) ক্রমে ক্রমে কমতে থাকায়, একেবারে তলানীতে এসে পৌঁছেছে। তবে এই মুহূর্তে স্বস্তি দিয়ে কয়েকটি ব্যাংক নতুন অর্থ বর্ষের শুরুতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিলো। বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
ইতিমধ্যেই সংবাদ সুত্রে জানা গেছে, স্থায়ী আমানত অর্থাৎ Fixed Deposit এর সুদের হার (Bank Interest Rates) বৃদ্ধি করল এসবিআই (SBI), আইসিআইসিআই (ICICI) এইচডিএফসি (HDFC) সহ একাধিক ব্যাঙ্ক। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
জানা গিয়েছে, বেসরকারি ব্যাঙ্ক গুলি তাদের আমানতের হার অত্যাধিক বৃদ্ধি করায় সঞ্চয়কারীরা সরকারি ব্যাঙ্কের বদলে বেসরকারি ব্যাঙ্কেই তাঁদের টাকা গচ্ছিত রাখতে বেশি তৎপর। এই কারণে বেসরকারি ব্যাঙ্কগুলি থেকে আমানতকারী তথা ঋণদাতাদের সরকারি ব্যাঙ্কমুখী করে তুলতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি এই লক্ষ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এই সপ্তাহের শুরুতে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) দু’বার আমানতের হার বাড়িয়েছে (Bank Interest Rates)। স্থায়ী আমানতের হার বৃদ্ধির কারণ হিসাবে ব্যাঙ্কগুলির দাবি, ইতিমধ্যেই ঋণদাতারা নন-ব্যাঙ্কিং (NBFC) আর্থিক সংস্থাগুলির দিকে ঝুঁকে পড়ছে। ফলে সমস্যায় পড়েছে সরকারি ব্যাংক গুলো। তাদের কোষাগার প্রায় তলানিতে এসে ঠেকেছে। আমানত বৃদ্ধির এই প্রতিযোগিতায় স্বভাবতই নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা গুলির থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে সরকারি ব্যাঙ্কগুলি (Bank Interest Rates)। শুধুমাত্র স্থায়ী আমানতের হার বৃদ্ধিই নয়, সুদের হার ও যে তার সঙ্গে বাড়তে পারে সে ইঙ্গিতও স্পষ্ট মিলেছে।
এ বিষয়ে সম্প্রতি নন- ব্যাঙ্ক ঋণদাতা সংস্থাগুলির এক উচ্চপদস্থ কর্মকর্তা সাফ জানিয়েছেন, বর্তমানে আমানতকারীদের টাকায় চলতে থাকা নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি আমানতের ও সুদের হার একাধিক বার বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্তের জন্য আগামী অর্থবর্ষের আগে আমানতকারীরা তাদের স্থায়ী আমানতের বিষয়টি পুনঃর্বিবেচনা করবেন বলেও তিনি জানিয়েছেন। Bank Interest Rates
এরমধ্যে এসবিআই তাদের আমানতের হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কও একই হার বৃদ্ধি করেছে। এমনকী এসবিআই দু’কোটি টাকার নিচে স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে।
পোষ্ট অফিসের কোন স্কীমটি আপনার জন্য উপযুক্ত, কোন স্কীমে টাকা রাখলে