আপনার কি ব্যাংক একাউন্ট (Bank Account) রয়েছে? তবে এই খবরটি অবশ্যই জেনে নেওয়া দরকার। বন্ধ হয়ে যেতে পারে বহু মানুষের ব্যাংক একাউন্ট। ব্যাংকে যদি একাউন্ট থাকে তাহলে প্রত্যেক কে মানতে হবে এই নিয়ম। নয়তো নিষ্ক্রিয় করে দেয়া হবে তার একাউন্ট। আমরা ব্যাংক একাউন্ট খুলি টাকা পয়সা জমা রাখার জন্য। প্রায় সকলেরই কম বেশি সঞ্চয় থাকে। তাই যদি একাউন্ট বন্ধ হয়ে যায় তো সমস্ত টাকা পয়সা চোট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
Bank Account Will be Closed or Dormant for Inactivity of Transaction
আপনি যদি নিজের Bank Account টি বাঁচাতে চান তবে দ্রুত সাবধান হয়ে যান। এখনো সময় রয়েছে। একাউন্ট রক্ষা করতে হলে কি নিয়ম মানতে হবে সেটা দ্রুত জেনে নিন। আপনার যদি ব্যাংকে একাউন্ট বা সেভিংস একাউন্ট থাকে এবং বহুদিন সেটিকে ব্যবহার না করেন তখন আস্তে আস্তে একাউন্টটি ফ্রিজ হয়ে যেতে শুরু করে।
Dormant Bank Account Transaction Update.
অর্থাৎ ব্যাংকে নিয়মিত লেনদেন না করলে বন্ধ বা সাময়িক ভাবে বন্ধ হতে পারে একাউন্ট। আর এই একাউন্ট গুলিকে বলা হয় Dormant Account.
এই পরিস্থিতিতে আপনার Bank Account যা যা সুবিধা ছিল সেই সব বন্ধ হয়ে যায়। একাউন্টে আর সুদ দেওয়া হয় না, কোন ডিপোজিট বা উইথড্রয়াল করতে পারেন না আপনিও আরো নানান সমস্যা তৈরি হয়। আর এখনকার দিনে একটা Savings Account বা ব্যাংক একাউন্ট ছাড়া কোন প্রকারের আর্থিক লেনদেন করা কারোর পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য সকলের উচিত যে নিজেদের একাউন্ট বাঁচানোর নিয়ম জেনে নেওয়া।
How Bank Account is Converted To An Dormant Account?
অনেক মানুষই ব্যাংক একাউন্ট খোলেন। কিন্তু তা ব্যবহার করেন না। এই ঘটনা বেশি দেখা যায় খুব গরিব অথবা খুব ধনীদের ক্ষেত্রে। যারা দীন দরিদ্র মানুষ তারা কি করেই বা একাউন্টে টাকা রাখবেন? আবার অন্য দিকে যারা কোটিপতি তাদের একটি বদলে ৩-৪ টে Bank Account থাকে। কিন্তু সব গুলিতে সমানভাবে লেনদেন (Online Transaction) করেন না। তাই দুই ক্ষেত্রেই নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে সেই সমস্ত একাউন্ট গুলি।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম (RBI Rules) অনুযায়ী, যদি কোন Bank Account দু বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে তখন সেটিকে বন্ধ করে দেয় ব্যাংক। আর সময় সময় যদি ১০ বছর পেরিয়ে যায় তখন সেই একাউন্টে জরিমানা কাটে RBI. তবে যাদের একাউন্টে নূন্যতম ব্যালেন্স (Savings Account Minimum Balance) না থাকে, তবে তাদের থেকে জরিমানা নেওয়া হয় না।
তবে এছাড়াও অনেকেই ব্যাংকে আধার লিঙ্ক (Bank Account Aadhaar Link) অথবা KYC Update তথ্য আপডেট করেন না। মনে রাখবেন তাদের একাউন্ট গুলিও কিন্তু নিষ্ক্রিয় (Account inactive) বলে মনে করা হয়। আর এখনো অনেক মানুষ নিজেদের ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করেননি, এবারে তাদের সেভিংস একাউন্টও (Savings Account) এই বন্ধের তালিকায় চলে আসতে পারে।
How To Secure Your Bank Account
আপনার Bank Account যদি নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে ব্যাংক আগে আপনাকে SMS, লেটার কিংবা ইমেইল মারফত বিষয়টি জানাবে। এরপর আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। যদি কেওয়াইসি আপডেট না করার জন্য একাউন্ট বন্ধ হয়ে যায় তখন ব্যাংক সেটি আপনাকে বলবে। দ্রুত নিজের ডকুমেন্টস জমা করে কেওয়াইসি আপডেট (Savings Account KYC Update) করে নিন। একাউন্ট আবার ফিরে পাবেন।
ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে MSME ঋণের জন্য অনলাইনে আবেদন করবেন?
যদি লেনদেন না করার জন্য Bank Account বন্ধ হয়ে যায় তখন আপনাকে পুনরায় লেনদেন চালু করে একাউন্টটি সক্রিয় করতে বলবে। এক্ষেত্রে আপনি সেই মুহূর্তে কিছু টাকা জমা করে দিলে আপনার একাউন্টটি পুনরায় চালু হয়ে যাবে। তবে মনে রাখবেন যদি আপনি ব্যাংকের নোটিশ পেয়েও বিষয়টিকে এড়িয়ে যান বা লেনদেন না করেন, তখন কিন্তু ব্যাংক বাধ্য হবে আপনার একাউন্ট দিয়ে বন্ধ করে দিতে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন। এবং কোনও মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট অপশনে কমেন্ট করুন। এবং অর্থনৈতিক আরও তথ্যের জন্য EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন,
রোজগার না থাকলেও, এইভাবে বিনা বিনিয়োগে কোটিপতি হওয়ার উপায় জেনে নিন।
40 কোটি দেশবাসীকে স্বপ্নপূরণের জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে। বড় ঘোষণা মোদী সরকারের।
পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ব্যাংক একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?