কন্যাশ্রী-যুবশ্রী, সবুজ সাথী, ১০০ দিনের কাজের পর ফের জাতীয় স্তরে প্রশংসিত হল রাজ্যের আরও একটি প্রকল্প। জিও ট্যাগিংয়ে দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করল বাংলার বাড়ি প্রকল্প। গতকাল এই মর্মে নবান্নে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি পৌঁছতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্নে তিনি বলেন, এটি খুব গর্বের বিষয়। ১০০ দিনের কাজের পাশাপাশি এবার বাংলার বাড়ি প্রকল্পও দিল্লিতে প্রশংসিত হল। উল্লেখ্য, এই প্রকল্পে দেশে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ও তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেশ কয়েকটি প্রকল্প এর আগেও জাতীয় স্তরে ব্যাপক সাড়া ফেলেছিল। কন্যাশ্রী-যুবশ্রী, সবুজ সাথী, ১০০ দিনের কাজের পাশাপাশি এবার বাংলার বাড়ি প্রকল্পও প্রশংসা কুড়িয়ে নিল। শহরাঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পটি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছিল। গ্রামাঞ্চলে এই প্রকল্পেরই অপর নাম বাংলা আবাস যোজনা। এর দায়িত্বে রয়েছে পঞ্চায়েত দপ্তরের। ইতিমধ্যে বাংলার বাড়িতে দেড় লাখ বাড়ি তৈরি হয়েছে। রাজ্যের লক্ষ্যমাত্রা সাড়ে ৪ লাখ। প্রতিটি বাড়ি তৈরির জন্য খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। আর কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা। বাকি টাকা অর্থাৎ ২৫ হাজার টাকা দিতে হয় সংশ্লিষ্ট বাড়ির মালিককে।