Bandhan Bank Loan – বন্ধন ব্যাংক গ্রাহকদের সুখবর।
আপনার যদি বন্ধন ব্যাংকে একাউন্ট (Bandhan Bank Loan) থেকে থাকে আপনার জন্য সুখবর। চলতি অর্থ বর্ষে ফের বাড়লো সুদের হার, এছাড়াও লোন নিয়ে আরও কি কি সুবিধা পাবেন, জেনে নিন বিস্তারিত।
ব্যাংকগুলো একের পর এক সুদের হার বৃদ্ধি করেছে। বিভিন্ন ধরনের প্রকল্পে তারা গ্রাহকদের বেশি পরিমানে সুদ দিচ্ছে। রিজার্ভ ব্যাংক রেপো রেট বৃদ্ধি করার পর থেকেই সমস্ত ব্যাংক গ্রাহকদের ফিক্সড ডিপোজিট, অন্যান্য আমানতে (Bandhan Bank Loan) সুদের হার বাড়িয়ে দিয়েছে। এবার গ্রাহকদের জন্য সুদের হার বাড়াল বন্ধন ব্যাংক।
2 কোটি টাকার নিচে আমানতকারীদের জন্য সুদের হার বাড়ানো হয়েছে। বন্ধন ব্যাংক এর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। FD- এর ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। অন্যান্য আমানত এবং সঞ্চয়ী প্রকল্পেও সুদবৃদ্ধি করেছে বন্ধন ব্যাংক। সাধারণ গ্রাহকেরা এই মুহূর্তে সুদ বৃদ্ধির পর 3 শতাংশ থেকে 5.7 শতাংশ সুদ পাবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকেরা 3.75 শতাংশ থেকে 6.35 শতাংশ সুদ পাবেন। (Bandhan Bank Loan)
7 দিন থেকে 30 দিনের আমানতে সুদ পাবেন 3 শতাংশ।
31 দিন থেকে 2 মাস পর্যন্ত মেয়াদি আমানতে সুদ পাবেন 3.50 শতাংশ।
2 মাস থেকে 1 বছর সময় কাল পর্যন্ত মেয়াদী আমানতে সুদ পাবেন 4.50 শতাংশ।
1 বছর থেকে 2 বছরের কম সময়ের জন্য মেয়াদী আমানতে সুদ পাবেন 6.25 শতাংশ।
এছাড়াও বন্ধন ব্যাংক বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প সুদের হার বাড়িয়েছে। তবে প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে 0.75 শতাংশ বেশি সুদ পাবেন।
আরো পড়ুন, Jio Airtel কে টক্কর দিতে টেলিকম ব্যাবসায় আদানি, টানা 2 বছর 5G ফ্রি দেবে নতুন সংস্থা।
এছাড়া বন্ধন ব্যাংকে লোনের (Bandhan Bank Loan) প্রক্রিয়া আরো সহজ করার পরিকল্পনা রয়েছে। ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর বাবু জানান দেশের প্রতিটি কোনায় প্রান্তিক নাগরিকেরা যেন সহজ সর্তে ঋণ (Bandhan Bank Loan) পায়, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাই ব্যাংকের অন্যতম লক্ষ্য। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.
পোস্ট অফিসে মাত্র 67 টাকা করে জমিয়ে মেলে প্রায় 1.5 লাখের রিটার্ন। কিভাবে?