Arrear DA News For WB Govt Employees. সাধারন রাজ্য সরকারী কর্মীরা ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য মামলা চালিয়ে যাচ্ছে। বকেয়া ডিএ তো দূর অস্ত। ডিএ ছাড়া পে কমিশন চালু হয়। সেই ডিএ মামলা এখনও চলছে। তবে পুজোর আগে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।
শনিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দুই বিদ্যুৎ সংস্থার আবেদন খারিজ করে বিচারপতি রাজ শেখর মান্থর সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল। ফলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মাফিক ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিদ্যুৎ সংস্থাগুলির কর্মীদের কেন্দ্রীয় হারে প্রাপ্য বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা (Arrear DA) মিটিয়ে দিতে হবে৷ আদালত আরো জানায়, বিদ্যুৎ সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ চাইছে না৷ তারা আর্থিক অনটনের অজুহাত দেখালেও তাদের ব্যালান্স সিট অন্য কথা বলছে৷ দেখা গিয়েছে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা এই সময়ের মধ্যে যথেষ্ট আর্থিক লাভ করেছে। ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদের কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা কেন্দ্রের হারেই মিটিয়ে দিতে হবে। প্রসঙ্গত বিদ্যুৎ কর্মীদের বেতন আর সাধারন অন্যান্য সরকারী ও সরকারী সাহায্যপোষিত কর্মীদের নিয়মে হয়না।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ ফ্রিজ ছিল, করোনা পরিস্থিতিতে। এবং তা নিয়ে বিরোধীরা বার বার ইস্যু করলেও, কেন্দ্র সেই বকেয়া ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে। কিন্তু সাধারন রাজ্য সরকারী কর্মীদের পক্ষে রায় হলেও বার বার গরিমিসি করছে রাজ্য, বলে অভিযোগ মামলাকারী সরকারী কর্মীদের।