চালু হলো দেশের কৃষকদের জন্য বিশেষ প্রকল্প। PM Fasal Bima Yojana CSC বা PMFBY তে আবেদন করলেই মিলবে ২ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকার আগেই কৃষকদের উন্নতির স্বার্থে নানা ধরনের কল্যানকর প্রকল্প চালু করেছে। যার মধ্যে কিষাণ সম্মান নিধি যোজনা, কিষান ক্রেডিট কার্ড, কৃষি বিকাশ যোজনা ও আরো অনেকগুলো রয়েছে। এরকমই একটি দুর্দান্ত কৃষিভিত্তিক স্কিমের কথা সামনে এসেছে বর্তমানে। যার কথা শোনার পর হাসি ফুটতে চলেছে দেশের সকল কৃষকদের মুখে। কি এই যোজনা? কোন কৃষকদের জন্য? কিভাবে আবেদন করবেন? জেনে নিন আজকের প্রতিবেদনে।
PM Fasal Bima Yojana Scheme
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কি?
মূলত কৃষকদের নিরাপত্তা ও কৃষি পণ্যের নিরাপত্তার স্বার্থে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (फसल बीमा योजना). একে PMFBY Crop Insurance, PMFBY Fasal Bima প্রভৃতি নামে পরিচিত। এই প্রকল্পের আওতায়, কৃষকরা যদি খরা, বন্যা, ঝড়, জীবাণু আক্রমণ, ইঁদুরের উপদ্রব, আগুন, বা অন্য কোন কারণে তাদের ফসল হারিয়ে ফেলেন, তাহলে তারা ক্ষতিপূরণ পাবেন। যার ফলে কৃষকেরা নিশ্চয়তা ও আর্থিক সুরক্ষা পেতে পারেন।
কত টাকা পাওয়া যাবে?
১. এই যোজনা অনুযায়ী, একজন কৃষক সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত বীমা পেতে পারবেন।
২. কৃষকের জমির হেক্টর প্রতি ১৪,৭০০ টাকা করে বীমা প্রদান করা হবে।
৩. এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের মোট টাকার ৫-৭ শতাংশ প্রিমিয়াম জমা করতে হবে বছরে।
কোন কৃষকরা আবেদন করতে পারবেন?
১. ভারতের স্থায়ী নাগরিক হতে হবে
২. যাদের কিষাণ মিত্র সহায়তা সংগঠনে নাম রয়েছে
৩. যাদের নিজস্ব ব্যাংক একাউন্ট রয়েছে।
আরও পড়ুন, কৃষকবন্ধুদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির টাকা ঢুকছে। এখানে ক্লিক করে দেখে নিন।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ফর্ম ফিলাপ
কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে, PMFBY এর অফিসিয়াল ওয়েবসাইট PM Fasal Bima Yojana Portal এ যেতে হবে।
২. রেজিস্ট্রেশন করে নিজের বিবরণ দিতে হবে।
৩. ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪. লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
৫. প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে।
আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনি নোটিফিকেশন পাবেন। এবং একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন থেকে নিজের একাউন্ট দেখতে পাবেন। এবং আপনার আবেদনের স্থিতি বা Application Status Check করতে পারবেন। এবং কত টাকা প্রিমিয়াম হিসাবে দিতে হবে, সেই তথ্য ও জানতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই আপনার নামে কতটুকু জমি আছে, সেটা নিশ্চিত হয়ে নেবেন।
এই বিষয়ে আরও তথ্যের জন্য আপনার ব্লকের কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। সরকারি প্রকল্পের বিভিন্ন খবর পেতে এখানে ক্লিক করুন। এছাড়া নিয়মিত প্রয়োজনীয় আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.