বর্তমান সময়ে ভারতবাসীর কাছে নাগরিকত্বের পরিচয় হলো আধার কার্ড। কিন্তু এবারে APAAR Id নামে এক নতুন পরিচয়পত্র নিয়ে আসা হল সরকারের তরফে। কিন্তু এখনো পর্যন্ত আধার কার্ডের (Aadhaar Card) 12 ডিজিটের নম্বরটি এখন ভারতবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংক, পোস্ট অফিস বা মোবাইলের সিম কার্ড নিতে গেলে এই আধার কার্ড বাধ্যতামূলক। তবে এবার আধার কার্ডের আদলেই তৈরি হবে আপার আইডি কার্ড। এই APAAR Id কার্ড না করালে দেশবাসী কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন।
APAAR Id Apply Process And Benefits.
কেন হঠাৎ করে কেন্দ্র সরকার কেন এই APAAR Id এর উদ্ভাবন ঘটালেন? এই কার্ডের মাধ্যমে কি সুবিধা পাওয়া যেতে পারে? কারা কারা এই কার্ডের মাধ্যমে সুবিধা পাবেন? এই কাজ যদি না করা হয় তাহলে কি কি সুবিধা থেকে বঞ্চিত হবে নাগরিকগন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আমরা সকলেই ভারত সরকারের ‘এক দেশ এক পরিচিতি’ প্রকল্পটির নাম শুনেছি।
এক দেশ এক পরিচিতি প্রকল্পের সবথেকে বড় প্রমাণ হল আধার কার্ড। এই আধার কার্ডের মাধ্যমে ভারতবর্ষের এক নাগরিক দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সরকারি সুবিধা পেতে পারেন। ‘এক দেশ এক পরিচিতি’ এর মধ্যে রেশন কার্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে রেশন কার্ড কে অন্তর্ভুক্ত করার ফলে একজন ভারতবর্ষের নাগরিক দেশের যে কোনো প্রান্তে গিয়েই ওই রেশন কার্ডের মাধ্যমে রেশনের সুবিধা পেতে পারেন। আর এই APAAR Id কার্ডও সেই পথের দিশারি বলে অনেকেই মনে করছে।
ঠিক এই রকমই আরেকটি কার্ড তৈরীর ব্যাপারে কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে সেই কার্ডটির নাম APAAR Id কার্ড।আপার কার্ডের সম্পূর্ণ অর্থ হল Automated Permanent Academic Account Registration। কিছুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে এই আপার কাঠ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু মানুষের জন্য এই আপার কআর্ড বাধ্যতামূলক হতে পারে পরবর্তীকাল।
আধার কার্ড যেমন ভারতের নাগরিকত্বের পরিচয় দেয় ঠিক তেমনি আপার কার্ড শিক্ষার্থীদের পড়ুয়া হিসেবে পরিচিতি দেবে। শিক্ষার্থীরা যখন প্রথম স্কুল জীবনে পদার্পণ করবে তখনই এই APAAR Id কার্ড করানোর সময় আসবে। অতএব বোঝাই যাচ্ছে যে এই কার্ড শুধুমাত্র শিক্ষার্থীদের ক্ষেত্রেই প্রয়োজনীয় হতে চলেছে। আপার কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য সরকারের পোর্টাল UDISE তে জানা যাবে। কি কি কাজে লাগবে আপার কার্ড?
- আধার কার্ডের মতো আপার কার্ডেও ১২ ডিজিটের একটি নম্বর থাকবে। এই কার্ডের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পড়াশুনা সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে।
- সরকারি কোনো স্কলারশিপ বা চাকরির ক্ষেত্রে এই কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।
- এই কার্ডে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত সমস্ত তথ্য যেমন ছাত্র বা ছাত্রীদের কোন গ্রুপের রক্ত, জন্মের তারিখ কত, বয়স কত সমস্ত তথ্য আপলোড করা থাকবে।
GP Birla Scholarship – কারা কারা স্কলারশিপ পাচ্ছেন, মেরিট লিস্ট ও তালিকা দেখে নিন।
APAAR Id কার্ডের মাধ্যমে দেশের সকল পড়ুয়াদের ঠিক কি ধরণের সুবিধা প্রদান করা হবে সেই নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে কোন কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু বর্তমানে এই APAAR Id কার্ড বাধ্যতামূলক না হলেও আগামী দিনে এর গুরুত্ব আরও বৃদ্ধি পেটে পারে। আর এই কারণের জন্যই সকলের উচিত যে এই কার্ড অবিলম্বে নিজেদের বাচ্চাদের জন্য বানিয়ে নেওয়া।
Written By Nupur Chattopadhyay.
RBI Rules – নিয়ম না মানায় 5টি ব্যাংক কে কড়া শাস্তি। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ব্যাংক।