পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB Bank) গ্রাহকদের জন্য জরুরী ঘোষণা, নিজের সুরক্ষার্থে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন।
সম্প্রতি অফিসিয়াল নোটিফিকেশন করে PNB Bank কতৃপক্ষ জানিয়েছে নির্দিষ্ট সংখ্যক গ্রাহক আর তাদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না যদিনা ব্যাংকের এই নির্দেশিকা ফলো না করেন।
কবে থেকে নতুন নিয়ম কার্জকরঃ
চলতি মাসের ১২ তারিখ থেকেই তাদের এই সমস্যা শুরু হতে চলেছে। ইতিমধ্যেই যেসমস্ত গ্রাহকের লেনদেন বন্ধ করা হবে তাদের মেসেজ পাঠানো হয়েছে। তবে অনেকেরই আগের মোবাইল নম্বর পরিবর্তন করেছেন কিম্বা চালু নেই। তাই অনেকেই হয়তো বার্তা টি পান নি। এখনও পর্যন্ত বহু গ্রাহকের KYC Status Pending রয়েছে। RBI এর নির্দেশে PNB Bank কতৃপক্ষ অফিসিয়ালি টুইট করে সমস্ত গ্রাহকদের উদ্দ্যেশ্যে জানানো হয়েছে।
PNB Bank এর গ্রাহকদের কি করতে হবে?
যাদের Punjab National Bank এ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, আগামী সপ্তাহ থেকে অ্যাকাউন্টে লেনদেন করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। PNB ব্যাংক এর তরফে বলা হয়েছে, যারা এখনো পর্যন্ত ৬ মাস পর পর KYC Update করেননি, তারাই অ্যাকাউন্টের লেনদেনে অসুবিধার সম্মুখীন হবেন। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী পাঙ্কাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের কেওয়াইসি ১২ ডিসেম্বর ২০২২ এর মধ্যে আপডেট করতে হবে।
PNB Bank এর তরফে টুইটে বলা হয়েছে, ব্যাংকের গ্রাহকদের যদি ৩০শে নভেম্বর ২০২২ এর মধ্যে KYC Update করা বাকি থাকে তাহলে হোম ব্রাঞ্চ বা স্থানীয় শাখায় গিয়ে ১২ ই ডিসেম্বর ২০২২ এর আগে কেওয়াইসি আপডেট করার জন্য জানানো হচ্ছে। তা না হলে অ্যাকাউন্টের সমস্ত ধরনের Transaction বা লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। RBI এর নির্দেশিকা অনুযায়ী, সমস্ত গ্রাহকদের KYC আপডেট করতে হবে।
PNB এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি এখনো পর্যন্ত আপডেট বাকি রয়েছে, সেই সমস্ত গ্রাহকদের ঠিকানায় এবং মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। PNB Bank এর Social Media অ্যাকাউন্টে ২০ এবং ২১ নভেম্বর ২০২২ এ KYC Updatation নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে জারি হল নতুন নিয়ম, না জানলে বিপদে পড়বেন।
KYC Update করার জন্য গ্রাহকদের অ্যাড্রেস প্রুফ যেমন আধার, বা ভোটার কার্ড,বিদ্যুত বিল, টেলিফোন বিল। আইডি প্রুফ যেমন প্যান, ও আধার কার্ড। এছাড়া ২ কপি ফটো, চালু মোবাইল নম্বর ব্যাঙ্কের শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে দিয়ে আসতে হবে। email এর মাধ্যমেও এই কাজটি করা যেতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি ব্যাংক মার্জ হয়ে PNB Bank হয়েছে, তাই আগের গ্রাহকদের পুনরায় KYC দিতে হবে। যারা এখনও জমা দেন নি, তারা অবশ্যই ১২ তারিখের আগে জমা দেবেন। এই প্রতিবেদনটি সকলকে শেয়ার করার অনুরোধ রইলো। এবং ব্যাংকিং পরিষেবা ও বিভিন্ন জরুরী খবর পেতে EK24 News ফলো করুন। কোনও মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Written by Rajib Ghosh.
Very good attitude.