Airtel Recharge Plans – ফের বাড়লো রিচার্জের খরচ।
গ্রাহকদের মাথায় ফের চিন্তা পূনরায় বাড়ছে এয়ারটেল (Airtel) টেলিকম কোম্পানির রিচার্জের (Airtel Recharge Plans) দাম। এই টেলিকম সংস্থাগুলো গতবছর থেকেই সমস্ত রিচার্জ প্ল্যান গুলোর দাম বৃদ্ধি করে চলেছে। শুধুমাত্র বিএসএনএল ( BSNL ) কোম্পানি রিচার্জের দাম বৃদ্ধির কোনোরকম সিদ্ধান্ত নেয়নি। বাকি সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা গুলো রিচার্জ প্ল্যান গুলো একবারে প্রায় ১৮ থেকে ২৫ শতাংশ দাম বাড়িয়ে দেয় ।
এতেও শান্ত হয় না বেসরকারি টেলিকম (Telecom) সংস্থাগুলো, এইবছর আরো অনেক বেশি রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়ে দেবে এয়ারটেল (Airtel Recharge Plans) সংস্থা এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে। রিচার্জ প্ল্যান গুলোর কতটা দাম বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে জেনে নিন এই আর্টিকেলের মাধ্যমে।
এয়ারটেল (Airtel Recharge Plans) কোম্পানির এক অফিসার এর বক্তব্য অনুযায়ী গতবছরের প্রতি গ্রাহক পিছু এয়ারটেল ১৬৩ টাকা আয় করেছে , কিন্তু প্রায় ২.২ শতাংশ কম ছিলো কোম্পানির আয়ের টার্গেট হিসেবে। এই বছরে সেই কম্পানি তার আয়ের টার্গেট সম্পূর্ন করতে আবার বাড়াতে চলছে রিচার্জ প্ল্যান গুলোর দাম।
এই বিষয় নিয়ে ভারতী এয়ারটেলের ( Bharti Airtel) সাউথ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও (CEO) গোপাল ভিত্তাল ( Gopal Vittal ) জানায় আগামী ৩-৪ মাসের মধ্যে এয়ারটেল এর রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plans) গুলোর দাম বৃদ্ধি পাওয়ার কোন আশঙ্কা নেই। কারণ ২০২১ সালেই দাম বেড়েছিল এই সংস্থার রিচার্জ প্ল্যান গুলো পুনরায় কয়েক মাসের মধ্যেই আবারো দাম বৃদ্ধি পেলে গ্রাহক সংখ্যা কমতে পারে তাই আগামী তিন-চার মাসের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই। তবে কোম্পানির আয় বজায় রাখতে চলতি বছরের মাঝামাঝি আবার দাম বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সংস্থার।
একটি সমীক্ষার মাধ্যমে দেখা যায় ২০২০ সালে এয়ারটেল টেলিকম সংস্থার আয় ছিলো প্রায় ৮৫৪ কোটি টাকা, যেখানে ২০২১ সালে এই সংস্থার আয় দাড়ায় ৮৩০ কোটি টাকা অর্থাৎ কত বছরে ২.৮ শতাংশ কমে যায় কোম্পানির আয়। (Airtel Recharge Plans)
গোপাল ভিত্তাল ( Gopal Vittal ) এর বক্তব্য অনুযায়ী এই টেলিকম সংস্থার আয় বৃদ্ধি করতে চলতি বছরে প্রতি গ্রাহক পিছু আয় ২০০ টাকা (Average revenue per user) করে টার্গেট করা হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে গ্রাহক পিছু আয়ের টার্গেট ৩০০ টাকা করে করার পরিকল্পনা রয়েছে সংস্থার। (Airtel Recharge Plans)
এই ঘোষণা এয়ারটেল গ্রাহকদের বেশ চিন্তায় ফেলেছে আবার, এবার এয়ারটেল গ্রাহকদের পকেটে চাপ বাড়তে চলতে প্রতিটি রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plans) এর দাম হতে চলেছে হয়তো আকাশ ছোঁয়া। তবে অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্লান এর দাম যদি বৃদ্ধি করে তাহলে শুধুমাত্র এয়ারটেল গ্রাহক নয় সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার সমস্ত গ্রাহকদের পকেটের চাপ বাড়বে।
এয়ারটেল সংস্থার এই রূপ বছরের পর বছর রিচার্জ (Airtel Recharge Plans) এর দাম বৃদ্ধির ফলে এয়ারটেল গ্রাহকের সংখ্যা কি কমতে পারে?? এই বিষয়ে আপনার কি মতামত নিচের কমেন্টের মাধ্যমে জানান।