তীব্র গরমে Air Conditioner বিস্ফোরণ হচ্ছে। এর কারণ কি জানেন? কিভাবে এড়াবেন, জেনে নিয়ে AC চালান।

গরম থেকে বাঁচতে আপনি কি নিয়মিত AC বা Air Conditioner ব্যবহার করছেন? গরমে ২৪ ঘন্টা এসি চালিয়ে থাকছেন? একটি ছোট্ট বিষয় না জানলে হতে পারে চরম বিপদ। এসি ব্যবহারের এই একটি ভুলে এসি ব্লাস্ট (AC Blast) করে দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগবে না। তবে মাথায় রাখবেন সতর্কতাই সুরক্ষা। তাই আপনার ঘরেও যদি এসি থাকে তবে দ্রুত খবরটি পড়ে নিয়ে সতর্ক হয়ে যান। গরমের (Heatwave) হাত থেকে বাঁচার জন্য আমরা সকলেই ফ্রিজ, এসি, কুলার ইত্যাদি ব্যবহার করে থাকি।

Advertisement

How To Protect Your Air Conditioner from Blast?

বিশেষ করে দিনকে দিন উষ্ণতার পারদ যেভাবে চড়ছে তাতে আগামীদিনে মানুষের বাঁচা দায় হয়ে পড়বে। বাইরে তাপমাত্রা তো ৪০ এর নীচে নামছেই না। ঘরেও গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই পরিস্থিতিতে অনেকেই সারাদিন ঘরে এসি চালিয়ে থাকছেন। স্বাভাবিক, তাতে স্বস্তি মিলছে কিছুটা হলেও। তবে এর ফলে যে কত বড়ো ক্ষতি হচ্ছে তা জানেন কি? সাধারণত গরমে ফ্রিজ, এসি (Air Conditioner), কুলার ইত্যাদির ব্যবহার বাড়ে।

Advertisement

আর সেই সঙ্গে বাড়ে দুর্ঘটনার প্রবণতাও। এসি ফেটে (AC Blast) ঘরে আগুন লেগে যাওয়া, প্রাণহানি ঘটা ইত্যাদি প্রায়শই শোনা যায়। কিন্তু কোনো বিপদই তো আর এমনি এমনি ঘটেনা। এর জন্য দায়ী আপনারই কোনো ভুল কাজ। আসুন জেনে নেই কি কি কারণে এসি ব্লাস্ট করে? এর থেকে কিভাবে সতর্ক থাকবেন? আগের থেকে জেনে নিলে আপনারা খুবই সুরক্ষিত থাকতে পারবেন।

Causes Of AC Blast

১. এসি ব্লাস্টের প্রাথমিক কারণ গুলোর মধ্যে একটি হল রেফ্রিজারেন্ট লিক।
২. বাতাসকে শীতল করার জন্য এসিতে উচ্চ চাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়।
৩. যদি রেফ্রিজারেন্টে লিক হয়, তবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
৪. কিছু কিছু রেফ্রিজারেন্ট স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে আগুন ধরে যেতে পারে। এর ফলে Air Conditioner বিস্ফোরণ ঘটতে পারে।

৫. সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেও Air Conditioner Blast ঘটতে পারে।
৬. এসির নিয়মিত যত্ন বা পরিষ্কার না করলে ময়লা জমে বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে।
৭. যা এসি চলতে বাধা সৃষ্টি করতে পারে।
৮. সেই কারণে এসি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়তে পারে।

Advertisement

৯. এছাড়া, কিছু Air Condition দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো অতিরিক্ত গরম হতে পারে।
১০. যার ফলে বিস্ফোরণও ঘটতে পারে।
১১. ভোল্টেজের ওঠানামার কারণে এসির বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিতে পারে।
১২. এর ফলে এসির সমস্যা হতে পারে।

How To Stay Safe from Air Condition Blast?

১. এসি যদি কিনতেই হয়, তবে সব সময়ে চেষ্টা করুন ভালো নামি কোম্পানির এসি কেনার।
২. তাতে দাম একটু বেশি পড়বে ঠিকই।
৩. প্রয়োজনে টাকা বেশি করে জমিয়ে পরে কিনুন।
৪. কারণ ভালো ও দামি ব্রান্ডের Air Conditioner ভালোভাবেই তৈরি হয়। ফলে বিপদ ঘটার সম্ভাবনা কম থাকে।

৫. ঘরের ভেতর এমন জায়গায় এসি লাগানো ভালো যেখানে সূর্যের আলো বেশি ঢোকেনা বা জায়গাটা উত্তপ্ত নয়।
৬. প্রয়োজনে আপনি জানালা বা দরজার পর্দা টেনে রাখুন সর্বদা।
৭. কিন্তু দেখবেন, কোনো ভাবেই যেন কোনো তাপ এসি মেশিনে না পড়ে।
৮. তাহলে কিন্তু এসি গরম হয়ে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না।

৯. নিয়মিত এসি মুছে পরিষ্কার রাখার চেষ্টা করুন।
১০. এসির গায়ে বা ভেতরে কোনো ময়লা জমতে দেবেন না।
১১. নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে জিনিস ভালোও থাকবে আর বিপদও ঘটবেনা।
১২. এসি বসানোর জন্য বিদ্যূতের লাইন অবশ্যই ভালো হওয়া দরকার।

বিনামূল্যে রান্নার গ্যাস (Free LPG Cylinder)

১৩. অনেক দিনের পুরোনো ইলেকট্রিকের বোর্ড, তার অথবা ওয়্যারিং এর পাইপ বেশি লোড টানতে পারে না।
১৪. তাই এই গুলো দিয়ে Air Conditioner ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই বিস্ফোরণ ঘটার ভয় থাকে।
১৫. তাই চেষ্টা করুন সব সময়ে নতুন এবং শক্তিশালী বিদ্যুতের লাইনে এসি লাগানোর।

পহেলা মে থেকে ATM Card এর খরচ বাড়ছে। গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল। জেনে নিন

১৬. এসি যতই ভালো হোক তা যদি দিনে ২৪ ঘন্টা চলে তাহলে খারাপ তো হবেই।
১৭. তাতে এসি অতিরিক্ত গরমে ফেটেও (AC Blast) যেতে পারে।
১৮. তাই এসি ব্যবহার করুন, তবে মাঝেমধ্যে সেটিকে একটু বিরাম দিন।
১৯. তাতে জিনিস ও বহু দিন যাবে, আর আপনার কোন বিপদও হবে না।
Written by Nabadip Saha.

নতুন পাসপোর্ট গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত। 1লা তারিখের আগে না জানলে চরম সমস্যা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment