প্রাথমিক শিক্ষক নিয়োগে D.EL.Ed কোর্সে ভর্তি সুযোগ

পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় সরকার অনুমোদিত ও সরকার পোষিত ও বেসরকারি ৬৪৬টি প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান (ডি.এল.এড) কোর্সে ভর্তি শুরু হয়েছে৷ এন.সি. টি.ই’র অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স ২ বছরের৷ যে কোন শাখার উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত ৫০% (তপসিলি, ও.বি.সি, প্রতিবন্ধি, প্রাক্তন সমরকর্মী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন৷ ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাশরাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য৷ তবে তাঁদের বেলায় ৪% আসন সংরক্ষিত আছে৷ ইংরিজি আবশ্যিক বিষয় হিসাবে থাকতে হবে৷ বাংলা মাধ্যমে পড়তে চাইলে উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরাজী বিষয়, হিন্দি মাধ্যমে পড়তে চাইলে হিন্দি ও ইংরাজী বিষয় ,সাওতালি মাধ্যমে পড়তে চাইলে অলচিকি ও ইংরাজী বিষয় উচ্চমাধ্যমিকে থাকতে হবে ৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ৷ তপসিলিরা ৫ বছর ,ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন ৷ এই কোর্স পাশ করলে প্রাইমারী টিচার ও স্কুল সার্ভিসের পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর পাবেন ৷ সীট প্রতিটি প্রতিষ্টানে ৫০টি করে ৷ তবে কয়েকটি প্রতিষ্টানের সীট ১০০টি করে ৷ পড়ানো হবে বাংলা / অন্যান্য মাধ্যমে ৷ মোট সীট প্রায় ৪৫ হাজার ৷ এর মধ্যে সরকারী প্রতিষ্টানে সীট ৩,৭০০টি ৷ বেসরকারী ৪২,০০০টি ৷ এর মধ্যে বাংলা মাধ্যমে সীট ৪৫,২০০টি , হিন্দি মাধ্যমে ৩০০টি, নেপালী মাধ্যমে ১০০টি, উর্দু মাধ্যমে ৫০টি, সাঁন্তাড় মাধ্যমে ৫০টি৷

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment