২০২২ এর শেষ, ২০২৩ এর শুরু। আর মাস পয়লার আগেই শিক্ষকদের এক গুচ্ছ নির্দেশিকা দিয়ে Academic Calendar 2023 প্রকাশ করলো পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর (West Bengal School Education Department). ২রা জানুয়ারী থেকে ১৫ই জানুয়ারী, এই সময়সীমার মধ্যে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কি কি করতে হবে, কোন নিয়মগুলি মেনে চলতে হবে, সেই বিষয়ে স্পষ্ট সার্কুলার জারি করা হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে।
স্কুল শিক্ষা ব্যবস্থাকে কড়া অনুশাসনের মধ্যে নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের সামগ্রিক মান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। আর সেই কারণেই Academic Calendar 2023 প্রকাশ করে একের পর এক নির্দেশিকা দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। এবার স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department) সাম্প্রতিক এই সার্কুলার সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক, কি কি নির্দেশ দেওয়া হয়েছে।
Academic Calendar 2023
এই নির্দেশনামায় প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে, যে সময়সীমার মধ্যে স্কুলগুলিকে নির্দেশিকা পালন করতে হবে তার নাম দেওয়া হয়েছে, Guidelines for Observance Students Week অর্থাৎ ১ সপ্তাহব্যাপী স্টুডেন্টস উইক (Student Week 2023) চলবে। Academic Calendar এ যেটার দিন নির্ধারণ করা হয়েছে ২ জানুয়ারি,২০২৩ থেকে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
এই Academic Calendar এর নির্দেশিকা রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, এসএসকে, এমএসকে (SSK MSK), শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিটি ক্ষেত্রেই পৃথক গাইডলাইন দেওয়া হয়েছে। তবে বেশ কিছু বিষয়ে সেখানে কমন রয়েছে, যা সকলকেই করতে হবে। গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের সচেতনতামূলক প্রোগ্রামের (Awareness Programme) উপর। যেখানে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে, সেই প্রকল্পগুলি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে।
যেমন Student Credit Card, Swami Vivekananda Meritt cum Means Scholarship, Aikyasree, Pre and Post Metric Scholarship, Textbook Distribution, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, বিভিন্ন ধরনের প্রকল্প এবং নীতি, যা মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা গৃহীত হয়েছে, সেই সমস্ত বিষয় তুলে ধরতে হবে। Student Parlament, Class Captain গঠন করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে।
৩০ ডিসেম্বর ২০২২ এর মধ্যে সমস্ত বিদ্যালয়, SSK MSK, College, University, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজেশনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্টুডেন্ট উইক (Academic Calendar Student Week) ২ জানুয়ারী ২০২৩ থেকে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে মূলত অনুষ্ঠানের জন্য ২ ঘন্টা ধার্য করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে সকাল ১১ টা থেকে বেলা ১টা সময়সীমার মধ্যে। তারপর মিড ডে মিল এর জন্য সময় রাখতে হবে।
নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রথম দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা সমস্ত ছাত্র-ছাত্রীদের কোনো ফাঁকা জায়গায় বা অ্যাসেম্বলি হলে শুভেচ্ছা জানাবেন। এই প্রোগ্রাম সকাল ১০ঃ৪৫ এর মধ্যে শুরু করতে হবে। নতুন ক্লাসে ওঠা ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানাবেন। পাশাপাশি ২ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক সম্বন্ধে সংক্ষেপে জানাতে হবে। সরকারের যে Academic Calendar এর ৫টি নতুন পলিসি নেওয়া হয়েছে, সেই পলিসি সম্পর্কেও প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে ছাত্রছাত্রীদের সামনে বিস্তারিত বলতে হবে।
Reliance Jio Scholarship – দেশের সকল পড়ুয়াদের দিচ্ছে লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ।
শুভেচ্ছা বিনিময়ের পরে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতা, হাতধোয়া স্বাস্থ্যসম্মত উপায় অবলম্বন করার বিষয়টি নিয়ে সচেতন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এছাড়াও বুক ডে (Book Day) পালন করে যেমন টেক্সটবুক এবং খাতা পূর্বেও যেভাবে বিতরণ করা হতো, এবার ও ২রা জানুয়ারীতে সেই ভাবে বিতরণ করতে হবে। এবং বিভিন্ন কর্মসূচী ছবি তুলে রিপোর্ট পাঠাতে হবে।
মূলত ২ জানুয়ারি ২০২৩ সমস্ত বিদ্যালয়কে অভিভাবক, অভিভাবিকাদের ডেকে একটি সভার আয়োজন করতে হবে। যেখানে এই Student Week সম্বন্ধে বিস্তারিত তাদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি যে ৫টি নতুন পলিসি মধ্যশিক্ষা পর্ষদের তরফে গ্রহণ করা হয়েছে সেই বিষয়টিও বিস্তারিতভাবে জানানো হবে।
এরপর এই সপ্তাহ জুড়ে Interactive Session, বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা করতে হবে। সমস্ত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের একসঙ্গে জাতীয় সংগীত গাইতে হবে।
টেটের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ কবে, কোথায়, কি ডকুমেন্ট লাগবে, জানাল পর্ষদ।
যে ৫ টি নতুন পলিসির কথা বলা হচ্ছে সেগুলি হলো, Formation of House System in School, Observation of Graduation Ceremony, Reading Habbits, Ananda Parisar and Formation of Sishu Sansad এই পাঁচটি পলিসিকে বাস্তবায়িত করতে হবে। এছাড়াও বিদ্যালয়ে কন্যাশ্রীর আপডেট এবং রিনিউয়াল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হবে।
স্কুলে ফাঁকিবাজি বন্ধ করতে স্কুল শিক্ষা দপ্তরের নজিরবিহীন গাইডলাইন, প্রতি সপ্তাহে স্কুল
শিক্ষাবন্ধুদের স্কুলছুট পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে কথা বলতে হবে।
নতুন বছরের শুরুতেই (Academic Calendar) প্রথম সপ্তাহে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।
Written by Rajib Ghosh.