প্যান কার্ড আপডেট মেসেজ বা PAN AADHAAR Link, PAN Card Update Message পেয়েছেন? সাবধান! আপডেট করতে গিয়ে খালি হচ্ছে অ্যাকাউন্টের টাকা।
যুগ বদলেছে, প্রযুক্তি এগোচ্ছে, ইন্টারনেটের কল্যাণে সারা বিশ্ব আজকে হাতের মুঠোয়। স্মার্ট ফোন দিয়ে জীবনের দৈনন্দিন সমস্ত জরুরী কাজ সম্পন্ন করে ফেলা যায়। আর সেই সুযোগকেই ব্যবহার করছে জালিয়াতরা। একের পর এক প্রতারণা, জালিয়াতির মধ্যে দিয়ে মানুষের পকেট ফাঁকা করে সর্বস্বান্ত করে দিচ্ছে।
জালিয়াতির ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। সাইবার ক্রাইম এই মুহূর্তে এতটাই বেড়েছে যে, ব্যাংক, পোস্ট অফিস থেকে শুরু করে বহু আর্থিক সংস্থা প্রতিনিয়ত জনগণকে সচেতন করে যাচ্ছে। Statistica রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দেশ জুড়ে ৪.৮ হাজারের বেশি অনলাইন ব্যাংকিং জালিয়াতির ঘটনা হয়েছে। বর্তমানে মানুষকে প্রতারিত করার জন্য স্ক্যামাররা ফিশিং এসএমএস টেকনিক ব্যবহার করছে। একটি PAN Card Update ফেক এসএমএস পাঠিয়ে সাইবার জালিয়াতরা মানুষকে ভয় দেখিয়ে ব্যাংক একাউন্ট সাসপেন্ড করছে।
PAN Card Update Message Alert:
এসএমএসের সঙ্গে সংযুক্ত লিংকে ক্লিক করে কেওয়াইসি বা PAN Card Update প্যান কার্ড তথ্য আপডেট না করলে একাউন্ট রিকভার করা সম্ভব নয়, আর এই মেসেজ পেয়েই আতঙ্কিত হয়ে কিছু না ভেবে তাড়াতাড়ি ওই লিংকে ক্লিক করে দিচ্ছেন মানুষেরা। যার ফলে তার ব্যক্তিগত এবং ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য হ্যাকাররা লুঠ করে নিচ্ছে। এই কারণে ব্যাংকিং সংস্থাগুলি ইউজারদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিচ্ছে। এই ধরনের এসএমএস এড়িয়ে যেতে বলা হচ্ছে। সম্প্রতি HDFC ব্যাংকের একজন গ্রাহক এই প্রতারণামূলক SMS পাওয়ার অভিযোগ জানিয়েছে।
ওই গ্রাহক টুইটারে একটি PAN Card Update ফিশিং এসএমএসের স্ক্রিনশট শেয়ার করেন এবং এইচডিএফসি ব্যাংককে ট্যাগ করে বিষয়টি জানান। এই টুইট দেখে আরেকজন টুইটার ব্যবহারকারী তার কাছে আসা এসএমএস শেয়ার করেন। সেখানেও ওই লিংকে গিয়ে KYC তথ্য আপডেট করতে বলা হয়েছিল। সেটা না করলে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
এই অভিযোগ টুইটারে দেখার পর HDFC ব্যাঙ্ক জানিয়েছে, আপনাকে প্যান কার্ড, কেওয়াইসি আপডেট, অন্য কোনো ব্যাংকিং তথ্য প্রদান করতে বলা কোনো অজানা নম্বরের রিপ্লাই করবেন না। এইচডিএফসি ব্যাঙ্ক তার অফিশিয়াল আইডিতে মেসেজ পাঠায়। আরেকটি Twitter হ্যান্ডেলে এইচডিএফসি ব্যাংকের সার্ভিস ম্যানেজার লিখেছেন, মনে রাখবেন, এইচডিএফসি ব্যাঙ্ক কখনোই মেসেজের মাধ্যমে PAN Card Update এর মতো প্যান কার্ডের বিষয়, OTP, UPI, VPA, MPIN, পাসওয়ার্ড, কাস্টমার আই ডি, কার্ড নম্বর, ATM Pin নম্বর এবং CVV চাইবে না। এগুলি গোপন রাখুন। কারো সঙ্গে শেয়ার করবেন না।
আরও পড়ুন, LIC Policy আছে? গ্রাহকেরা শীঘ্রই করুন এই কাজ, না হলে ১ টাকাও পাবেন না, সব টাকা জলে।
ফিশিং ব্যাংক এসএমএস Scam থেকে কিভাবে নিরাপদ থাকবেন:
কোনো অপরিচিত নম্বর থেকে মেসেজ বা কল এলে নিজেদের ব্যক্তিগত তথ্য, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর শেয়ার করবেন না।
UPI, Internet Banking App এবং মোবাইলে সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রাখুন।
ব্যাংকের নাম করে কোনো এসএমএস আসলে প্রয়োজনে ব্যাংকের ম্যানেজার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন।
অনলাইন ব্যাংকিং অ্যাপ ডিভাইসে থাকলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি ফিচার এনাবেল করুন। এটা করলে App এক্সেস করার সময় প্রতিবার আপনাকে পাসওয়ার্ড এবং OTP Enter করতে হবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিকল্প নির্বাচন করতে পারেন।
অচেনা নম্বর থেকে ব্যাংকের এসএমএস এলে চেক করে নিন এবং লিঙ্কটির URL যথাযথ কিনা সেটাও দেখে নিন। ফিশিং স্ক্যামার SMS দেখলেই বুঝতে পারবেন। একাধিক ভুল বানানের ইংরেজি শব্দ পাবেন সেখানে।
ফিশিং ব্যাংক এসএমএস Scam জালিয়াতির একটি নয়া কৌশল। Scammer রা ব্যাংকের ছদ্মবেশ ধারণ করে একাউন্ট বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে বার্তা পাঠিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য PAN Card Update, একাউন্ট নম্বর, কার্ড নম্বর, ওটিপি, সিভিভি, আইডেন্টিফিকেশন নম্বর চায়। বিভিন্ন অজুহাত দিয়ে কেওয়াইসি বা PAN Card Update বা প্যান কার্ডের তথ্য আপডেট করার কথা বলে লিংক পাঠায়। এই লিংকের ফাঁদে কখনোই পা দেবেন না। তাহলে নিমেষের মধ্যেই ব্যাংক একাউন্ট খালি করে দিতে পারে হ্যাকাররা।
Written by Rajib Ghosh.