গ্রাম বাংলার মানুষ তথা বাংলার কিষাণ ভাইদের জন্য সুখবর। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষক ও গ্রাম বাসীদের জন্য বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কি সুবিধা ঘোষণা করলেন, কবে থকে এই সুবিধা পাবেন, বিস্তারিত জেনে নিন।
সমাজের সর্বস্তরের মানুষকে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প রচনা এবং বাস্তবায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার, খাদ্য সাথী, সবুজ সাথী যেমন রয়েছে, তেমনি রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে যে প্রকল্প তৈরি করা হয়েছে তার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহায়তা করা হয় রাজ্যের তরফে।
কৃষক বন্ধু প্রকল্পে অনুদান বাড়লোঃ
এবার রবি বা শীতের মরসুমে রাজ্যের কৃষকদের সহায়তা করার জন্য প্রকল্পের আর্থিক পরিমাণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত কৃষকরা নতুন কৃষকবন্ধু প্রকল্পের জন্য নাম লিখিয়েছেন তাদেরকে অভিনন্দন জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এর আগে ২৭ জুন খরিফ মরশুমের জন্য ৭৯ লক্ষ কৃষককে মোট ২৪৬৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
এই বছর কৃষকবন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের মোট ৫০২৩ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এর জন্য আমরা গর্বিত। এরপরেই নতুন করে ৯১ লক্ষ ৫৭ হাজার কৃষককে সহায়তার প্রকল্প ঘোষণা করেন মমতা। দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকরা এই প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন, তারাও এবার নাম নথিভুক্ত করেছেন। সেই সংখ্যাটা প্রায় ৩০০০০ এবার তাদেরকেও কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আরও পড়ুন, রান্নার গ্যাস মাত্র 500 টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী
শুধু তাই নয়, কৃষক বন্ধু প্রকল্পের আগে যে পরিমাণ আর্থিক সহায়তা করা হতো এবার সেই পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, কৃষকদের সব মিলিয়ে মোট ১২৫০০ কোটি টাকার বেশি এই প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হয়েছে। এই টাকা কৃষক, বর্গাদার, ভাগচাষীদের সহায়তা হিসেবে দেওয়া হল।
আরও পড়ুন, বন্ধন ব্যাংকের টাকা চোট, রাতারাতি সব টাকা গায়েব, গ্রাহকদের মাথায় হাত।
এছাড়াও ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকদের মধ্যে কেউ মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। ৬৭ হাজার ৬১২টি কৃষক পরিবারকে ১৩৫২ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আমফান ইয়াসের মত প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকেও রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এরপরেই মুখ্যমন্ত্রী কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ৯১ লক্ষ ২০০০ এর বেশি কৃষকের হাতে টাকা তুলে দেন। এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেশন কার্ড থাকা সত্বেও পাচ্ছেন না খাদ্য সামগ্রী? এই কাজটি না করলে সারা জীবনেও পাবেন না চাল, গম।