বছর শেষ হওয়ার আগেই আগামী বছরের ছুটির তালিকা ২০২৩ (Holiday List 2023) প্রকাশ করলো পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। এক নজরে দেখে নিন Academic Calendar 2023 অর্থাৎ কোন কোন দিন বিদ্যালয় ছুটি থাকবে।
দিন কয়েক পরেই ২০২২ সালের সমাপ্তি। শুরু হচ্ছে নতুন বছর ২০২৩ প্রতিবছরের শুরুতেই সেই বছরের হলিডে ক্যালেন্ডার সরকারের তরফে প্রকাশ করা হয়ে থাকে। সমস্ত সরকারি কর্মচারী তথা শিক্ষকেরা সেই ছুটির তালিকার দিকে নজর রাখেন। কোন কোন দিন ছুটি রয়েছে, কিভাবে সেই ছুটিগুলোকে তারা উপভোগ করতে পারবেন, সেদিকেই লক্ষ্য থাকে সবার। ঠিক সেরকমভাবেই প্রতিটি বিদ্যালয়ের ছুটির তালিকাও ঘোষণা করা হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা (WBBSE Holiday List 2023) রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে গরমের ছুটি বিদ্যালয়েগুলিতে ১০ দিন পড়ছে। যদিও এর আগের বছর গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন করা হয়। আগের বারের চেয়ে এবার ছুটি কমানো হয়েছে। এদিকে পুজোর ছুটি ২৪ দিন থেকে বাড়িয়ে, ২৬ দিন করা হয়েছে। এই সমস্ত ছুটি গুলি রবিবার বাদে।
সরকারের তরফে ছুটির তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, বছরে মোট ৬৫ দিন ছুটি দেওয়া হবে। বিদ্যালয়গুলিতে বিভিন্ন জায়গায় বিদ্যালয়গুলির ভৌগোলিক অবস্থা, সেখানকার স্থানীয় উৎসব বা প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতির ক্ষেত্রে ছুটির পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে স্কুলের পরিচালন সমিতি, প্রশাসক দ্বারা ছুটির অনুমোদন করিয়ে নিতে হবে। তবে কোনোভাবেই বছরে ৬৫ দিনের বেশি ছুটি থাকবে না স্কুলগুলিতে।
এবার একবার দেখে নেওয়া যাক, ছুটির তালিকা।
১ জানুয়ারি- ইংরেজি নববর্ষ (রবিবার)
১২ই জানুয়ারি- বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী
২৩ জানুয়ারি- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন (সোমবার)
২৫ জানুয়ারি- বুধবার সরস্বতী পুজোর আগের দিন
২৬ শে জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো (বৃহস্পতিবার)
১৪ ফেব্রুয়ারি- পঞ্চানন বর্মার জন্মদিন (মঙ্গলবার)
১৮ ফেব্রুয়ারি- শনিবার শিবরাত্রি
৭ মার্চ মঙ্গলবার- দোল যাত্রা
৮ মার্চ- হোলি এবং শবেবরাত (বুধবার)
১৯ মার্চ- শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী (রবিবার)
৪ এপ্রিল- মঙ্গলবার মহাবীর জয়ন্তী
৭ এপ্রিল- শুক্রবার গুড ফ্রাইডে
১৪ই এপ্রিল- বি আর আম্বেদকরের জন্মদিন মঙ্গল (শুক্রবার)
১৫ এপ্রিল- বাংলা নববর্ষ (শনিবার)
২১ এপ্রিল- ঈদ-উল-ফিতরের আগের দিন (শুক্রবার)
২২ এপ্রিল- ঈদ-উল- ফিতর (শনিবার)
গ্রাহক টানতে Jio এর চমক, 100 টাকার কমে সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান বাজারে এলো
১ মে- মে দিবস (সোমবার)
৫ মে- বুদ্ধ পূর্ণিমা এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন।
৯ মে- রবীন্দ্র জয়ন্তী
২৪ শে মে থেকে ৪ জুন রবিবার ছুটির দিন বিবেচিত হবে না। ১০ দিন ছুটি ধার্য করা হয়েছে।
২০ জুন- বকরি ঈদ
২৯ শে জুন- মহরম
২৯ শে জুলাই- রথযাত্রা
১৫ ই আগস্ট- স্বাধীনতা দিবস
৩০শে আগস্ট- রাখি পূর্ণিমা
৬ সেপ্টেম্বর- জন্মাষ্টমী
২৯ সেপ্টেম্বর- ফাতেহা দোয়াজ দাহাম
২ অক্টোবর- গান্ধী জয়ন্তী
১৪ই অক্টোবর থেকে ১৬ ই নভেম্বর পুজাবকাশ ছুটি থাকবে। ভাইফোটার পরদিন স্কুল খুলবে। রবিবার বাদে ২৬ দিন ছুটি ধার্য হয়েছে।
বদলে গেল ষ্টেট ব্যাংকে টাকা রাখার নিয়ম, নতুন নিয়ম না মানলে জরিমানা দিতে হবে।
১৯ নভেম্বর- ছট পুজো রবিবার
২০ নভেম্বর- ছট পুজোর বাড়তি ছুটি
২৭ নভেম্বর- গুরু নানকের জন্ম জয়ন্তী
২৫ ডিসেম্বর বড় দিন
এই হলো ২০২৩ সালের বিদ্যালয় গুলিতে ছুটির তালিকা যে ছুটির দিনগুলোতে বার লেখা হয়নি সেগুলো রবিবার নয়।
এবছরের ছুটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ৯টি ছুটিতে হয় শনিবার কিম্বা সোমবার পড়েছে, এতে পর পর দুদিন ছুটি পাবেন পড়ুয়া ও শিক্ষকেরা।
Written by Rajib Ghosh.