লটারি টিকিট কাটলেই যে কোটিপতি লাখোপতি হয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। এটা জানার পরেও বহু মানুষ প্রতিদিন নিয়ম করে মোটা টাকা দিয়ে বিভিন্ন লটারির টিকিট কাটেন। যদি প্রতিদিন লটারির টিকিট কাটা আপনার নেশা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি কিন্তু কখনোই ভালো নয়।
তার কারণ আপনার উপার্জন করা টাকার একটা বড় অংশ লটারি টিকিটে ব্যয় হয়ে যাচ্ছে। ফলে তার প্রভাব কিন্তু জীবন যাপনের উপর পড়তে পারে। যেটা কখনোই কাম্য নয়। কিন্তু তবুও দীর্ঘদিন ধরেই লটারি টিকিট কাটার প্রবণতা ক্রমবর্ধমান। তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি আপনি কোটিপতি বা লাখপতি হতে চান তাহলে ফাটকা জুয়া খেলার মত লটারির টিকিট কাটা ছাড়া অন্য কোন পথ নেই।
এবার দেখা গিয়েছে, অধিকাংশ মানুষ নিয়মিত লটারির টিকিট কাটেন কিন্তু পুরস্কার জিততে পারেন না। যদিও কোনো বাধাধরা নিয়ম এক্ষেত্রে নেই। তবুও সমস্ত দিকে স্টাডি করে দেখা গিয়েছে বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। এবার লটারি টিকিট কাটার ক্ষেত্রে এই সমস্ত ট্রিকস প্রয়োগ করে দেখতে পারেন।
নিয়ম মেনে লটারি টিকিট কাটুন
যত লটারি টিকিটে পুরস্কার জেতা হয় তার প্রায় ৬০ শতাংশ টিকিটই ১ সংখ্যার নম্বরটি থাকে। তাহলে দেখা যাচ্ছে জেতা টিকিটের অধিকাংশ নম্বর ১ সংখ্যায় হয়। এবার এই ১ সংখ্যাকে গুরুত্ব দিতে হবে।
প্রথমেই ১ থেকে ৫ সংখ্যার মধ্যে যেকোনো একটি সংখ্যাকে বেছে নিন। সেটা ২,৩,৪ হতে পারে। এরপরে ১ থেকে ৮ সংখ্যার মধ্যে যেকোনো দুটি সংখ্যা বেছে নিতে পারেন।
সেখানে ৩ এবং ৫ সংখ্যা দুটি নিতে পারেন আবার ২ এবং ৬ সংখ্যা দুটিও নিতে পারেন জোড় বিজোড় একসঙ্গে হলেও কোন অসুবিধা নেই।
৮ সংখ্যার কাছাকাছি যে কোনো দুটি নম্বর নিতে পারেন। একত্রে ৭ এবং ৯ সংখ্যা দুটি নেওয়া সম্ভব।
৮ এবং ১৫ সংখ্যার মধ্যে যেকোনো দুটি সংখ্যা নিতে পারেন। এক্ষেত্রে ১১ এবং ১৩ বা ১৪ এবং ৯ কিংবা ১০ এবং ১৪ এই দুটি সংখ্যা নিন।
এবার এই সংখ্যাগুলি এক জায়গায় লিখে দেখুন। ৬টি ডিজিট তৈরি হয়েছে। সেই ছয়টি ডিজিট হল ১, ৩, ৫, ৯, ১১, ১৩
যে ট্রিকস এ এই পদ্ধতিটি প্রয়োগ করা হচ্ছে সেটি ডেল্টা নিয়মে হচ্ছে। এই ডেল্টা নিয়ম অনুযায়ী যদি লটারির সর্বোচ্চ সংখ্যা ৫৬ হয় আর আপনার যোগফল ভিজিটগুলির যোগফল যদি ৪২ হয়, তাহলে আপনি একদম সঠিক নম্বর বেছে ফেলেছেন।
সর্বোচ্চ নম্বরের থেকে অন্ততপক্ষে ১৫ নম্বরের দূরত্ব বজায় থাকলে সেই নম্বরটি ট্রিকস অনুযায়ী সফল হতে পারে।
তবে এই যে নম্বরগুলি বাছা হয়েছে এই নম্বর গুলি কিন্তু লটারি টিকিট নয়। টিকিটের সিকোয়েন্স তৈরি করা হয়েছে। এবার সেই সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী ট্রিকসের দিকে লক্ষ্য রাখুন।
এবার ডেল্টা নিয়মে প্রথম যে ডিজিটগুলি লিখেছেন সেই ভিজিটগুলিকে এলোমেলো করে বসান। ৫,৩,১১,৯, ১, ১৩
এরপরে প্রথম লেখা নম্বর এর সঙ্গে দ্বিতীয় লটারির নম্বরগুলিকে একত্র করে যোগফল বের করুন। এক্ষেত্রে ডেল্টা নিয়মে ট্রিকস হচ্ছে, এই যোগফলটি গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখুন 5, 5+3=8, 8+11=19, 19+9=28,28+1=29,29+13=42
এবার আপনার নম্বরটি হল৫৮১৯২৮২৯৪২
লটারি জেতার 5 টি গোপন নিয়ম, কোটি টাকা জিততে হলে আগেভাগে দেখে নিন।
লটারিতে টিকিট জেতার জন্য আরেকটি টিপস দেওয়া রইল। সেটি হল সকলেই কোটিপতি হওয়ার লক্ষ্যে লটারির টিকিট কাটেন। সেই জায়গায় আপনি লাখপতি হওয়ার লক্ষ্যে টিকিট কাটুন। বেশি টাকার লটারি টিকিটে প্রতিযোগিতা বেশি, আবার কম টাকার পুরস্কার যে টিকিটে রয়েছে সেখানে প্রতিযোগিতা কম। ফলে আপনার লটারি টিকিটে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি থাকবে।
শুধু তাই নয়, প্রচলিত লটারির টিকিট অধিকাংশ মানুষ কাটেন। তাই এবার অন্য ভাষার লটারি টিকিটগুলো কেটে দেখতে পারেন। সে ক্ষেত্রে ইংরেজি, স্প্যানিশ, জার্মানি এই সমস্ত ভাষায় যে সমস্ত লটারি টিকিট অনলাইনে পাওয়া যায় অনলাইনেই আপনি এই টিকিট কাটতে পারেন।
অনলাইন লটারি খেলার উপায়, মোবাইল থেকে লটারি কেটে চুপি চুপি কোটি টাকা জ্যাকপট লাগিয়ে দিন।
তবে অনলাইনের মাধ্যমে লটারি টিকিট জিতেছেন বলে একাধিকবার প্রতারকরা ভুয়ো ইমেইল পাঠিয়ে থাকে। সেই ইমেইলের খপ্পরে পা দেবেন না। তাহলে সর্বস্বান্ত হতে পারেন। সমস্ত দিক থেকে সতর্ক থাকবেন। একটি কথা বারবার বলা হচ্ছে, লটারির টিকিটের এই যা কৌশল জানানো হয়েছে সবটাই স্টাডির উপর দাঁড়িয়ে। এর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। ফলে লটারি টিকিট কাটলেই যে আপনি লাখপতি কোটিপতি হবেন তার নিশ্চয়তা কখনোই নেই।
Written by Rajib Ghosh.