আফগান এয়ারপোর্ট এ বিস্ফোরণের পর কলকাতা এয়ারপোর্ট এ ধরা পড়লো বহু মুল্যের তেজস্ক্রিয় পদার্থ। ৪ হাজার ২৫৮ কোটি টাকার ধাতু সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন হুগলির দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি উজ্জ্বল পাথরের মতো শক্তিশালী তেজস্ত্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম। সিআইডির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাথরগুলি ছাই রঙের। সেগুলি অন্ধকারেও ঝলমল করছে। ক্যানসারের চিকিত্সায় ব্যবহার হয় এই ধাতুর। এমনকি বিস্ফোরক চিহ্নিত করে যে যন্ত্র, তাতেও কাজে লাগে ক্যালিফোর্নিয়াম। এটি বিশ্বের অন্যতম মূল্যবান তেজস্ক্রিয় মৌল। এক গ্রামের দাম প্রায় ১৭ কোটি টাকা! এত দামি ধাতু সাধারণ পরিবার থেকে উঠে আসা ওই যুবকরা কী ভাবে হাতে পেলেন তার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ওই ধাতু পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কোথা থেকে পাওয়া গেল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর সাথে আফগান যোগ নেই তো? প্রশ্ন উঠছে।।